IMAGE SOURCE
ইংল্যান্ড এবং শ্রীলংকার এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ওভাল স্টেডিয়াম থেকে। এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। যাইহোক খেলার নিয়ম অনুসারে প্রথমে দুই টিম এর অধিনায়ক এর মধ্যে টস হয়। এই টসে ইংল্যান্ড জিতে যায় এবং প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
ইংল্যান্ড টিম এর অধিনায়ক এর দায়িত্ব পালন করেছেন মরগ্যান এবং শ্রীলংকান টিম এর অধিনায়ক এর দায়িত্ব পালন করেছেন কুশাল পেরেরা। শ্রীলংকান ব্যাটসম্যানরা খেলার শুরু থেকেই ইংল্যান্ড বোলারদের সামনে নড়বড়ে হয়ে পড়েছিলেন, বিশেষ করে ইংল্যান্ড বলার স্যাম কুররান এর সামনে ।
শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা টেনেটুনে ৫০ ওভার খেলেছে কিন্তু বেশি রান তুলতে সক্ষম হয়নি। তারা সবাই ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রান তুলতে সক্ষম হয়েছিল। শ্রীলঙ্কান ওপেনার হিসেবে অধিনায়ক এবং নিশাঙ্কা নামক ব্যাটসম্যান আসে কিন্তু মাত্র ১ টি চার মেরে স্যাম কুররান এর বলে বোল্ড আউট হয়ে যায়.
তারপর কুশাল পেরেরাও এলপিডব্লু আউট হয়ে যায় স্যাম কুররান এর বলে. এই নিয়ে পর পর ৩ জনই স্যাম কুররান এর বলে আউট হয়ে যায় এবং ব্যাটসম্যানদের সামনে একটা বড়ো ধাক্কা চলে আসে রান তোলা নিয়ে। ব্যাটসম্যানদের মধ্যে এই হতাশায় তখন সিলভা এসে মোটামুটি হাল ধরে বেশ খানিক্ষন ভালো খেলে ম্যাচ এর সমতা ফেরায়।
সিলভা ৯১ রান করে আউট হয়ে যায়. বোলারদের মধ্যে উইল্লি ৪ উইকেট এবং স্যাম কুররান ৫ উইকেট তুলে নেয়. ইংল্যান্ড এই রানের জবাবে ব্যাট করতে আসে জেসন রয় এবং বেয়ার্স্টও।
জেসন রয় প্রথম দিক থেকেই ম্যাচ এর রূপ পাল্টে দেয় একটার পর একটা চার এর বাউন্ডারি হাঁকিয়ে। রয় ৬০ রান করে এবং বেয়ার্স্টও ২৯ রান করে আউট হয়ে যায়. এরপর রুট এবং মরগ্যান এই দুইজনই নট আউট থেকে ম্যাচ এর ইতি টেনে দেয়. ইংল্যান্ড ৪৩ ওভারে এই রান তুলে দেয় এবং এতে তাদের ২ উইকেট হারায় মাত্র।
ধন্যবাদ:))
ধন্যবাদ খেলা সম্পর্কে আপডেট দেওয়ার জন্য । আমি বিগত সময়েও আপনার এই খেলা রিলেটেড পোস্ট পড়েছি এবারও পড়লাম ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit