এসো নিজে করি। হলুদ কাগজের ফুল। 10% লাজুক শিয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

আজ-৯ মাঘ | ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | শীত-কাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি ফেরদৌস আহমেদ। আমার ইউজার আইডি @ferdous3486. এসো নিজে করির আজকের পর্বে আমি আপনাদের দেখাবো হলুদ রং এর কাগজ দিয়ে তৈরি কিছু অদ্ভুত সুন্দর ফুল কিভাবে বানানো যায়। প্রথমদিকে আমি কিছুটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি ফুল বা ওয়ালমেট তৈরি করতাম। যা স্থিরচিত্রে প্রকাশ করা অনেকটাই জটিল কাজ। তাই এখন সহজ এবং ঝামেলা বিহীন কিছু ফুল বা ওয়ালমেট তৈরি করি যা আমার পাঠকদের জন্য দেখে বোঝা সহজ। যাই হোক প্রকৃতিতে শীতের এই সময়টাতে চারিদিকে বিভিন্ন রকম ফুলের সমারোহ। কিছুদিন আগে হলুদ রঙের কিছু অদ্ভুত সুন্দর ফুল আমি দেখেছিলাম। যা দেখেই আজ এই কাগজের ফুল গুলো তৈরীর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

20220123_111630.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল

20220122_234903.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • ৩×৩ ইঞ্চি সাইজের একখণ্ড হলুদ কাগজ নেই। কাগজটির যে কোন একপাশে চিত্রে প্রদর্শিত ভাবে লম্বা করে আঠা লাগাই।

20220122_235339.jpg

20220122_235518.jpg

ধাপ-২ঃ

  • এবার কাগজটিকে মুড়িয়ে মোচার মতো বানাই এবং এক অংশের সঙ্গে অপর অংশ আঠা দিয়ে জুড়ে দেই।

20220122_235541.jpg

20220122_235623.jpg

ধাপ-৩ঃ

  • ৩.৫×৩.৫ ইঞ্চি সাইজের 1 খন্ড গোলাপি বা লাল কাগজ নেই। কাগজ টিকে পেচিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে নলের মতো তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে দেই। যার এক প্রান্ত মিশে যাবে এবং অপর প্রান্ত কিছুটা ফাঁকা থাকবে।

20220122_235758.jpg

20220123_000001.jpg

ধাপ-৪ঃ

  • ওপরের পদ্ধতি অনুসরণে পাঁচটি হলুদ ফুল বানাই এবং ফুলের ভেতরের অংশের জন্য পাঁচটি গোলাপি নল বানাই। এবার গোলাপি অংশগুলো আঠা দিয়ে হলুদ ফুলের মধ্যে সোজাভাবে লাগিয়ে দেই।

20220123_000124.jpg

20220123_000237.jpg

ধাপ-৫ঃ

  • যা দেখতে অনেকটা এইরকম হবে।

20220123_001114.jpg

ধাপ ৬ঃ

৫×১০ ইঞ্চি সাইজের একখণ্ড সবুজ কাগজ কে পাকিয়ে পাইপের মত বানাই। এর উপরে আঠা দিয়ে হলুদ ফুল গুলোকে লাগিয়ে দেই।

20220123_001558.jpg

20220123_001754.jpg

ধাপ ৭ঃ

, ৩×৫ ইঞ্চি সাইজের একখণ্ড সবুজ কাগজ নিয়ে পাতার আকৃতিতে কেটে আঠা দিয়ে ফুলের কাণ্ডের সঙ্গে লাগিয়ে দেই। হয়ে গেল আমাদের হলুদ রঙের আকর্ষণীয় ফুল।

20220123_004306.jpg

20220123_005852.jpg

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@ferdous3486
DeviceSamsung M21
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে ফুলগুলো জাস্ট অসাধারণ হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে।

তাছাড়া দেখেই বুঝা যাচ্ছে এটি তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়েছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া 😊

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতামত টা শেয়ার করার জন্য

হলুদ গাজরের ফুল গুলো আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে ফুলগুলো বানিয়েছেন এবং প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন সত্যিই খুবই ভালো লেগেছে এবং আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার পোস্টে আপনার এই সুন্দর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ

হলুদ কাহুদি অসম্ভব সুন্দর ফুল তৈরি করেছেন। অনেক ভালো লাগলো ভাইয়া দেখে। মনটা আনন্দে ভরে গেল। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর করে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

সুন্দর একটি মতামত দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ওয়াও ভাইয়া আপনার অনেক যত্নসহকারে আপনার হলুদ কাগজের ফুল টা তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকেও আমার পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য

মোটামুটি দেখে মনে হচ্ছে কচুর ফুলের মতোই। তবে আপনার আজকেরে কাগজের ফুল গুলো তৈরি অসাধারণ ছিল। প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন যা বুঝতে খুবই সহজ আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

জ্বি ভাই আমিও কচুর ফুল দেখেই সেরকম বানানোর চেষ্টা করেছিলাম। আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল প্রস্তুত করেছেন আপনি দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে সেই সাথে প্রস্তুত প্রণালি দারুণভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লিটন ভাই

ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। টেবিলের উপর টপের ভেতর সাজিয়ে রাখলে খুবই ভালো লাগবে দেখতে। তৈরীর প্রক্রিয়া টি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং কালার গুলো অনেক ভালো ম্যাচ করেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

জি ভাইয়া সুন্দর একটি ফুলের তোড়ার রাখতে পারলে আরও অনেক ভালো দেখাতো। মতামত দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হলুদ কাগজের ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। এতো কঠিন একটি কাজ খুব সহজেই রঙিন কাগজ দিয়ে এতো সুন্দর ফুল তৈরি করেছেন তা দেখেই বুঝা যাচ্ছে। আপনার তৈরি করা হলুদ রঙের কাগজের ফুল আমার ভাতিজা অনেক পছন্দ করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন‍্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আন্তরিক একটি মন্তব্য করার জন্য

হলুদ কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন আপনি। ফুল গুলো আসলেই দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এরকম ফুলগুলো সুন্দর একটা টপে রেখে টেবিলের উপরে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। আপনার তৈরি ফুল গুলো আমার খুব ভালো লেগেছে। আসলেই এই ফুলগুলো দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এরপরে যখন টব বানানো শিখব তখন ফুলগুলো টবে রেখে দেব ইনশাল্লাহ। আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

হলুদ কাগজ দিয়ে অসাধারণ ফুল তৈরি করেছেন। এরকম ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। আপনি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন কিভাবে ফুলগুলো তৈরি করেছেন। আমাদের মাঝে এত সুন্দর ফুল উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

আপু মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাইয়া,সত্যি খুবই সুন্দর হলুদ ফুল তৈরি করেছেন।হলুদ ফুল গুলো দেখতে বাস্তবিক ফুলের মত লাগছে। আমার সত্যিই আপনার তৈরি করা এই ফুলগুলো খুব ভালো লেগেছে।ভাইয়া, ফুল তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রঙিন কাগজ দিয়ে হলুদ ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাঙ্খিত মন্তব্যটি শেয়ার করার জন্য