রংপুর এর চিকলি পার্ক ভ্রমণ। ১০% লাজুক শিয়ালের জন্য।

in hive-129948 •  2 years ago 
আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। রংপুর শহরে এসেছি বেশ কিছুদিন। প্রচন্ড কাজের ব্যস্ততায় শহরটা ঘুরে দেখার সময় ও পাচ্ছিলাম না। তাই অপেক্ষা করছিলাম শুক্রবারের জন্য। সপ্তাহের এই একটি দিন আমাদের অবসর। রংপুর শহরে এতদিন আছি আর এখানকার দর্শনীয় স্থানগুলো দেখব না এমন মানুষ আমি নই। কাজেই জুম্মার নামাজের পরেই দুই কলিগকে নিয়ে বেরিয়ে পড়লাম রংপুরের বিখ্যাত চিকলি পার্ক দেখার উদ্দেশ্যে। বলে রাখা ভালো কিছুদিন আগে আমাদের কমিউনিটির সাথী ম্যাডামের একটা পোষ্ট থেকে জানতে পেরেছিলাম এই পার্কটি সম্পর্কে। তার তোলা ছবি দেখে এখানে যাবার আগ্রহ আরো বেড়ে গিয়েছিল। আমার বাসস্থান থেকে অল্প কয়েক কিলোমিটার দূরেই পার্কটি অবস্থিত। জনপ্রতি মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা তিনজন পৌঁছে গেলাম পার্কের গেটের সামনে।

20230224_145632.jpg

20230224_151144.jpg

মাত্র ৩০ টাকা টিকিটের বিনিময়ে যে কেউ প্রবেশ করতে পারবেন এই পার্কে। তবে এখানে একটা ব্যাপার আছে যা আমাকে বেশ অবাক করেছে। ২০ টাকা দিয়ে যে টিকিট কাটা হয় তা দিয়ে শুধু পার্কের ভেতরে অবস্থিত লেকের একটা পাশে প্রবেশ করা যায়। অন্য পাশটিতে প্রবেশ করার জন্য আবারো আপনাকে ৩০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। বস্তুত পার্কের মূল আকর্ষণই হচ্ছে যেখানে ৩০ টাকা দিয়ে প্রবেশ করতে হয় সে অংশে। ২০ টাকা দিয়ে প্রবেশ করলে বাস্তবে কিছুই দেখা যায় না। আমার কাছে মনে হয়েছে এভাবে আলাদা আলাদা টিকেট না কেটে একবারে ৫০ টাকা নিয়ে নিলেই ভালো হতো। যাই হোক ভেতরে প্রবেশ করতেই মনটা ভালো হয়ে গেল। বিশাল এক লেকের পাশ দিয়ে ঢালাই করা পাকা রাস্তা, তার দুপাশে সুন্দর করে লাগানো গাছপালা আর ফাঁকে ফাঁকে বসার জন্য নান্দনিক কিছু বেঞ্চ স্থাপন করা হয়েছে। একটুখানি ভেতরে ঢুকেই ডান পাশে দেখতে পেলাম কৃত্রিমভাবে তৈরি করা একটা ছোট্ট টিলা। যার উপর থেকে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে আর নিচের পুলে অসংখ্য রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও এখানে স্থাপন করা হয়েছে অসাধারণ তিনটি ছাতার মত আকৃতির ঘর। যা মূলত এখানকার রেস্টুরেন্ট। এখানে কিছুটা সময় কাটানোর পর আরও সামনে এগিয়ে যেতে থাকলাম। পার্কের মাঝামাঝি জায়গায় আছে আফরোড ড্রাইভিং এর স্বাদ নেয়ার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা। 300 টাকা দিলে আপনি দারুন এই অফরোড কার কিছু সময়ের জন্য ড্রাইভ করতে পারবেন।

20230224_150416.jpg

পার্কের একেবারে শেষ প্রান্তে আছে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি রাইড আর বিশাল এক নাগরদোলা। সত্যি বলতে কি এত বড় নাগরদোলা আমি বাংলাদেশের আর কোথাও দেখিনি। এছাড়াও আছে বেশ বড় একটি গেমস সেকশন, যেখানে নির্দিষ্ট ফ্রি দিয়ে থ্রিডি গেম সহ বিভিন্ন গেমস খেলার ব্যবস্থা আছে। তবে এখানকার প্রত্যেকটি রাইড এবং খেলনার টিকিটের মূল্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এই অংশে বেশ কিছু সময় কাটিয়ে আমরা আবার চলে এলাম পার্কের মূল আকর্ষণ লেকের কাছে। পানির উপরে ভাসমান একটি প্লাটফর্ম তৈরি করে সেখান থেকে দর্শকদের লেকের পানিতে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করা হয়েছে। স্পিড বোর্ড এবং বিভিন্ন ধরনের প্যাডেল চালিত বোটের ব্যবস্থা আছে এই জায়গায়। জন প্রতি 50 টাকা খরচ করলে 15 মিনিটের জন্য বোটেকরে ঘুরে আসার সুযোগ দেয়া হবে আপনাকে। যাইহোক অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমাদের পেটের মধ্যে ছুঁচোর দৌড় শুরু হয়ে গিয়েছিল ইতিমধ্যেই। তাই একটি রেস্টুরেন্ট থেকে হালকা কিছু স্নাক্স খেয়ে সবাই মিলে ফিরতি পথ ধরলাম। প্রচন্ড কর্ম ব্যস্ততার ভিড়ে সপ্তাহের এই ছুটির দিনটি সত্যি দারুন ভাবে উপভোগ করেছিলাম। আর চিকলি পার্ক সম্পর্কে আমার অভিমত জানতে চাইলে এক কথায় বলব অসাধারণ। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন যে কাউকে নিয়ে যাবার মত দারুণ একটা জায়গা। বিশেষ করে রাতে যখন পার্কের সমস্ত লাইট জ্বলে ওঠে তখন অসাধারণ সুন্দর এক পরিবেশের সৃষ্টি হয় যা না দেখে অনুভব করা সম্ভব নয়।

20230224_150026.jpg

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@ferdous3486
DeviceSamsung M21
LocationRangpur
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার রংপুর এর চিকলি পার্ক ভ্রমণ করার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো। আসলেই সপ্তাহের ছয় দিন কাজ করার পর শুক্রবারটা যদি একটু ঘোরাঘুরি করা যায় তাহলে এমনিতেই অনেক ভালো লাগে‌। আপনার পোস্টটি পরে বুঝতে পারলাম চিকলি পার্কে গিয়ে আপনি বেশ ভালোই সময় কাটিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে চাকলি পার্ক সম্পর্কে আমাদের জানানোর জন্য এবং আপনার ভ্রমণের অনুভূতি শেয়ার করার জন্য।

আমার মনে হয় সবারই উচিত পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া। এতে করে সময়টা যেমন ভালো কাটে তেমনি পারিবারিক বন্ধন ও অটুট হয়। ধন্যবাদ ভাই।

রংপুর এর চিকলি পার্ক দেখে বেশ ভালো লাগল।ঠিক বলেছেন রংপুরে গিয়েছেন আর দর্শনীয়স্থান দেখবেন না তা কি করে হয়। সত্যি ভাইয়া আলাদা টিকিট না নিয়ে এক সাথে ৫০ টাকা নিলে অনেক ভালো হতো। যাইহোক মেলাতে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

সময় এবং সুযোগ হলে ঘুরে যেতে পারেন রংপুরের এই চিকলি পার্ক থেকে। আশা করি খুবই ভালো লাগবে। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

রংপুর সিটি চিকলি পার্ক আমিও কিছুদিন আগে ঘুরে এসেছি। আসলে চিকলি পার্ক এর মনোরম দৃশ্য গুলো মন মাতানোর মত। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।এত চমৎকার একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥

হাহাহাহা। আসলে আপু আপনার পোস্টটি পড়েই আমি চিকলি পার্ক সম্পর্কে জেনেছিলাম। এমনকি আমার পোস্টে সে কথা উল্লেখও করেছি। ধন্যবাদ।

রংপুরে এত যাই কখনো এই চিকলি পার্কের নাম শুনিনি। যাইহোক এবার জেনে নিলাম এরপর রংপুরে গেলে অবশ্যই এখানে ঘুরতে যাব। আমার কাছেও মনে হলো যে একবারে ৫০ টাকা টিকিট হলেই ভালো হতো। বারবার টিকিট কাটার এই বিড়ম্বনা হতো না। তাছাড়া বাচ্চাদের জন্য বেশ খেলার জায়গা রয়েছে। বোটে ঘুরতে পারলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। যাইহোক ছুটির দিনে বেশ ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ।

এজন্যই বলে মক্কার লোক হজ পায় না। পরেরবার সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে। আশা করি খারাপ লাগবে না।

ঘোরাঘুরি করতে পছন্দ করে না এরকম মানুষ সত্যি খুবই কম রয়েছে। রংপুরের চিকলি পার্কে ভ্রমণ করার এরকম একটা অনুভূতি পোস্ট পড়ে সত্যিই মনটা একেবারে ভরে গেল। দেখে বুঝতে পারছি বেশ ভালো কেটেছে মুহূর্তটি। যেহেতু মাত্র ৩০ টাকা দিয়ে ভেতরে যে কেউ প্রবেশ করতে পারবে তাহলে তো বেশ ভালোই হলো। ফটোগ্রাফি গুলো ও খুবই সুন্দরভাবে করলেন।

আপনি থাকলে হয়তো অসাধারণ সব ছবি তুলতে পারতেন। আমি জাস্ট কোনো রকম ছবিগুলো তুলতে পারি। তবে জায়গাটা আসলেই অনেক সুন্দর। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

ঘোরাঘুরি করতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি আর যারা ভ্রমন প্রিয় মানুষ তাদের তো আর কোন কথাই নেই তারা সবসময় চেষ্টা করে ঘুরাঘুরি করার। খুবই ব্যস্ত থাকার কারণে তেমন একটা ভ্রমন করার সুযোগ আপনার হয়নি অবশেষে শুক্রবার ছুটির দিনে দুই কলিগকে সঙ্গে নিয়ে রংপুরের চিকলি পার্কে ভ্রমণ করেছেন জেনে ভালো লাগলো। সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন এবং সেই মুহূর্তটা আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে।

অনেকদিন পর আপনার কমেন্ট পড়ে অনেক ভালো লাগলো। হয়তো আপনাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়নি কোনদিন। তবে কেন যেন এই কমিউনিটির কিছু লোককে খুব আপন মনে হয়। ধন্যবাদ ভাই।

রংপুরের চিকলি পার্ক তো দেখছি অসাধারণ। রংপুরের চিকলি পার্কে আপনি বেশ ভালোভাবেই ঘোরাঘুরি করেছেন দেখছি। আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি মুহূর্তটা কিন্তু বেশ ভালোই কেটেছে। এরকম পার্ক গুলোতে ঘুরাঘুরি করতে খুবই ভালবাসি আমি। আপনার কাটানো এত সুন্দর একটা মুহূর্ত এবং ফটোগ্রাফি দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

এই পার্কে আমি এই প্রথম গিয়েছিলাম। তবে ব্যক্তিগতভাবে আমার পছন্দ চট্টগ্রাম বিভাগ। দেখার মত যত সুন্দর সুন্দর জায়গা সব আপনাদের এলাকাতেই। ধন্যবাদ আপু।