আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,২৬ জানুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন । আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাছ থেকে পাকা পাকা বরই পাড়ার অনুভূতি।বরই খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। আমাদের এলাকাতে বেশিরভাগ মানুষ এটার নাম কুল বলে। আমাদের ভাগে একটি বড় বরই গাছ ছিল কিন্তু সেটা ঝড়ে ভেঙে যাওয়ার পর আবারো একটি ছোট বরই গাছ আমার আব্বু লাগিয়েছে। তবে এই গানটি ছোট খুব বেশি বড় হয়নি কিন্তু অনেকগুলো বরই ধরেছে। তাই আর আপনাদের মাঝে আগামী বছর আমার আব্বু দের গাছের বড়ই এর কিছু ফটোগ্রাফি আশা করছি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি যে গাছ থেকে বরই পেড়েছি এটা হচ্ছে আমার বড় চাচা দের গাছ। তারপরেও আমরা ইচ্ছামত বড়ই খাই।এই বরই গুলো আমি কয়েকদিন আগে পেরেছিলাম। আমার বড় চাচার মেয়ে এসেছি। আপু বলছিল অনেকদিন বরই মাখানো খাওয়া হয়নি। চলো আজকে একটু বড়ই মাখা খাই।
আমারও বেশ ইচ্ছে করছিল। এদিকে বরই গাছের বড়ই গুলো প্রায় পেকে এসেছে। তাই আর দেরি না করে আমি আর আপু চলে গেলাম আমাদের ক্ষেত থেকে কিছু ধনিয়া পাতা আনতে। ধনিয়া পাতা এনে গাছ থেকে বড়ই পাড়তে লাগলাম। গাছ বেশি বড় না তারপরেও নিচ থেকে হাতে পাওয়া যায় না। তবে অতিরিক্ত বরই ধরেছে এর জন্য ডালগুলো কিছুটা নিচের দিকে নুয়ে পড়েছে। তাই আমি একটি টুলের ওপর পা দিয়ে হাত দিয়ে বড়ই পারছিলাম। বরই পারতে পারতে আমি যে কয়টা বরই একদম পাকা টুকটুকে দেখেছিলাম সেগুলো খেয়ে নিয়েছি। বরই গুলো খুব বেশি টক না পাকা গুলো হালকা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছিল খেতে। ভাবলাম এই সুন্দর অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি। তাই বরই গুলো পাড়ার সময় কয়েকটি ফটোগ্রাফি ধারণ করে নিলাম। আশা করছি এখন বরই এগুলো দেখে আপনাদের খেতে ইচ্ছে করছে।
আমি গাছ থেকে বরই পাড় ছিলাম আর আপুর কাছে দিচ্ছিলাম। আপু ও পাকা পাকা দেখে কিছু বরই খেয়ে নিল। সত্যি চোখের সামনে যদি এরকম লোভনীয় কোন খাবার থাকে না খেয়ে থাকাই মুশকিল। গাছে অনেক বড়ই ধরেছিল তাই আমাদের বাড়ির আশেপাশে অনেক মানুষ এসে এই বড়ই পেড়ে নিয়ে যেতো। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমার বড় চাচা দের এই গাছে সবার আগে বরই ধরে। আবার অন্যান্য গাছের বরই ছোট থাকতে থাকতে এই গাছের বরই শেষ হয়ে যায়। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আগে আগে এত সুন্দর সুন্দর কিছু বরই খেতে পারি। আমার ছেলেও ভীষণ পছন্দ করে খেতে। পাকা পাকা বরই হলে দুইটা খেয়ে নেয়। এখন যদি আমার চাচা দের বাড়িতে যাই তখনই আবু রায়হান গাছের দিকে আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলবে মা দাও দাও। আর ওর মুখ থেকে এই কথাটা শুনতে আমার তো ভীষণ ভালো লাগে।
তারপর আমরা বরই গুলো পেড়ে এনে ভালোভাবে মাখিয়ে নিলাম। বরই মাখানো রেসিপি একদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আমি গত শুক্রবারে এই রেসিপিটা তৈরি করেছিলাম আপনাদের মাঝে আর শেয়ার করিনি। তবে রেসিপিটা ভীষণ সুস্বাদু হয়েছিল। কেননা বরই গুলো সব একদম পাকা পাকা ছিল। আর এখন আমার যখন ইচ্ছে হয় তখনই এই পাকা পাকা বরই খেতে পারি। আমার কাছে কিন্তু এই অনুভূতিটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে পাকা পাকা এরকম বরই খেতে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
আপু বরইকে অনেক জায়গাতে কুল বলে। আপনি দেখছি চাচার গাছের বরই পেয়ে মেখে খেয়েছেন। আর সমবয়সী লোক থাকলেও বরই মেখে খেতে বেশ মজা লাগে। সত্যি বলতে আপু আমি নিজেও মাঝেমধ্যে বরই মেখে খাই। আপনার চাচাতো বোন আসার কারণে গাছ থেকে বরই পেয়ে খেলেন এবং অনুভূতি আমাদের মধ্যে শেয়ার করলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এলাকাতেও কুল বলে আপু। ধন্যবাদ আপু আমার সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইস দেখেই তো জিভে জল চলে এলো।মাশাল্লাহ আপনাদের গাছের বড়ই তো বেশ লোভনীয়। দেখে ইচ্ছে হচ্ছে মরিচ গুড়া ও লবণ দিয়ে খেয়ে নিতে। আর নয়তো ধনিয়া পাতা কাঁচা মরিচ বাটা ও কাসুন্দি দিয়ে মেখে খেতে। আপনাদের গাছের বড়ই গুলো দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা আছে। নিজেদের গাছের যেকোনো জিনিস খেতে অনেক মজা লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু বড় এগুলো খেতে ভীষণ মজার ছিল। আপনার পোস্ট পড়ে আমারই তো ইচ্ছা করছে রেসিপিগুলো তৈরি করে খায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গাছ টা তে তো অনেক বড়ই ধরেছে দেখছি। গাছ থেকে এরকম পাকা বড়ই খাওয়ার মজাটাই আলাদা। বড়ই গুলো দেখে তো আমারও খেতে ইচ্ছে করছে। নিশ্চয়ই খুব সুস্বাদু ছিল খেতে। ধন্যবাদ আপু সুন্দর এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুস্বাদু ছিল বরই গুলো খেতে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের গাছের বড়াই ও নিজের ক্ষেতের ধনিয়া পাতা দারুন ব্যাপার।আপনার বড়াই গুলো দেখে তো খেতে মন চাচ্ছে কি টসটসে হলুূদ বড়াই।এমন বড়াই মাখা খেতে যে কি মজা তা না খেলে বোঝা মুসকিল।অসাধারণ সুন্দর পোস্ট শেয়ার করেছেন আপু খুবই ভালো লাগলো।বড়াই মাখা রেসিপিটি দেখেছি জিভে জল আসার মতো রেসিপি ছিলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু যখন বরই গুলো ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে ছিলাম তখন যে কি মজা ছিল খেতে বলে বোঝানো মুশকিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের সাথে সাথে গ্রামীণ পরিবেশের অনেক কিছুই যেন আমরা হারিয়ে ফেলছি। দেশি বড়ই যেটা মিষ্টি এবং টক এই দুটোর মিশ্রণে দারুন একটা মজা দায়ক খাবার ছিল। সেই ধরনের বড়ই গাছ বর্তমান খুবই কম দেখা যায় । কলমের বড়ই গাছগুলো বেশি দেখা যায়। অনেক ভালো লাগলো পাকা বড়ই দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া এখন গ্রামের সব গাছ গুলোই কলম করে বিদেশি সব কুলের জাত তৈরি করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড়ই মাখা খেতে ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যখন এই পাকা বড়ই গুলো গাছ থেকে পাড়া হয়। আপনার বড় চাচাদের গাছে তো দেখছি ভীষণ ভালো জাতের বড়ই হয়েছে। এগুলো দেখেই তো লোভ লেগে গেল আপু। ইচ্ছে করছে এখান থেকে তুলেই খেয়ে ফেলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম দেশি জাতের বরই আপু টক মিষ্টি দুটোই। আমার কাছে তো ভীষণ ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ গাছে তো দেখতেছি অনেক গুলো পাকা পাকা বড়ই।আসলে এইরকম দেশি পাকা পাকা বড়ই গুলো খেতে খুবই ভালো লাগে। আপনার পাড়া পাকা পাকা বড়ই গুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অনুভূতিমূলক পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন বরই গুলো গাছ থেকে পাড়ছিলাম ভীষণ ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরি ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এমন করে বড়ই এর পোস্ট করলেন। দেখেই তো খেতে লোভ লাগছে। আপনিকিন্তু বেশ সুন্দর করে আপনাদের নিজের গাছের বড়ই পাড়ার গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে এমন দারুন সুন্দর সময় আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু বরই গাছ আমার চাচা দের তবে আমরা নিজেদের গাছের মতো করে বরই খায়। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু খুব সুন্দর একটা অনুভূতি শেয়ার করেছেন। আপনার এই বরই পারা দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে গেলো। আমাদের বিশাল বড় একটা গাছ ছিল। বরই পাকলেই বড় লাঠি নিয়ে বরই পারায় ব্যস্ত হয়ে পড়তাম। আপনার এমন বরই পারা দেখে ইচ্ছে করছে সেখানে আমিও ছুটে যাই। বরই গুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু শৈশবের স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্ট দেখে আপনার শৈশবের কথা মনে পড়ে গেল জেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গাছ থেকে পাকা পাকা বরই পাড়ার অনুভূতি একেবারেই অন্যরকম।সিজনের প্রথমের সময়ে যখন গাছ ভর্তি বরই ঝুলে থাকে। তখন তাদের উজ্জ্বল সবুজ বা হলুদ রঙ দেখতে বেশ আকর্ষণীয় হয়। একে একে গাছ থেকে পাকা বরই পাড়া যেন এক ধরনের সুকোমল অনুভূতি। একটু টান দিয়ে পাড়লে, বরইর তিক্ত ও মিষ্টি স্বাদ মনের মধ্যে এক অদ্ভুত তৃপ্তি এনে দেয়। পাকা বরই খেতে যেমন মজা, তেমনই গাছের শাখা থেকে পাড়া এক ধরনের আনন্দের মুহূর্ত।এটি যেন ছোটবেলার স্মৃতি ফিরে আসার মতোই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ঠিক বলেছেন আপু এটা অনেকটাই শৈশবের স্মৃতি বয়ে আনে । ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গাছের মধ্যে যখন বরই পাকা এবং হালকা কাঁচা থাকে ওই বরই খেতে বেশ মজা লাগে। আপনি এবং আপনার চাচাতো বোন দেখছি গাছ থেকে বরই পেয়েছেন। তবে ছোট কালে আমরা অন্যের গাছ থেকে বরই চুরি করে খেতাম। বরই গাছ থেকে পেতে যেমন আনন্দ লাগে খেতেও তেমনি মজা লাগে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে আগে টক খেতে ভীষণ ভালো লাগবে তবে গত দুই বছর তেমন ভালো লাগে না কিন্তু পাকা পাকা বরই খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরই দেখেই তো জিভে জল চলে আসলো আপু। আপু আপনি কিন্তু বেশ সুন্দর করে নিজেদের গাছের বরই পাড়ার গল্প আমাদের মাঝে মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু গাছটা একদম আমাদের না আমার বড় চাচা দের। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গাছ থেকে এভাবে নিজের হাতে বড়ই পেড়ে খাওয়ার মজাই আলাদা। এভাবে গাছ থেকে কোন ফল নিজের হাতে পেড়ে খেলে অনেক তৃপ্তি লাগে। আপনার গাছ থেকে পাকা বড়ই পাড়ার অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু যখন বরই গুলো গাছ থেকে পেড়ে খাচ্ছিলাম একদম অন্যরকম অনুভূতি হচ্ছিল ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন বরই এর সিজন। গ্রাম গঞ্জে গেলে গাছে গাছে বরই দেখা যাবে। আপনাদের গাছের বরই গুলো দেখে অনেক সুন্দর লাগছে। আমি বাজার থেকে একদিন বরই কিনে এনেছিলাম। ভালোই লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া শহরে তো সবাই বরই কিনে খাই। কিন্তু গ্রামে রাস্তার পাশে মানুষের বাড়িতে বাড়িতে অনেক বরই গাছ যেগুলো সবাই খুব মজা করে খায়। আর বড়ই গাছটা আমার বড় চাচা দের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর অনুভূতি দেখে ভালো লাগলো। গাছ থেকে এভাবে বড়ই পেরে খেতে খুবই ভালো লাগে। তবে এ বছর আমার খাওয়া হয়নি। পুকুর পাড়ে গিয়েছিলাম কিন্তু সময় পাইনি আর কি। যাইহোক ভালো লাগলো সুন্দর এই কুলপেড়ে খাওয়ার মুহূর্ত দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা তো এ বছরে অনেক আগেই বরই খেতে শুরু করে দিয়েছে আর আপনি এখনো খাওয়ার সময়ই পাননি। প্রতি বছরে একবারই এই বড়ই এর সিজন আসে তাড়াতাড়ি খেয়ে নিন বরই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই পোস্ট টা দেখে আর এইরকম বড়ই দেখে আমার অনেক কথা মনে পড়ে গেল। আমার এলাকায় এইরকম অনেক গুলো বড়ই গাছ আছে। আর আমা বন্ধুরা প্রায়ই সেই বড়ই গাছগুলো তে হামলা দিতাম হা হা। বেশ দারুণ লাগল আপনার বড়ই গুলো দেখে। ধন্যবাদ আপু আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কমেন্ট পড়ে আমার তো স্কুলে যাওয়ার পথে গাছ থেকে বরই পেরে খাওয়ার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit