IMAGE SOURCE
আজকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলা হয়েছে। এই খেলাটি কলম্বো মাঠ থেকে ৩ টার দিকে শুরু হয়েছে। এর আগে প্রথম ওডিআই তে ইন্ডিয়া খুব সহজেই জিতে গেছিলো, তবে দ্বিতীয় ওডিআই ম্যাচে জিততে একটু কষ্ট হয়েছে বলতে গেলে।
যাইহোক শ্রীলঙ্কা আজকে টসে জিতে যায় এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে থাকে। সিদ্ধান্ত নেওয়ার পর নির্দিষ্ট সময়ে ওপেনিং ব্যাটসম্যানরা মাঠে প্রবেশ করে এবং খেলা শুরু হয়। বল হাতে প্রথমে ভুবনেশ্বর করে থাকে।
শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান দুইজন আজকে প্রথম থেকে ভালোই খেলে এবং তার মধ্যে একজন অর্ধশতক রানও করে থাকে। তার পরের ব্যাটসম্যান সহ সিলভাও ভালো খেলেছে। শ্রীলঙ্কার ৩জন ব্যাটসম্যান অভিষ্কা, আসালাঙ্কা, করুনারত্নে খুব সুন্দর খেলেছে।
এই কয়েকজনের ব্যাটিং পারফরমেঞ্চ এর কারণে শ্রীলঙ্কার স্কোর একটা মোটামুটি ভালো পজিশনে গিয়ে পৌঁছায়। কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে তাদের উইকেট প্রায় প্রায় শেষ হওয়ার পথে হয়ে গেছিলো। ৯ উইকেট হারিয়ে দলগত ২৭৫ রান তুলতে সক্ষম হয়ে থাকে। বল হাতে ভারতের দুইজন বলার ভুবেনেশ্বর এবং চাহাল ৩ টি করে উইকেট নিয়ে থাকে।
এই রানের টার্গেট লক্ষ্য করে ভারত ব্যাট করতে আসে কিন্তু ওপেনিং তাদের ভালো শুরু হয়নি, ব্যাট হাতে সেট হওয়ার আগেই পৃথ্বী এবং ধাওয়ান আউট হয়ে যায়। ঈশানও আসতেই আউট হয়ে যায়। আজকে খেলার মধ্যে খেলছে সূর্যকুমার এবং দীপক। দীপক যেহেতু একজন বলার হিসেবে খেলে থাকে, কিন্তু খেলার কথা বলা যায় না , যেকোনো সময় যে কেউ ভালো খেলতে পারে।
দীপক ৬৯ রানের একটা দুর্দান্ত ম্যাচ খেললো আজকে। আজকে যেহেতু বেশিরভাগই ভালো ব্যাটসম্যানরা খেলতে পারেনি, ফলে একটু হিমশিম খেতে হয়েছে লক্ষ্যে পৌঁছানোর জন্য। ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত এবং ৭ উইকেটও খোয়াতে হয়।
ধন্যবাদ:))
কপিরাইট ফ্রি ফটো ব্যবহার করুন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit