💕মাছের ডিম ভাজি রেসিপি 💕(১০% আমার প্রিয় সাই ফক্স এর জন্য)

in hive-129948 •  3 years ago 

আজ - ২২জৈষ্ঠ্য | ১৪২৯বঙ্গাব্দ | মঙ্গলবার / ৫ /জুন

হেলো স্টিমিট বন্ধুরা

শুভ বিকাল

আসসালামু ওয়ালাইকুম,আমি ফেন্সি আক্তার আমার ইউজার নাম @fensi। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন । আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো সুস্বাদু ও মজার মাছের ডিম ভাজি রেসিপি। দেখতে যেমন লোভনীয় খেতে ও তেমন মজাদার। যে কোনো মাছের ডিম খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আমার প্রিয় খাবার টি আপনাদের মাঝে শেয়ার করলাম।

🥀চলুন এবার শুরু করা যাক🥀

Polish_20220605_163353581.jpg

♥️উপকরণ প্রনালী ♥️

ক্রমিক নাম্বারও উপকরণের নাম
১.মাছের ডিম
২.গুড়ো মরিচ
৩.পিঁয়াজ -৮টি
৪.কাঁচা মরিচ ৭টি
৫.হলুদ পরিমাণ মতো
৬.লবণ পরিমাণ মতো
৭.মসলা বাটা
৮.তেল

♥️উপকরণের ছবি♥️

20220602_131413.jpg20220602_130745.jpg

পিঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ কুঁচি, হলুদ, লবণ, গুড়ো মরিচ, আদা,রসুন, জিরা,বাটা,তৈল। মাছের ডিম।

🖤ধাপ~১🖤

20220602_130745.jpg20220602_130729.jpg

মাছের ডিম গুলো পানি দিয়ে পরিষ্কার করে নিলাম।

🖤ধাপ~২🖤

20220602_132355.jpg20220602_132328.jpg

এবার চুলায় একটি কড়াই বসে দিলাম। চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে দিলাম এবং কড়াইয়ে সামান্য পরিমাণ তৈল দিয়ে দিলাম।

🖤ধাপ~৩🖤

20220602_132921.jpg20220602_132534.jpg

এবার পিঁয়াজ কুচি মরিচ কুচি গুলো দিয়ে দিলাম।

🖤ধাপ~৪🖤

20220602_133038.jpg20220602_132957.jpg

পিঁয়াজ মরিচ লাল লাল হয়ে আসলে এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ, লবণ মসলা বাটা দিয়ে দিলাম।

🖤ধাপ~৫🖤

20220602_133112.jpg20220602_133101.jpg

সব গুলো নাড়াচাড়া করলাম।

🖤ধাপ~৬🖤

20220602_133140.jpg20220602_133122.jpg

সব গুলো মসলা কসানে হয়ে গেছে এবার মাছের ডিম গুলো দিয়ে দিলাম।

🖤ধাপ~৭🖤

20220602_133235.jpg20220602_133233.jpg

সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ডিম গুলো সিদ্ধ হওয়ার জন্য।

🖤ধাপ~৮🖤

20220602_133816.jpg20220602_133307.jpg

এবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম ১০ মিনিটের জন্য।

🖤ধাপ~৯🖤

20220602_133830.jpg20220602_133824.jpg

এবার ঢাকনা খুলে দেখলাম মাছের ডিম গুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভাজলাম।

🖤ধাপ~১০🖤

20220602_135124.jpg20220602_134555.jpg

এবার আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে চুলা থেকে নামাবো।

🖤ধাপ~১১🖤

20220602_135313.jpg
চুলা থেকে নামিয়ে ফেললাম।

❤️ফাইনাল~ ধাপ❤️

20220602_140031.jpg

আমার রান্নার কাজ শেষ। একটি বাটিতে তুলে নিলাম পরিবেশন করার জন্য। আমার তৈরি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও উৎসাহ দিবেন।আজকের মতো এখানেই শেষ করছি।আশা করি আমার রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্যের কামনা করি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
#

❤️আল্লাহ হাফেজ ❤️

লোকেশনবগুড়া
ইউজার নেমঃ@fensi46
ডিভাইসSamsung j4+
রেসিপিমাছের ডিম ভাজি রেসিপি

💜🙏আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার মাছের ডিম ভাজি রেসিপি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। মাছের ডিম ভাজি খুব লোভনীয় লাগছে। আমি ও মাঝে মাঝে বাসায় মাছের ডিম ভাজি করি বাসার সবাই খুবই পছন্দ করে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।

সবচেয়ে বেস্ট ছিল আপনার করা মন্তব্য। শুভকামনা রইল ভাইয়া।

মাছের ডিম ভাজি আমার অনেক প্রিয় একটি খাবার। আপনার তৈরি করা মাছের ডিমের রেসিপি অনেক সুস্বাদু দেখাচ্ছে আপু।তাই আশা করছি খেতেও ভীষণ মজাদার হয়েছে। অনেক সুন্দর করে রেসিপির ধাপগুলো উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা রইল আপু আপনার জন্য ও।

মাছের ডিম আসলে খুবই মজার। আমার কাছে বেশ ভাল লাগে এটা খেতে। আপনি খুবই সহজ পদ্ধতিতে আজকে খুবই মজার মাছের ডিমের রেসিপি শেয়ার করেছেন আপু। এটি খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর কমেন্ট করছেন আপনার জন্য অবিরাম ভালোবাসা ও অভিনন্দন ভাইয়া।

মাছের ডিম ভাজি কিন্তু আমার বেশ প্রিয়। আপনি খুব সুন্দর ভাবে মাছের ডিম ভাজি রেসিপি তৈরি করেছেন। মাছের ডিম ভাজি দিয়ে আমি অনেক ভাত খেতে পারি ।আপনি খুব সুন্দর ভাবে আমার প্রিয় একটি রেসিপি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জি আপু ভালো লাগার জিনিস গুলোই তো শেয়ার করার চেষ্টা করি। আপনি এই মাছের ডিম ভাজি দিয়ে অনেক গুলো ভাত খেতে পারেন শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু কমেন্ট পড়ে খুব ভালো লেগেছে।

মাছের ডিম আমার অনেক প্রিয়। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন।মাছের ডিম ভাজি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার জন্য রইল শুভকামনা।

টুপ করে নিয়ে চুপ করে খেয়ে ফেলেন ভাইায়া। পছন্দের রেসিপি মুখের সামনে রাখতে নেই। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন।

মজার মজার রেসিপি গুলো একাই খান আপু🥺🥺🥺আমাদের না দিয়ে। মাছের ডিম আমআর অনেক পছন্দের খাবার।খুবই দারুন হয়েছে রেসিপিটা।

ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। সব সময় সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য।

মাছের ডিম ভাজি রেসিপি টা আমার কাছে বেশ ভালো লাগলো। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল। সত্যিই বেশ ভালো লাগলো আপনার এই রেসিপিটা দেখে। অসাধারণ ছিল

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

মাছের ডিম অনেক পুষ্টিকর হয় পাশাপাশি অনেক সুস্বাদু। মাছের ডিম ভাজি করলে অনেক সুস্বাদু লাগে। মাছের ডিম ভাজির রেসিপি টা দারুণ হয়েছে। দেখে তো আমার জিভে পানি চলে এসেছে। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

জিভের জল আটকাতে হলে আমার রেসিপি খেতে হবে।ওখান থেকে একটু খানি নিয়ে খেয়ে ফেলেন ভাইয়া। সেরা অনুভূতি গুলো প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

মাছের ডিম ভাজি রেসিপি টি দেখে খেতে ইচ্ছে করছে। আমার একটি প্রিয় খাবার। দেখে লোভ সামলানো মুশকিল। মাছের ডিম ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। ইলিশ মাছের ডিম হলে তো কথাই নেই। অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য টুকু তুলে ধরার জন্য।

ইদানিং দেখছি কমিউনিটিতে মাছের ডিম ভাজির রেসিপি অনেক দেখা যাচ্ছে। গত কয়েক দিনে বেশ কয়েকটি মাছের ডিম ভাজির রেসিপি দেখলাম। মাছের ডিম ভাজি ভালোভাবে রান্না করতে পারলে খুবই মজার একটি খাবার। আমি এটি খেতে পছন্দ করি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভালই হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ও ভাইয়া এটাই বুঝতে পারছেন না ইদানিং বাজারে ডিম আলা মাছ বেশি পাওয়া যাচ্ছে।🤪এই জন্য মাছের ডিমের রেসিপির চাপ পড়ে গেছে। হিহি ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো।

আপনার মাছের ডিম ভাজি রেসিপি বেশ চমৎকার হয়েছে। দেখতে বেশ লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

জি আপু চেষ্টা করছি সুস্বাদু করে রান্না করার । তবে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আপু।অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যর জন্য।

মাছের ডিম ভাজি খেতে আমি অনেক পছন্দ করি। আমি কয়েকদিন আগেই মাছের ডিম ভাজি রেসিপি খেয়েছি। আমার কাছে দারুন লাগে খেতে। আপু আপনি অনেক সুন্দর ভাবে মাছের ডিম ভাজি রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আমি মনে করি যে মাছের ডিম খেতে সবার ভাল লাগে। আমি খুব সুন্দর করে মাছের ডিমের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে যেন অর্ধেক ভজন হয়ে গেল। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মানুষের করার জন্য।

আপনার কমেন্ট পড়ে অনেক অনুপ্রেরণা পাই ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য।

মাছের চেয়ে মাছের ডিম ভাজি খেতে আমার কাছে বেশি মজা লাগে। সাথে আলু ভর্তা থাকবে আর মাছের ডিম ভাজি আহ্ কি টেষ্ট। একদম লোভ লাগিয়ে দিলেন আপু।

বাহ্ সুন্দর কথা বলছেন সাথে আলু ভর্তা থাকলে মন্দ হতো না বেশ মজাই লাগতো।ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

মাছের ডিম অনেক পুষ্টিকর একটি খাবার। আপনি মাছের ডিম ভাজি রেসিপি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার তো প্রথম দেখাতেই খেতে মন চাইছে। দাওয়াত দিয়েন আমাকে খেয়ে আসবো।

দাওয়াত দেওয়া লাগবে কেন ভালো খাবার দেখলে চলে আসবেন। আপনার মুল্যবান সময় নিয়ে আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

মাছের ডিমের নাম শুনলেই জিভে জল চলে আসে। 🤤
দারুন রান্না করেছেন আপু।
খিদে পেয়ে গেলো তো।
ভালো বর্ননা এবং উপস্থাপনা ছিল।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

আপনার কমেন্ট পড়ে সত্যি
মন ভরে যায় ভাইয়া।কাজের
প্রতি আগ্রহ বেড়ে যায়।
এভাবে সাপোর্ট পেয়ে সত্যি
অনেক ভাল লাগে ভাইয়া।
আপনার জন্য অবিরাম ভালোবাসা
ও শুভকামনা রইল।

আপনি মাছের ডিম ভাজি রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

চমৎকার একটি কমেন্ট করছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল ভাইয়া।

মাছের ডিম ভাজি বরাবরই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে ।আপনার এই মাছের ডিম ভাজি রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল ,অনেকদিন বাদে এ ধরনের রেসিপি দেখে নিজেকে কন্ট্রোল করা দুষ্কর হয়ে যাচ্ছে ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

আহারে কী কস্ট আমার রেসিপি আপনার জিভের জল বের করেই ছাড়ছে 😁হিহিহি। সুন্দর মন্তব্য ছিলো আপনার জন্য শুভকামনা ও দোয়া রইল।।

মাছের ডিম ভাজি আমার পছন্দের রেসিপি গুলোর একটি। মাছের ডিম ভাজি খেতে আমি অনেক পছন্দ করি। আমি কয়েকদিন আগেই মাছের ডিম ভাজি রেসিপি খেয়েছি। আমার কাছে দারুন লাগে খেতে। আপু আপনি অনেক সুন্দর ভাবে মাছের ডিম ভাজি রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

মাছের ডিম ভাজির খুব সুন্দর রেসিপি তৈরি করেছেন ।মাছের ডিম ভাজি খেতে খুবই সুস্বাদু লাগে। যেটা আবার ফেভারিট খাবার গুলোর মধ্যে একটি অনেক ভালো লাগলো আপনার রেসিপি তৈরি।

আমি আপনাদের মাঝে শেয়ার করবো সুস্বাদু ও মজার মাছের ডিম ভাজি রেসিপি। দেখতে যেমন লোভনীয় খেতে ও তেমন মজাদার

আসলে মাছের ডিম গুলো খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়। ব্যক্তিগতভাবে আমার কাছে মাছের ডিমের ভাজি খেতে খুবই ভালো লাগে। মাছের ডিম ভাজি করার পদ্ধতির আসবে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে দেখিয়েছেন।

মাছের ডিম ভাজি রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

মাছের ডিম ভাজি রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে। এই খাবারটা আমার কাছে বেশ প্রিয় ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।