হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।SuperWalk এ এক সপ্তাহের এক্টিভিটিস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
আজকে আমি আমার বাংলা ব্লগ এই কমিউনিটিতে সুপার ওয়ার্ক অ্যাপসের একটিভিটি নিয়ে পোস্ট করতেছি। এটি এমন একটি অ্যাপস যেটি ব্যবহার করে হাঁটাচলার মাধ্যমে ইনকাম করা যায়। এটি শুনতে হাস্যকর মনে হলেও এটি কিন্তু বাস্তব। এই অ্যাপসটি এমনভাবে তৈরি করা হয়েছে এই অ্যাপস মোবাইলে চালু করে ব্যায়াম করা যায় হাটাহাটি করা যায় দৌড়ানো যায় আরো অনেকগুলি কাজ করা যায় এপ্স এর মাধ্যমে। এই অ্যাপ চালু করে যখন হাটাহাটি করা হয় এবং ব্যায়াম করা হয় তখন এই অ্যাপসে কিছু কয়েন দেয়া হয়। ওই কমেন্টগুলি আবার উইথড্র করা যায়। আজকে আমি আপনাদের সবার সাথে এই অ্যাপসের একটিভিটি বিগত সাত দিনের স্ক্রিনশট গুলি শেয়ার করতেছি।
হাঁটাহাঁটি করা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমাদের সকলের প্রতিদিন হাটাহাটি করা উচিত। কিন্তু ব্যস্ত জীবনে সেটা হয়ে ওঠে না বিশেষ করে আমার হাটাহাটি খুবই কম হয়ে থাকে। মাঝেমধ্যে হয়তো কোথাও বেরোলে সেদিন একটু হাটাহাটি হয়। হঠাৎই আমাদের rex summon ভাইয়াকে একটি অ্যাপসের কথা আমাদের মাঝে শেয়ার করে । এই app এর মাধ্যমে হাঁটাহাঁটি করা যায় এবং তার পাশাপাশি ইনকাম করা যায়। এখানে হাটাহাটি করলে কিছু কয়েন দেওয়া হয় এবং প্রত্যেকটা স্টেপ কাউন্ট করা হয়। তখন থেকেই এই অ্যাপসের মাধ্যমে হাঁটাহাঁটি শুরু করলাম। আমি খুব হাঁটাহাঁটি করি তারপরও যা হাঁটাহাঁটি করেছি গত এক সপ্তাহে এই অ্যাপস এর মাধ্যমে সেটা দেখতে পেয়ে দেখে খুবই ভালো লাগে। আজকে আমি পুরো সপ্তাহে কতটুকু হাটাহাটি করেছি প্রতিদিন এটাই আপনাদের মাঝে শেয়ার করব।
Superwalk apps আমি প্রতিদিনই হাঁটাহাঁটি করার চেষ্টা করেছি। তবে আমার হাটাহাটিটা খুবই কমই হবে বিশেষ করে মোবাইল নিয়ে হাটাহাটি তো অনেক কম হয়। কারণ দিনের বেশিরভাগ সময় আমি মোবাইলের হাতে নিতে পারি না কোন কাজকর্ম করে থাকি আর বাবুকে নিয়ে থাকি সেজন্য। তারপরে টুকটাক কাটাকাটি করলাম তার মধ্যে প্রথম দিন আমি 475 স্টেপ হেঁটেছি এবং 550 কয়েন পেয়েছি। তারপর দিন আমি 377 স্টেপ হেঁটেছি এবং 600 কয়েন হয়েছে। তৃতীয় দিন আমি 524 স্টেপ হেঁটেছি এবং 700 কয়েন হয়েছিল।
এর পরের তিন দিনের স্ক্রিনশট আমি উপরে শেয়ার করেছি। চতুর্থ দিন আমি 244 স্টেপ হেঁটেছি এবং750 কয়েন পেয়েছি। পঞ্চম দিন আমি1027 স্টেপ হেঁটেছি এবং 860 কয়েন পেয়েছি। ষষ্ঠ দিন আমি 4111স্টেপ হেঁটেছি এবং 1120 কয়েন পেয়েছি। এই দিনে আমার একটু বেশি হাটাহাটি হয়েছিল সব থেকে। আর সপ্তম দিনে আমি494 স্টেপ হেঁটেছি এবং 1170 কয়েন পেয়েছি।
এই ছিল আমার superwalk এক সপ্তাহের হাটাহাটি এবং তার স্ক্রিনশট। চেষ্টা করেছি প্রতিদিনই একটু একটু করে হাটাহাটি করার। হাটাহাটি করে ইনকাম করার তার মধ্যে আমি হাঁটাহাঁটি করে অনেকটা কয়েন পেয়েছি। আশা করছি আমার আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে । কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
শ্রেণী | জেনারেল |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
সুপার ওয়াকে আপনার আরও একটি সপ্তাহ কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছি এই সপ্তাহের সুপারওয়াকে আপনার একটিভিটি দারুন ছিল। প্রত্যেকটা বিষয়কে খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। এভাবে হাটাহাটি করলে শরীর স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে। আশা করছি সুপারওয়াকে আপনার ধারাবাহিক একটিভিটিস বজায় রাখবেন, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/APatwary88409/status/1873286394891911349?t=w31md02T0udHHjxtziLMeQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপনি বেশ নিয়মিত হাঁটেন দেখছি।
সত্যিই যখন এপটা এলো বেশ অবাক হয়েছিলাম, হাঁটার মাধ্যমে কিভাবে উপার্জন করা যায়। যাইহোক ধীরে ধীরে এর সম্পর্কে জানতে পারলাম।
আপনিও হাঁটার মাধ্যমে উপার্জন করছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত সপ্তাহে দেখছি আপনি খুবই কম হাটাহাটি করেছেন অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারলাম। তবুও এই অ্যাপটির মাধ্যমে সবাই কম বেশি হাঁটাহাঁটি করছে। যেটা ভালো একটা দিক । আপনার অ্যাক্টিভিটি রিপোর্ট দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আমি সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।আজকে এতো সুন্দর একটি অ্যাপ পেয়ে আমরা সবাই আনন্দিত। বর্তমান সবাই প্রচুর হাঁটাহাঁটি করতেছে।আর হাঁটাহাঁটি হচ্ছে শরীরের জন্য খুবই ভালো। আপনার এক সপ্তাহের এক্টিভিটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি দেখতেছি প্রতি সপ্তাহে SuperWalk এক্টিভিটিস এর পোস্ট করছেন। আসলে হাঁটাহাঁটি করলে আমাদের জন্য ভালো হয়। এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। তবে আপু আপনার মত আমি নিজেও হাতে মোবাইল সবসময় রাখতে পারি না কাজের জন্য। ভালো লাগলো আপনার SuperWalk এক্টিভিটিস পোস্ট দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit