IMAGE SOURCE
বাংলাদেশ এবং জিম্বাবুয়ে এর মধ্যে এই টেস্ট খেলাটি গত বুধবার থেকে অনুষ্ঠিত হয়েছে। এই খেলাটি জিম্বাবুয়ের হারারে মাঠে হচ্ছে। তাদের মধ্যে শুধুমাত্র টেস্ট খেলাটাই হবে এবং সেই খেলার প্রায় অন্তিম ঘড়িতে পৌঁছে গেছে।
তাদের মধ্যে আজ চতুর্থ দিনের খেলা হয়েছে। আর মাত্র ১ টা দিন হাতে আছে খেলার নিষ্পত্তি হওয়ার জন্য। যদিও এদের প্রথম ইনিংস খেলা আমার দেখা হয়নি, তবে হাইলাইটস দেখে নিয়েছিলাম। আর আজকে দ্বিতীয় ইনিংস উপভোগ করলাম দারুণভাবে। কারণ বাংলাদেশের এইধরণের দুর্দান্ত পারফর্মেন্স আমি অনেকদিন বাদে দেখলাম।
যাইহোক আমি খেলার ডিটেলস টা প্রথম থেকে একটু দেওয়ার চেষ্টা করি। খেলার শুরুতে তাদের মধ্যে টস হয় এবং এই টসে বাংলাদেশ জিতেছিল। টসে জিতে তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে থাকে। ব্যাটিং এর শুরুতে বাংলাদেশ তেমন একটা মজবুত ইনিংস শুরু করতে পারিনি যেটা দেখলাম হাইলাইটসে।
প্রথমে ৩ টি উইকেট তাড়াতাড়ি করে পড়ে যায়, কিন্তু মোমিনুল এসে খেলার কিছুটা সমতা ফেরাতে চেষ্টা করে। মুশফিকুর এবং শাকিবও এসে দাঁড়াতে পারিনি, দ্রুত আউট হয়ে যায়। মোটমাট বাংলাদেশের মোমিনুল, মাহমুদুল্লাহ, লিটন এবং তাসকিনের দুর্দান্ত পারফর্মেন্স এর কারণের বাংলাদেশের শেষ পর্যন্ত পাহাড় সমান রান ওঠে একপ্রকার।
বিশেষ করে লাস্টে তাসকিন একজন বলার হয়ে যে ব্যাটিং দেখালো তাতে একপ্রকার হতবাক হওয়ার মতো। তাসকিন ৭৫ রানের একটি দারুন ইনিংস উপহার দেয় সবাইকে। সর্বমোট বাংলাদেশ ১ম ইনিংসে ৪৬৮ রান করে।
জিম্বাবুয়ে এই রানের পিছনে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত আর লক্ষ্যে পৌঁছাতে পারিনি, মাঝপথেই তাদের ইনিংস শেষ হয়, মাত্র ২৭৬ রান তুলে অল আউট হয়ে যায়। ফলে জিম্বাবুয়ে আরো ১৯২ রানে পিছিয়ে পড়ে। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ প্রথম থেকে অসাধারণ খেলে। সাদমান ইসলাম এবং শান্ত এর শতরানে বাংলাদেশ ২৮৪ রানে ১ উইকেট হারিয়ে ডিক্লারেড করে দেয়।
শান্ত লাস্টের দিকে শুধু ৬ এর বন্যা বইয়ে দিয়েছে। ফলস্বরূপ সেই প্রথমের মতো ৪৭৬ রানের টার্গেট জিম্বাবুয়ের সামনে ছুড়ে দেয়। বরং প্রথমবারের থেকে আরো বেশি হলো রান। জিম্বাবুয়ে এই রানের টার্গেটে খেলতে নেমে ১৪০ রান করে ৩ উইকেট হারিয়ে।
এখনো তাদের জয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য ৩৩৭ রান দরকার। যদিও এই টেস্ট জয়ের সম্ভাবনা বাংলাদেশের ঝুলিতে বেশি, কিন্তু গোল বলের কথা বলা যায় না যখন তখন খেলার মোড় ঘুরতে পারে। এখন দেখার বিষয় কালকের সারাদিনে জিম্বাবুয়ের পরিস্থিতি কি হয়।
ধন্যবাদ:))
দেখি আজকে কে জিতে নাকি জেতা ম্যাচটাও তারা ড্র করে ফেলে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শেষপর্যন্ত জিতলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টেস্ট জিতছে আজ ।ধন্যবাদ আপনাকে রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন বাদে ভালো খেলেছে এবং জিতলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit