আজ - ২৫জৈষ্ঠ্য | ১৪২৯বঙ্গাব্দ | বুধবার / ৮ /জুন
হেলো স্টিমিট বন্ধুরা
শুভ বিকাল
ফুলের ফটোগ্রাফি করতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুল আমরা সবাই ভালো বাসি।আমার কাছে ফুল দেখতে ভীষণ ভালো লাগে।কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে গাছে ফুল দেখলেই তুলতে ইচ্ছে করে। ফুল আসলে হাতে না গাছেই শোভা পায়। ফুলের গন্ধ শুকতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে বকুল ফুলের গন্ধ শুকতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আমার ইচ্ছে আছে ভবিষ্যতে আমার বাড়ির ছাঁদে ফুলের বাগান করবো।প্রতিদিন বিকেলে ফুলের বাগানে যত্ন নিবো।
এই ফুলের নাম হচ্ছে রংঙগন,যা দেখতে গোলাপি রঙের হয়।এই ফুলের পাপড়ি গুলো অনেক চিকন সাইজ হওয়ায় দেখতে অসাধারণ লাগে। এই ফুলের কোনো গন্ধ নেই তবু যেনো অন্য রকম একটা আকর্ষণ ফুলের মাঝে। এই ফুলের কালার আমার কাছে খুবই ভালো লাগে।দেখে মন ভরে যায়। চোখ জুড়িয়ে যায়।
ফুলের মাঝে হারিয়ে গিয়ে নিজের একটা ছবি তুলে ফেললাম। আমাদের কলেজ ক্যাম্পাসের মাঠে এই ফুলের বাগান টি।
এই ফুলের নাম মাধবীলতা আমরা অনেকে এই ফুল চিনি।ফুলের গাছটি আমাদের কলেজ হোষ্টেলের মধ্যে অবস্থিত।হোষ্টেলের পাশ দিয়ে যাওয়ার সময় ফুলের গাছ টি চোখে পড়লো দেখে খুব লাগলো তাই একটি ফটোগ্রাফি করে ফেলি।
এই ফুলের নাম পদ্ম ফুল। এর পাতা পানিতে ভাসে ফুল টি দেখতে অসম্ভব সুন্দর লাগে।এই ফুলের কালার বেশ ভালো লাগে।ছোট বেলায় কোনো পুকুরে পদ্ম ফুল দেখলে ঝাপ দিয়ে আগে তুলে নিয়ে আসতাম।
আজকে এই পর্যন্তই। আমি আমার প্রিয় ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। তবে অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
মোবাইল ও | পোস্টের বিবরণ |
---|---|
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
ধরণ | ফুলের ফটোগ্রাফি |
ক্যামেরা.মডেল | Samsung j4+ |
ফটোগ্রাফার | @fensi46 |
লোকেশন | বগুড়া কলেজ ক্যাম্পাস |
আমি মোছা ফেনসি আক্তার । আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্না করতে আমার খুব ভালো লাগে, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমার কিন্তু বাস্তবে ফুল দেখার থেকে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে।আর সত্যিই দুর্দান্ত ছিল ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ আপু এত চমতকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit