চিকলি পার্কের কিছু ফটোগ্রাফি। ১০% লাজুক শিয়ালের জন্য।

in hive-129948 •  2 years ago 
আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে রংপুরকে আমার কাছে সবদিক থেকে আলাদা মনে হয়েছে। প্রথমত বিভাগীয় শহর হিসেবে অন্যান্য জেলার তুলনায় রংপুর অনেকটাই উন্নত। এছাড়া এ অঞ্চলের মানুষেরাও অনেক সহজ সরল। গত কয়েক মাস যাবত রংপুরের বিভিন্ন উপজেলার অনেকে জায়গা চষে বেরিয়েছি। মিশেছি অনেক মানুষের সঙ্গে। সব মিলিয়ে রংপুর আমার কাছে বেশ ভালই লেগেছে। যাইহোক রংপুরে ঘুরে দেখার মতন অনেক জায়গা আছে। গতকাল পোস্ট করেছিলাম রংপুর শহরে অবস্থিত চিকলি পার্ক নিয়ে। আজ আপনাদের সঙ্গে এই পার্কের উল্লেখযোগ্য কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে।

20230224_150408.jpg

এই চিকলি পার্কে প্রবেশ করতেই দেখতে পাবেন বিশাল একটি লেক। সচরাচর এত বড় লেক বাংলাদেশের অন্য কোন পার্কে দেখতে পাওয়া যায় না। অন্য কারো কাছে কেমন লেগেছে তা জানিনা। তবে আমার কাছে এই লেকের সৌন্দর্যটাই সবচাইতে ভালো লেগেছে।

20230224_152439.jpg

এই পার্কের আরেকটি আকর্ষণীয় রাইড হচ্ছে টয় ট্রেন। অন্যান্য পার্কের মত এর গণ্ডি একেবারে সীমাবদ্ধ নয়। একপাশ থেকে শুরু করে ঘুরে অন্য পাশে আসা পর্যন্ত মোটামুটি বেশ দীর্ঘ একটা স্থান অতিক্রম করে এই ট্রেন। আর ট্রেনটি দেখতেও অনেক সুন্দর।

20230224_151712.jpg

এই রাইডটির নাম কি তা আমার ঠিক মনে নেই। তবে এটা একটা কমন আইটেম। বাংলাদেশের প্রায় সব পার্কেই এ ধরনের রাইড দেখতে পাওয়া যায়। বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় এ রাইড টিতে সব সময় ভিড় লেগেই থাকে।

20230224_151443.jpg

আমার কাছে চিকলি পার্কের সবচাইতে যে জিনিসটি ভালো লেগেছে তা হচ্ছে এর নাগরদোলা। অনেক দূর থেকে দেখা যায় এই নাগরদোলা। একপাশে পানি আর অন্যপাশে গাছপালার মধ্যে দিয়ে আকাশের বুকে মাথা উঁচু করে জানান দিচ্ছে সে তার অস্তিত্ব। এখানে চড়তে জনপ্রতি খরচ করতে হবে ১০০ টাকা। তবে উপর থেকে শহরের ভিউটা অসাধারণ। সমগ্র শহরটাই দেখতে পাবেন এই নাগরদোলা থেকে।

20230224_150936.jpg

লেকের একপাশে অবস্থিত এই রেস্টুরেন্টটি পর্যটকদের কাছে দারুন এক আকর্ষণীয় জায়গা। মাটি থেকে কিছুটা উপরে অবস্থিত এই রেস্টুরেন্টের ছাদ শন দিয়ে তৈরি। খোলামেলা এমন উন্মুক্ত পরিবেশে কোন কিছু খাবার মজাই আলাদা। দাম যেমনই হোক রেস্টুরেন্টটির পরিবেশ অসাধারণ।

20230224_150803.jpg

এটা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যেই অবস্থিত কৃত্রিমভাবে তৈরি করা একটা টিলা যার উপর থেকে অবিরাম শ্রোতধারা নেমে আসছে। আর নিচে জমে থাকা স্বচ্ছ পানিতে হাজারো রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে। সেলফি তোলার জন্য এই স্থানটি উন্মুক্ত। তাই ভিড় সবসময় লেগেই থাকে।

20230224_150026.jpg

লেকের পানিতে তৈরি করা হয়েছে এই ভাসমান প্ল্যাটফর্মটি। এখান থেকেই পর্যটকদের জন্য বোট রাইডিং এর ব্যবস্থা করা হয়। প্লাস্টিকের তৈরি ভাসমান এক ধরনের ব্লক দিয়ে তৈরি করা হয়েছে এই জেটি। যার উপর দাঁড়ালে সব সময় নৌকার মতো একটা দুলুনি অনুভব করা যায়। স্পিডবোট সহ বিভিন্ন ধরনের প্যাডেল চালিত বোটের ব্যবস্থা আছে এখানে।
আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@ferdous3486
DeviceSamsung M21
Locationchikli park, Rangpur
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি রংপুর শহরে বেশ কয়েকবার গিয়েছি, তবে চিকলি পার্কে যাওয়া হয়নি। তবে আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম এটি দারুন একটি জায়গা। বিশেষ করে লেক টা দেখলাম বেশ বড় আর টয় ট্রেনটা দারুন। সবমিলিয়ে দারুন একটি বিনোদন কেন্দ্র এটি , বুঝতে পারলাম। দেখি আবার উত্তরবঙ্গের দিকে গেলে ঘুরে আসবো। ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আমি যদিও উত্তরবঙ্গের মানুষ না। তবে রংপুর জেলায় দেখার মতো যতগুলো জায়গা আছে তার মধ্যে এটি অন্যতম তা বলতে পারি। সময় সুযোগ করে দেখে যান আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভাই

ভাইয়া আপনি রংপুরে বেড়াতে এসেছিলেন জেনে ভালো লাগলো। আগে বললেই তো দেখা করে আসতাম 😅। যাইহোক ভাইয়া নতুন একটি জায়গায় এসেছেন এবং ঘুরাঘুরি করেছেন জেনে ভালো লাগলো। জায়গাটি সত্যিই অনেক সুন্দর। চারপাশের সাজসজ্জা আমার ভীষণ ভালো লাগে।

আল্লাহ!! আগে বলবেন না, আপনি রংপুরের বাসিন্দা। জানলে কি আর এই সুযোগ হাতছাড়া করতাম। আপনার বাসা থেকে না বেরিয়ে যেতাম ভেবেছেন😁

উত্তর বঙ্গের মধ্যে সেরা জায়গা হলো রংপুর ৷ যার অন্যতম চিকলি পার্ক ৷ যদিও অনেক দিন আগে গিয়েছিলাম ৷ আর যাওয়া হয় না ৷ ছবিতে দেখে তো দেখি অনেক বদলে গেছে ৷ আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ ভাই

রংপুরে এটা ছিল আমার দ্বিতীয়বার যাওয়া। যদিও প্রথমবার তেমন কিছু দেখার সুযোগ হয়নি। তাই এবার চেষ্টা করছি যতটা সম্ভব ঘুরে যেতে। হয়তোবা আপনার এলাকাতেও চলে যাব কোন একদিন।

আপনি চমৎকার একটি পার্কে ঘুরতে গিয়েছেন। আমারও এই পার্কের আয়োজন দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে নাগরদোলা এত বড় হওয়ার কারণে দূর থেকে দেখা যায় এটা শুনেই অনেক ভালো লাগলো। তাই ট্রেন অনেক দূর অতিক্রম করে আর সে শুনে আরো ভালো লাগবে। ঘুরতে গেলে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো চোখে পড়লে ভালো লাগে। আপনার অনুভূতিটা অনেক সুন্দর ভাবে সাজিয়ে শেয়ার করলেন আমাদের মাঝে।

এত বড় নাগরদোলায় চাপলে প্রথমে একটু ভয় ভয় করে সত্যি তবে একবার চড়ে বসার পর অনুভূতিটা সম্পূর্ণ বদলে যায়। এক কথায় দারুন। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।

এখনো চিকলি পার্কে যাওয়া হয়নি তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে চিকলি পার্ক সম্পর্কে সুন্দর ধারণা পেলাম। কখনো চিকলি পার্কে গেলে ফটোগ্রাফি গুলো দেখার সুবাদে অনেক সুবিধা হবে।

বাস্তবে চিকলি পার্ক ফটো গুলোর চাইতে আরো বেশি সুন্দর। নিজ চোখে না দেখলে এসব সৌন্দর্য অনুধাবন করা যায় না। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

রংপুরে কখনো যাওয়া হয়নি। তবে রংপুরের ঐতিহ্য তাদের ভাওয়াইয়া গান শুনেছি। রংপুরের চিকলি পার্কটা সত্যি দারুণ একেবারে একের ভেতর অনেক। চিকলি পার্কের ফটোগ্রাফি গুলো দেখে বেশ চমৎকার লেগেছে ভাই। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

দারুন একটা ব্যাপার বলেছেন। ভাওয়াইয়া গান আমিও তেমন একটা শুনিনি। এসব গান এখনকার মানুষ ভুলতে বসেছে। যাই হোক মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

দারুন একটা ব্যাপার বলেছেন। ভাওয়াইয়া গান আমিও তেমন একটা শুনিনি। এসব গান এখনকার মানুষ ভুলতে বসেছে। যাই হোক মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

ভাই, আপনার পোস্টে মন্তব্য করতে গিয়ে খুবই ব্যথিত হলাম। রংপুর এসেছেন অথচ আমি জানতেও পারলাম না। রংপুর থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার, বাইকে করে গেলে মাত্র এক ঘন্টা সময় লাগে। রংপুরে এসেছেন অথচ আপনার সাথে দেখা হওয়া থেকে বঞ্চিত করেছেন বলে খুবই কষ্ট পেলাম। যাই হোক রংপুর চিকলির পার্ক সত্যিই দেখতে খুবই সুন্দর। এই তো কিছুদিন আগে সপরিবারে চিকলির পার্ক বেরিয়ে এসেছি। রংপুর চিকলির পার্ক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ

ভাই আসলে আমি অফিসের কাজে এসেছিলাম, তাই কারো সাথে দেখা করার সুযোগ পাইনি। তাছাড়া শুনেছিলাম আপনি অসুস্থ। আগে পুরোপুরি সুস্থ হন তারপরে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। শুভকামনা রইল।

চিকলি পার্ক এ আমিও কিছুদিন আগে গিয়েছিলাম। এবং বেশ কিছু ফটোগ্রাফি আমার বাংলা ব্লগে শেয়ার করেছি। সত্যিই অপরূপ সৌন্দর্যে মোহিত এই চিকলি পার্ক। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।♥♥

আপু সত্যি বলতে আপনার মাধ্যমেই এই পার্কটি সম্পর্কে আমি জানতে পেরেছিলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পার্কের খোঁজ দেয়ার জন্য।

রংপুর শহরের চিকলি পার্ক আসলেই অনেক সুন্দর একটি পার্ক । চিকলি পার্ক এর নাগরদোলাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে । খোলামেলা উন্মুক্ত পরিবেশে খাবার খেতে আমার অনেক বেশি ভালো লাগে । এই রেস্টুরেন্টটি অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট ‌। এত সুন্দর একটি পার্কের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।