( এসো নিজে করি ) আর্ট : একটি কাঁচের বোতলের মধ্যে পুশ ফ্যামিলি আর্ট।

in hive-129948 •  16 days ago  (edited)

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি একটি কাঁচের বোতলের মধ্যে পুশ ফ্যামিলি আর্ট করেছি। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000045535.jpg

আজকে আমি কি নতুন আপনি আপনাদের মাঝে হাজির করতে এবং আর দিক থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সে যেন সব সময় আর্ট করে থাকি এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। মাঝে মাঝে কিছু ভিন্ন রকমের চেষ্টা করে থাকি। সেই রকমই একটি আর্ট নিয়ে এলাম।সব সময়তো কাগজের মধ্যে আর্ট করা হয় কিন্তু আজকে আমি আর্ট করেছি একটি কাঁচের বোতলের মধ্যে।এটি হচ্ছে স্যাভলন এর বোতল। আসলে বাবুর জামা কাপড় পরিষ্কার করার জন্য প্রতিনিয়ত স্যাভলন ব্যবহার করতে হয়।আর ঘরের মধ্যে স্যাভলন এর বোতলের অভাব নেই।এই স্যাভলন বোতল ব্যবহার করার পর ভাবলাম এই বোতলটা কাজে লাগাবো কারন বোতলটা কাঁচের ছিল। ভাবলাম আর্ট করে সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কি আর্ট করব সেটা ভাবতেই মাথাই আপনাদের সকলের প্রিয় পুশ আর্ট করা যাক। কাঁচের বোতলের মধ্যে পুশ পরিবারের আর্ট করে নিলাম। এই আর্ট করতে অনেকটাই সময় লেগেছিল কারণ কাঁচের বোতলের মধ্যে রং করলে সেই রং শুকাতে অনেকটাই সময় লাগে। ছোট বাচ্চা নিয়ে অনেকটা সময় দিয়ে আর্ট করা কষ্টের হয়ে দাঁড়ায়। এদিকে রং করার পর শুকাতে সময় আমার অপেক্ষা করা সম্ভব না এজন্য আমার আর্ট করতে বেশ কয়েকদিন লেগে গিয়েছে। তারপরও আমি চেষ্টা করি আর্ট কমপ্লিট করার চেষ্টা করেছি। একটি কাঁচের বোতলের মধ্যে পুশ ফ্যামিলি আর্ট কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন।

আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করেছি। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•কাঁচের বোতল
•আর্ট ব্রাশ
•অ্যাক্রোলিক রং
•গাম

1000044718.jpg

ধাপ:-১

প্রথমে আমি কাঁচের বোতলের মধ্যে হলুদ রং দিয়ে আর্ট করেছি।

1000045545.jpg

ধাপ:-২

বোতলের মাঝখানে কিছু অংশ মধ্যে সাদা রং দিয়ে আর্ট করেছি।

1000044731.jpg

1000044733.jpg

ধাপ:-৩

এরপর আবার হলুদ রং দিয়ে আর্ট করব। আগের করা রং শুকানোর পর তার উপরে আবার হলুদ রং দিয়ে আর্ট করেছি যাতে সুন্দরভাবে ফুটে ওঠে রং।

1000044816.jpg

1000044817.jpg

ধাপ:-৪

এরপর একইভাবে সাদা রং শুকানোর পর আমি আবার সাদা রং করে নিলাম।

1000044818.jpg

1000044819.jpg

ধাপ:-৫

এরপর আমি ছাই রং দিয়ে আর্ট করব।এই রং দিয়ে আমি পুশ আর্ট করেছি।

1000045371.jpg

1000045372.jpg

ধাপ:-৬

এরপর কমলা রং দিয়ে আর্ট করব পুশ এর বউ আর বাচ্চা।

1000045546.jpg

ধাপ:-৭

এরপর আমি লাল রং দিয়ে পুশ ফ্যামিলি এবং কয়েকটি লাভ আর্ট করে নিয়েছি।

1000045547.jpg

ধাপ:-৮

এরপর কালো রং দিয়ে পুশ ফ্যামিলি আর্ট করে নিয়েছি।

1000045548.jpg

ধাপ:-৮

শেষে গাম পুরো কাঁচের বোতলের মধ্যে লাগিয়ে নিলাম। যাতে বোতলের গায়ের আর্ট নষ্ট না হয় এবং দীর্ঘদিন সুন্দর থাকে।

1000045549.jpg

শেষ ধাপ:-

আর এই ছিল আমার আজকের কাঁচের বোতলের মধ্যে পুশ ফ্যামিলি আর্ট।আশা করি আপনাদের কাছে আমার আজকের এই আর্ট ভালো লাগবে। কেমন লেগেছে তা কমেন্ট মাধ্যমে জানাতে ভুলবেন না।

1000045525.jpg

1000045527.jpg

1000045528.jpg

1000045529.jpg

1000045534.jpg

1000045535.jpg

1000045536.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও আপু আপনি কাছের বোতলের মধ্যে পুশ ফ্যামিলির আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। এরকম যদি পুশের ফ্যামিলি হয় তাহলে তো বেশ দারুন হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

হ্যাঁ ভাইয়া এইরকম একটা পুশ ফ্যামিলি হলে মন্ধ হয় না বেশ ভালই হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

কাঁচের বোতলের মধ্যে পুশ ফ্যামিলি আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি এত সুন্দর ভাবে এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। আমার অনেক ভালো লেগেছে।

কাঁচের বোতলের মধ্যে পুশ ফ্যামিলির আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে ‌। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি কাঁচের বোতলের মধ্যে পুশ ফ্যামিলি আর্ট করেছেন। আজকের আর্ট করা পুস ফ্যামিলি আর্ট টি অসাধারণ হয়েছে। আপনি বেশ দারুন ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন।

আমার আর্ট করা দৃশ্যগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুবই খুশি হলাম ভাইয়া ।ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।

জল রং দিয়ে পেইন্টিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এমন কি জল রং এর করা পেইন্টিং দেখতেও আমি অনেক বেশি পছন্দ করি। আপনি কয়েকটা কালারের জল রং ব্যবহার করে কাঁচের বোতলের উপর অনেক সুন্দর দেখতে পুশ ফ্যামিলি পেইন্টিং করেছেন। যেটা একেবারে মনোমুগ্ধকর ছিল। এরকম পেইন্টিং গুলো যত বেশি সুন্দর করে করা হয় ততই ভালো লাগে দেখতে। আর এগুলো করার জন্য নিজের ভেতরে ধৈর্য আর দক্ষতা এসব কিছু থাকার প্রয়োজন বেশি হয়।

এই ধরনের রং গুলো দিয়ে আর্ট করলে দেখতে বেশ সুন্দর হয় আপনি একদমই ঠিক কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

আপু আপনার এই আইডিয়া খুবই ইউনিক লেগেছে। আমার বাসায়ও এমন বেশ কিছু সেভলনের বোতল রয়েছে চিন্তা করেছি আপনার মতোই এভাবে কাজে লাগাতে হবে। আপনি কাঁচের বোতলের গায়ে খুব সুন্দর ভাবে পুশ ফ্যামিলির পেইন্টিং করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পুশদের দেখতে বেশ কিউট দেখাচ্ছে। এসব জিনিস ফেলে না দিয়ে যদি নতুন রূপে সাজানো যায় তাহলে দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু স্যাভলনের বোতল গুলোর মধ্যে এভাবে আর্ট করে আপনিও কাজে লাগাতে পারেন। ধন্যবাদ আপনাকে আমার আজকের এই আর্ট দেখে সুন্দর ও প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।

কাঁচের বোতলের মধ্যে পুশ ফ্যামিলি আর্ট অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় আপু ।অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে অঙ্কনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ আপনাকে আমার আর্ট দেখে সুন্দর আর প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।

বিভিন্ন জিনিসের উপর এরকম পেইন্টিং গুলো করলে দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। আমি নিজেও চেষ্টা করি এরকম পেইন্টিং গুলো করার জন্য। আপনি কাঁচের বোতলের মধ্যে পুশ ফ্যামিলির সুন্দর দেখতে একটা পেইন্টিং করে নিয়েছেন আজকে। যেটা দেখে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। এটা এভাবে সাজিয়ে রাখলেও সুন্দর লাগবে দেখতে।

আপনিও বিভিন্ন জিনিসের উপর আর্ট করেন খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু আমার আর্ট টি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

কাঁচের বোতলের মধ্যে পুশ ফ্যামিলি আর্ট খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতা থাকে এই সৌন্দর্যময় পুসয়ের ফ্যামিলি অংকন করেছেন দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

কাঁচের বোতলের মধ্যে আর্ট করা পুশ ফ্যামিলি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

পুসের ফ্যামিলি দেখে অনেক ভালো লাগলো। আর কাচের বোতলের উপর এত সুন্দর ভাবে আট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

পুস ফ্যামিলির এই আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু।

বাহ আপু আপনার আইডি অসাধারণ। আপনি দেখতেছি একটি কাঁচের বোতলের উপর চমৎকার পুশ ফ্যামিলি আর্ট করেছেন। আসলে আপু পুশ আমাদের মনের রাজ্যে বসবাস করে। ধন্যবাদ এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পুশ ফ্যামিলি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

একদমই ঠিক বলেছেন ভাইয়া পুশ আমাদের মনের মধ্যে রয়েছে। সেজন্য যে কোন ধরনের কিছু করার চিন্তা করলে সবার আগে পুশ এর কথা মাথায় আসে।

কাঁচের বোতলে পুসের পরিবার আর্ট দারুণ লাগছে।পুস পরিবার আর্ট দেখে মনে হচ্ছে যে এটি বেবিদের শ্যাম্পুর বোতল। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় পুস আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

কাচের বোতলের আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ‌ একই বোতলটি শ্যাম্পুর না বোতল স্যাভলনের বোতল।