জ্বী আমি সাধ্যমতো চেষ্টা করেছি যাতে মেলার সমস্তটা আমার বাংলা ব্লগের ভাই বোন দের সাথে শেয়ার করতে পারি।গ্রামের মেলাগুলো বিস্তর পরিসরে হয় মূলত। কিন্তু এই ব্যস্ত নগরীর মানুষগুলোও যে বৈশাখ কে বরণ করে নিতে এতো উৎসুক সেটা মেলাতে না গেলে বুঝতাম না।আনন্দ, উৎসব,গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য কোনো কিছুর-ই কমতি ছিলোনা।শিশু কিশোরদের বিচরনে মুখর ছিলো মেলা প্রাঙ্গণ। রঙ বেরঙের বেলুন আর হরেক রকম বাঁশির শব্দ আপনাকে পুলকিত করবে।আপনাদের দোয়া এবং অনুপ্রেরণা পাইলে সামনের দিনগুলোতে আরো সুন্দর সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন।আপনার সুস্থতা কামনা করি।
RE: শহুরে বৈশাখী মেলার গল্প || ফটোগ্রাফি|| @fazlyrabbi
You are viewing a single comment's thread from:
শহুরে বৈশাখী মেলার গল্প || ফটোগ্রাফি|| @fazlyrabbi