আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি।
ভর্তির কার্যক্রম এখনো শুরু হয়নি।তাই বাড়িতেই আছি। প্রাইভেটও পড়ছি গোটা দুয়েক।ফিজিক্স প্রাইভেট সকাল ৮ টা থেকে।এই শীতের মধ্যে তো ঘুম থেকে উঠাই মুশকিল,তাও ওতো সকালে।উঠলে হয় ৮ টা পার হবে নাহলে ৬ টার আগে উঠবো।তো দিন তিনেক আগের কথা।ঘুম থেকে জাগনা পাইছি ৬ টার আগে।কি করি কি করি ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়েছিলাম😬।ভাবলাম এদিক সেদিক দিয়ে হাটত হাটতে হোটেল থেকে নাস্তা করে প্রাইভেটে যাবো।সকালের পরিবেশও দেখা হলো আর প্রাইভেটেও যাওয়া হলো।
বাসা থেকে একটু দূরেই বাজার।বাজার থেকে কাপড় পট্টিতে গিয়েছিলাম।সেখান থেকে গার্লস স্কুলের সামন দিয়ে আরো দুইটা পাড়ায় ঢুকেছিলাম। তারলর সেখান থেকে হোটেলে।খেয়ে দেয়ে রিক্সা নিয়ে সোজা প্রাইভেট।
ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালোই ছিল। একটু পর রোদের ঝলকানি দেখা গিয়েছিল।রাস্তা ফাকাই ছিল মোটামুটি।কানে হেডফোন ছিল।সত্যি বলতে খুব ভালো ছিল সময়টুকু।
৮ টা থেকে প্রাইভেট ছিল,খেয়ে দেয়ে দেখি ৮ টা ৩ বাজে😑।হোটেল থেকে বের হয়েই একটা রিক্সা নিয়ে সোজা প্রাইভেট 🥵।গিয়ে অবশ্য দেখি স্যার তখনো নতুন কিছু করায়নি।তারপরেও সামান্য একটু বকা খেয়েছিলাম।একটু আকটু তো খাওয়াও লাগে নাকি?😒,আপনারাও খাইছেন🤭।লুকাতে পারবেন না কেউ😏।আল্লাহ হাফেয😊।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.02/01/22