সবাইকে-অভিনন্দন
আমি @fensi46বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে
ভালোবাসা নিবেন,
আজ- ২৫ ই, চৈত্র / ১৪২৮ , বঙ্গাব্দ / বসন্তকাল / শনিবার /
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে।
নাটক | সেক্রেটারি বউ |
---|---|
পরিচালক | শাহরিয়ার ইসলাম লিজন |
সম্পাদক | অনিক ইসলাম |
অভিনয়ে | আফজাল সুজন,তামান্না ইসলাম মুমু,মহসিন রেজা,নয়ন ফাহিম, |
কাল্পনিক হলেও বাস্তব জীবনের সাথে অনেক টাই মিলে যায়। অফিসের কাজের চাপে স্ত্রী রাইসাকে সময় দিতে পারতেন না।তাকে অফিসের কাজ গুলো অনেক রাত পর্যন্ত বাসায় করতে হয়।অনেক সময় অফিসের কাজের জন্য কল আসলে রাইসা তা সন্দেহ করেন। সে অনেক অভিমানী হয়ে বলে এতো রাতে কল।অফিসের কাজ বাসায় করলে আমাকে সময় দিবে কে আমি তো সারাদিন বাসায় একাই থাকি।রাইসার স্বামী তখন বলে অফিসের কতো কাজ তা তুমি বুঝবে না আগে চাকুরী করো তাহলেই বুঝতে পারবে অফিসের কাজ কেন বাসায় করি।রাইসা তখন বলে ঠিক আছে তুমি যদি চাকুরী করার পারমিশন দাও আমি চাকুরী খোঁজে নিবো।
রাইসা তার স্বামীর অফিসে সেক্রেটারি পদে চাকুরির ভাইবা দিতে আসে।স্বামীর অফিস স্টাফ ভাইবা নেওয়ার সময় রাইসা নাম বলতেই বস স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে আর বলে তুমি কেন এখানে এসেছো।রাইসা তখন বলে আমার যোগ্যতায় আমাকে কি আপনার অফিসে চাকুরি দিবেন না ।অফিস স্টাফ ভাইবা নিয়ে বলে স্যার তার যোগ্যতা হিসেবে তাঁকে চাকুরী দেওয়া যায় সে তো ভাইবায় সব উত্তর দিয়েছে। বস তখন বলে উঠে সে তো আপনাদের ম্যাডাম আমার স্ত্রী।
রাইসার চাকুরী কনফার্ম করেছে সে। রাইসাকে সে বলে অফিসে তুমি আমার পি এস আর আমি তোমার স্যার মনে রাখবা রাইসা তখন বলে ওকে কথাটা তুমিও মনে রাখো অফিসে আমি তোমার পারসোনাল সেক্রেটারি বউ না।রাইসা অফিসে গিয়ে তার কাজের সিডিউল গুলো বুঝে নেয়।
রাইসা অফিসের পোশাক পড়ে আসলে সে বলে রাইসা তুমি এই পোশাকে অফিসে আসবে না রাইসা তখন বলে কেন স্যার সুন্দরী তানিয়া তো পরে আসে।আমার কি সমস্যা।সে রেগে গিয়ে বলে আমি তোমার স্যার আমি যা বলবো তাই হবে।কাল থেকে শাড়ী পড়ে অফিসে আসবে। রাইসা বলে ওকে স্যার ঠিক আছে। বলে সে চলে যাই।
এই সমাজের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে ছে।ছেলে হয়ে সে তার পদন্নোতির জন্য অফিস স্টাফ মিস তানিয়া কে নিয়ে সে স্যারের বউকে বলে তানিয়া মেয়ে টি কে তেমন সুবিধার নয়। সে সামান্য সমস্যা হতে না হতেই স্যারের রুমে চলে যায়। এই বলে বেলাল সাহেব ম্যাডাম এখানে আপনিই সব আপনি চাইলে স্যারের কাছে থেকে আমার পদোন্নতির ব্যবস্থা টা করে দিতে পারবেন।
রাইসা আগে থেকেই অফিস স্টাফ মিস তানিয়াকে নিয়ে সন্দেহ করেন। বস তানিয়া কে অফিসে ডেকে বলেন মিস তানিয়া তোমাকে আর এই চাকুরীতে রাখতে পারলাম না।মিস তানিয়া তখন বলে কেন স্যার আমি কি করেছি আমার কি দোষ আমি কি জানতে পারি।বস বলে তোমার কারণে আমার সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে তাই আর কি তোমাকে রাখতে পারছি না।রাইসা বাহিরে থেকে তাদের সব কথা শোনে।
অফিস থেকে বাসায় এসে রাইসা লেপটপ নিয়ে বসে অফিসের কাজ নিয়ে। এমন সময় রাইসার স্বামী এসে রাইসার কাছে থেকে একটু সময় চাইলে রাইসা বলে আমার এখনো অনেক কাজ বাকি আছে তুমি ঘুমাও। মেয়ের কাজ হচ্ছে কাজ আর ছেলেদের কাজ কাজ না।তোমরা মেয়েরা আসলে এই রকমই ছেলেরা যতো কাজেই করুক তোমাদের কাছে তার গুরুত্ব নেই। ঠিক তোমার কাজ শেষ হলে ঘুমিয়ে পড়ো আমি ঘুমালাম।
রাইসার স্বামী অফিস থেকে বাসায় এসে বলে রাইসাকে বলে চাকুরী টা ছেড়েই দিলে রাইসা তখন বলে হ্যা।রাইসা আমি কিন্তু তোমার রেজেকনেশন লেটারে আমি সাইন করিনি।এমন সময়ে রাইসা মিস তানিয়ার চাকুরি না যাওয়ার অনুরোধ করে। রাইসা বলে আমি চাকুরী আর করবো না। আমি শুধু তোমার উপর জেদ করে চাকুরী টা করেছিলাম। আমার আর সেই জেদ নেই। আর তোমার সংসারটাও তো একটা চাকুরির মতো।সংসার গোছানো তো একটা কাজ এর জন্য আমাকে কিন্তু বেতন দিতে হবে।ঠিক আছে তুমি আমার পাশে থেকে সাপোর্ট দিবা তাই চাকুরী টা ও করবা সংসার ও দেখবা।এমন সময়ে রাইসা বলে আমি কি ভাবে এতো কিছু সামলাবো আমি তো প্রেগনেন্ট।
এবার সে রাইসাকে বলে তাহলে আমি বাবা হতে যাচ্ছি রাইসা বলে হ্যা আমি মা। এই বলে সে বলে আজ থেকে তোমার কি কাজ করতে হবে বলো আমি সব কাজ করবো।সে খুশিতে বলে আজ থেকে আমি তোমার সেক্রেটারি তুমি যা বলবা আমি তাই করবো।রাইসা বলে আমাকে জড়িয়ে ধরো।জড়িয়ে ধরে বলে আজ থেকে তোমাকে দেখা শুনা খাওয়া দাওয়া সেবা করার সব দায়িত্ব আমার।
ধন্যবাদ সবাইকে আমার নাটক রিভিউটি ধৈর্য সহকারে পড়ার জন্য। আজকে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন।
আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।
শুভেচ্ছান্তে-
@fensi46
এই নাটকটি আমার এখনো দেখা হয়নি। তবে আপনার লেখাটি পড়ে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটি দেখার আগ্রহ বেড়ে গেছে।
ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি রিভিউ শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি আমার সামনে এসেছিল কিন্তু দেখা হয়নি, আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো খুব রোমান্টিক একটি গল্প, চমৎকারভাবে মেয়েটি তার সংসার কে বাঁচায়। শেষ মুহূর্তে বেশ আনন্দের একটি মুহূর্ত সৃষ্টি হয়। চমৎকার রিভিউ করেছেন খুব ভালো লাগলো আপনার রিভিউ পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনে হচ্ছে খুব অসাধারণ একটি নাটকের রিভিউ করেছেন আপনি। মনে হচ্ছে নাটকটা আমার দেখা হয়নি কিন্তু আপনার উপস্থাপনা দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটি নাটকে রিভিউ করেছেন। সময় করে নাটকটির দেখার চেষ্টা করব। শুভকামনা রইল আপনার জন্য আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার শেয়ার করা রিভিউ পোস্ট সুন্দর করে পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকের কি নাম রে বাবা নাম দেখেই তো হাসি পাচ্ছে 🤣। তবে রিভিউটি আরেকটু সুন্দর ভাবে দেওয়া যেত। আপনি নিজস্ব মতামত, নাটকের শিক্ষা, এবং পার্সোনাল রেটিং এগুলো কিছু উল্লেখ করেননি। যাইহোক শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটা আমি দেখেনি। নাটকটার বেশ ভালো রিভিউ করেছেন। তবে আমার বাংলা ব্লগে নাটক মুভি রিভিউয়ের জন্য কিছু নিয়ম আছে যেমন নাটক বা মুভির বা ট্রেলার লিংক শেয়ার করতে হবে। ব্যক্তিগত রেটিং এবং ব্যক্তিগত মতামত নাটকের শিক্ষা এগুলো দিতে হয়। কিন্তু আপনি তা দেন নাই। তবে নাটকের মূল কাহিনী টার ভালো রিভিউ দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব অল্প সময়ের নাটক ভাইয়া দেখে নিতে পারেন। ভালো লাগবে।অনেক কিছু জানার আছে ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ মেয়েটি তার সংসার কে বাঁচিয়ে বেস্ট একটি আনন্দের মুহূর্ত তৈরি করেছিল এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে রিভিউ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা সুন্দর একটি নাটক নাটকের দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারন মেয়েটি তার সংসার একটি আনন্দের মুহূর্ত তৈরি করেছিল এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে রিভিউ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার নাটক পড়ে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু খুবই ভালো লেগেছে সেক্রেটারি বউ নাটকের রিভিউ টি। মজা পেলাম। আমি অবশ্য নাটকটি সুযোগ পেলে দেখে নেব। আপনার রিভিউ দেখে নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেল। আপনাকে ধন্যবাদ আপু। সুন্দরএই নাটকটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আমাদের মাঝে। এই নাটকটি আমি কখনো দেখিনি তবে আপনার রিভিউটি পড়ে নাটকটি দেখার খুব ইচ্ছা জাগল। আপনি খুবই সুন্দর ভাবে নাটকের রিভিউটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক টি সত্যি অসাধারণ ছিল আমি যখন নাটক টি দেখছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো।অনেকে এই নাটক গুলো দেখার সময় পায় না তাকে আপনাদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিলাম ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ইন্টারেস্টিং লাগল। আপনার নাটকের রিভিউ পড়েই মনে হলো নাটকটি অনেক মজার। আপনি খুব সুন্দর ভাবে নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে। সময় পেলেই আমি অবশ্যই দেখে নেবো। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলছেন আপু নাটক টি অনেক মজার ছিলো। খুব সুন্দর অভিনয় করছেন মুমু।মুমুর নাটক গুলো আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু পাশে থেকে সাপোর্ট দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইটা মনে হয় আপনাত প্রথম রিভিউ পোস্ট। আপনি অনেক সুন্দর ভাবে নাটকের প্রতিটি বিষয় তুলে ধরেছেন। আপনার পোস্ট পড়ে নাটকের কাহিনী আমার কাছে একদম পরিষ্কার। তবে নাটক দেখার খুব একটা সময় পাই না। অনেক ভালো ছিলো রিভিউ, এভাবেই চালিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা ঠিক এই প্রথম নাটকের রিভিউ পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।ধন্যবাদ ভাইয়া বিষয় টা খিয়াল করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি দেখা হয়নি। সময়-ই বের করতে পারি না মুভি নাটক দেখার জন্য। অনেক গুছিয়ে রিভিউ লিখেছেন আপনি। মনে হচ্ছে দেখলে মজা পাব। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া কাহিনী কাল্পনিক হলেও বাস্তব এর সাথে অনেক টাই মিলে যায়। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যদিও এই নাটকটা পুরোপুরি দেখা হয়নি তবে আমি ফেসবুক থেকে খন্ড খন্ড কয়েকটি পর্ব দেখেছি খুবই ভালো লেগেছিল। আপনি খুবই চমৎকার ভাবে নাটক এর মূল বিষয়বস্তু আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক টি দেখার আমন্ত্রণ রইল সময় হলে দেখে নিবেন ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটি আমার কখনো দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে অবশ্যই দেখতে হবে। নাটকের কাহিনী খুব সুন্দর ভাবে আপনি আপনার রিভিউর মাধ্যমে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit