আমার বাংলা ব্লগ। প্রতিযোগিতা -১৩। বসন্তের ফুলের ফটোগ্রাফি। 10% লাজুক শিয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

আজ- ১৭ ফাগুন | ১৪২৮, বঙ্গাব্দ | বুধবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। অবশ্য ঋতুরাজ বসন্তে বাংলাদেশে ফুল ফোটে নি এমন ঘটনা এখনো ঘটেনি। বসন্ত ঋতু এখনো তার স্বমহিমায় উদ্ভাসিত। গাছে গাছে কচি পাতা সেইসঙ্গে নানা রঙের ফুল নিয়ে বসন্ত সাজিয়ে দেয় প্রকৃতিকে অপরূপ সাজে। আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত বসন্তের ফুল শির্ষক আরেকটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি প্রিয় @rme দাদা, এডমিন শুভ ভাই সহ কর্তৃপক্ষের সকলকে। প্রতিযোগিতার মাধ্যমে কমিউনিটির পরিবেশ যেমন চাঙ্গা থাকে তেমনি ফটোগ্রাফির দক্ষতাও বৃদ্ধি পায়। ইতিমধ্যেই কমিউনিটির বেশিরভাগ সদস্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বিভিন্ন ধরনের অসাধারণ সব ফুলের ফটোগ্রাফি তাদের পোস্টগুলোতে। আমিও কয়েকদিন বাইক নিয়ে ছোটাছুটি করে তুলে ফেললাম বেশ কিছু ফুলের ছবি। ছবিগুলো কেমন হয়েছে সেটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের। আসুন তবে দেখে নেয়া যাক আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো।

আলোকচিত্রঃ ১


20220228_124712.jpg

20220228_124724.jpg20220228_124720.jpg

Location

এই ফুলটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। ফুলটির নাম ডালিয়া। সাধারণত শীতের সময় আমাদের দেশে এই ফুলগুলো চাষ করা হয়ে থাকে। ডালিয়ার বেশ কিছু প্রজাতি আমাদের দেশে পাওয়া যায়।টকটকে লাল রঙের এই ফুলটি দেখতে অসাধারণ সুন্দর।


আলোকচিত্রঃ ২

20220228_124620.jpg

20220228_124818.jpg20220228_124642.jpg

Location

এটিও ডালিয়া ফুলের একটি প্রজাতি। সাধারণত ফুল গাছ গুলোর কাণ্ডে এক ধরনের আলুর মত জিনিস তৈরি হয় যা থেকে চারা উৎপাদন করা হয়। অবশ্য এখন বেশিরভাগ চারাই নার্সারি থেকে কিনতে পাওয়া যায়।


আলোকচিত্রঃ ৩

20220228_172842.jpg

20220228_172838.jpg20220228_172825.jpg

Location

এই ফুলটির নাম ক্যানা লিলি। স্থানীয়ভাবে আমরা এ ফুলকে কলাফুল বলে থাকি। হলুদ, লাল কমলা বিভিন্ন রঙের হয়ে থাকে ফুলগুলো। যদিও এ ফুলগুলো উৎপত্তি লাতিন আমেরিকা।


আলোকচিত্রঃ ৪

20220302_115103.jpg

20220302_114836.jpg20220302_114745.jpg

Location

বাংলাদেশে বাস করে অথচ জবাফুল চেনে নাম এবং মানুষ পাওয়া মুশকিল। আমাদের দেশে জবার বেশকিছু প্রজাতি পাওয়া যায়। তার মধ্যে লাল রংয়ের এই রক্ত জবা বিশেষ পরিচিত। হিন্দুদের পূজা অর্চনার কাজে জবাফুল নিত্য প্রয়োজনীয় একটি দ্রব্য।


আলোকচিত্রঃ ৫

20220301_100259.jpg

20220301_100320.jpg20220301_100145.jpg

Location

এটি রক্তগাদা। আমাদের দেশে গাঁদাফুলের সাধারণত তিনটি ধরন দেখা যায়। তার মধ্যে এই ফুলটি রক্তগাদা নামে পরিচিত। গাঁদা ফুলের পাতায় রয়েছে এক বিশেষ ঔষধি গুন। যেকোনো ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ করতে এই পাতার রস খুবই কার্যকরী।


আলোকচিত্রঃ ৬

20220228_170758.jpg

20220228_170749.jpg

Location

এগুলো ধনিয়া ফুল। ধনিয়া আমাদের দেশে সাধারণত মসলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। শীতের শুরুতে জমিতে বীজ বপন করা হয়। আর বসন্তে এগুলো পরিপক্কতা অর্জন করে। ফুলগুলোর ঘ্রান খুবই চমৎকার।

আলোকচিত্রঃ ৭

20220228_124541.jpg

20220228_124552.jpg

Location

উইকিপিডিয়াতে এ ফুলের নাম দেখতে পেলাম পট মেরিগোল্ড লেখা। এ গাছগুলো সাধারণত 80 সেন্টিমিটার এর মত লম্বা হয়ে থাকে। একবর্ষজীবী গুল্ম জাতীয় এ উদ্ভিদ গুলোর উৎপত্তি আমাদের দেশে নয়।

আলোকচিত্রঃ ৮


20220228_124511.jpg

20220228_124502.jpg

Location

Scarlet sage উইকিপিডিয়াতে সার্চ করে পেয়ে গেলাম এই নামটি। নাম শুনেই বুঝতে পারছেন এই ফুলটিও বিদেশী ফুল। উৎপত্তি ব্রাজিলে। 1.3 মিটার উচ্চতা বিশিষ্ট এই ফুলগুলো সাধারণত অধিক আদ্রতা বিশিষ্ট এলাকায় জন্মে থাকে।

আলোকচিত্রঃ ৯


20220302_114503.jpg

20220302_114548.jpg

20220302_114525.jpg

Location

হলুদ গাঁদা। গাঁদা ফুলের সবচাইতে কমন ভ্যারাইটি। শীতের সময় আমাদের দেশে এই ফুলগুলো প্রচুর চাষ করা হয়।

আলোকচিত্রঃ ১০


20220302_114656.jpg

20220302_114705.jpg

Location

লেবু ভিটামিন সি সমৃদ্ধ অতি পরিচিত একটি ফল কিন্তু এর ফুলের সঙ্গে আমরা অনেকেই অপরিচিত। দেখতে ধবধবে সাদা এই ফুলগুলো কিন্তু কম আকর্ষণীয় নয়।

আলোকচিত্রঃ ১১


20220214_170657.jpg

20220214_170653.jpg20220214_170640.jpg

Location

এটি একটি আগাছার ফুল। শীতের সময় ফসলি জমিতে অথবা পরিত্যক্ত জায়গায় কাটা জাতীয় এই গাছ গুলো জন্মাতে দেখা যায়। গো খাদ্য হিসেবেও এটি অনেকের কাছে পরিচিত। স্থানীয়ভাবে এটি কাটা দুদুল্যা নামে পরিচিত।

আলোকচিত্রঃ ১২


20220302_114913.jpg

20220302_114920.jpg

20220302_114907.jpg

Location

কাঠ মালতী। ইংরেজি নাম Crepe jasmine উইকিপিডিয়াতে দেয়া হচ্ছে। এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। সাদা রঙের ফুল ফল দেখতে খুবই আকর্ষণীয়।

আলোকচিত্রঃ ১৩


20220302_114618.jpg

20220302_114612.jpg

Location

গাঁদা ফুলের আরেকটি প্রজাতি। গারো হলুদ বর্ণের এই ফুলগুলো প্রচলিত গাঁদা ফুলের চাইতে আকৃতিতে অনেক বড়।

আলোকচিত্রঃ ১৪


20220302_115009.jpg

20220302_114952.jpg

Location

গোলাপকে বলা হয় ফুলের রানী। পৃথিবীতে কত প্রজাতির গোলাপ আছে সেই সংখ্যা নির্দিষ্টভাবে বলাই মুশকিল। সৌন্দর্যে আর ঘ্রানে গোলাপ জগদ্বিখ্যাত।

আলোকচিত্রঃ ১৫


20220302_122500.jpg

20220302_122405.jpg

20220302_122311.jpg

Location

এই ফুলটির নাম পলাশ। বাংলাদেশ একসময় প্রচুর পরিমাণে এই গাছগুলো দেখতে পাওয়া গেলেও এখন প্রায় বিলুপ্তির পথে। অনেক খুঁজে বের করলাম এই ফুল গাছটি। শুধুমাত্র বসন্তকালেই এ ফুলগুলো দেখতে পাওয়া যায়।

আলোকচিত্রঃ ১৬


20220302_115728.jpg

20220302_115745.jpg

Location

ফুলের নাম বাগানবিলাস। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই হয়তো এর নাম হয়েছে বাগান বিলাস। লতা জাতীয় গাছ গুলো সাধারণত কোন অবলম্বন কে কেন্দ্র করে বেড়ে উঠে। থোকায় থোকায় ফুএে থাকা ফুল গুলো দেখতে অনেকটা গাছের পাতার মতই।

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।আসলে বসন্তকালে আমরা সব জায়গায় সুন্দর সুন্দর ফুল দেখি ।আর এখনতো বিভিন্ন নার্সারিগুলোতে ও অনেক ধরনের ফুল দেখা যায় ।আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

বসন্তকাল আসলে ফুলেরই সময়। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

ওয়াও ভাইয়া আপনার ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি সত্যি দেখতে অসাধারণ। প্রতিটি ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। দোয়া করি কিছু একটা পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।

অসংখ্য ধন্যবাদ ভাই। কিছু পাই বা না পাই আপনাদের উৎসাহ পেলাম এতেই খুশি।

ভাই খুবই সুন্দর ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।প্রতিটা ফটো অনেক সুন্দর হয়েছে বিশেষ করে পলাশ ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগছে।আমি পলাশ ফুল খুজেও পাই নাই। আমার এলাকায় নাই বললেই চলে। শুভ কামনা রইল আপনার জন্য

পলাশ ফুল খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন হয়ে গেছে। আমি অনেক খুঁজে একটি গাছ পেয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

ভাই বসন্তের আর একটি প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ দেখে খুবই আনন্দিত হলাম। আপনি অনেকগুলো সুন্দর ফুলের ফটোগ্রাফি আজকের এই প্রতিযোগিতায় শেয়ার করেছেন। অনেকদিন পরে আপনার এই পোস্ট থেকে পলাশ ফুল দেখতে পেলাম তাও দেখতে খুবই চমৎকার লাগলো। তাছাড়া গ্রামবাংলার বেশকিছু সচরাচর দেখা যায় এরকম সাধারণ ফুলের ফটোগ্রাফিও কিন্তু অসাধারণ লাগছে দেখতে। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

উৎসাহ দিয়ে সবসময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

ভাইয়া আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত। আমার কাছে দারুন লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। ক্যানা লিলি ফুলটির নাম আমি এই প্রথম শুনলাম। দেখতেও খুব সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

গুগলে সার্চ দিয়ে এই নামটি পেলাম। বাংলা নামটা জানতে পারিনি। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

বসন্তের ফুলে ফুলে ভরে আছে গাছগাছালি। নতুন পাতা গজিয়েছে সব গাছে। কি যে সুন্দর এক পরিবেশ এখন তৈরি হয়েছে তা সবার ফুলের ফটোগ্রাফি দেখলেই বোঝা যায়। আপনি খুব সুন্দর করে বিভিন্ন এঙ্গেলে ছবি তুলেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি বেশ দারুণ হয়েছে।

উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই খুব সুন্দর হয়েছে দেখতে খুব ভাল লাগছে দেখে যেন মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে মনমুগ্ধকর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। মনে হচ্ছে ফুলের বাগান থেকে ঘুরে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভকামনা।

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

ওয়াও অসাধারণ ফটোগ্রাফি
সত্যি কি বলব আপনি তো পুরো ফাটিয়ে দিয়েছেন এত সুন্দর সুন্দর ফটো সত্যি দেখতে অনেক জোস এবং প্রতিটি ফটো আপনি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ক্যামেরাবন্দি করেছেন। আপনার প্রত্যেকটি ফটোই আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য

এই ধরনের মন্তব্য গুলো পড়তেও অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই

বসন্তের সময়ে সবার বাহারি রঙের ফুলের ফটোগ্রাফি দেখে মনটা শান্ত। কি যে ভালো লাগছে বলে বুঝানোর মতো না। আর আপনার ফটোগ্রাফি গুলো তো সত্যিই অসাধারণ। এবং আপনার উপস্থাপনা বর্ণনা সবকিছুই একদম পারফেক্ট। অনেক ভালো লেগেছে ভাই আমার কাছে শুভেচ্ছা রইল আপনার জন্য এগিয়ে যান এভাবে।

ভাই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। পারফেকশন শুধু আপনিই খুঁজে পেলেন। বিচারকমণ্ডলীর কেউ বিষয়টা বুঝল না হাহাহাহা।

বসন্তের ফটোগ্রাফি উপলক্ষে অনেক অনেক নতুন ফটোগ্রাফি দেখলাম । আপনার কাছ থেকেও অনেক অনেক নতুন ফটোগ্রাফি দেখলাম ও জানতে পারলাম । লাকি অনেক সুন্দরভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি উপস্থাপন ও বর্ণনা করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

আমার পোষ্টে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

ভাই আপনি আমাদের মাঝে অনেক দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন । বিশেষ করে গাঁদা ফুল টি দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে তা ছাড়াও প্রত্যেকটা ফুল অনেক সুন্দর ছিল আপনি অনেক সাজিয়ে গুজিয়ে পোস্টটা আমাদের মাঝে দারুন ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার পোষ্টটি আমি দেখেছি। আপনার ফটোগ্রাফি গুলো আরো বেশি সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

আসলে আমার বাংলা ব্লগে যদি না আসতাম তাহলে এত সুন্দর সুন্দর অসাধারণ ফুল গুলো দেখতে পেতাম না। এই প্রতিযোগিতার মাধ্যমে খুবই দারুণ কিছু ফুলের সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে। আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল, প্রত্যেকটা ফুল খুবই অসাধারণ ভাবে ধারন করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

সত্যি বলতে কি এই কমিউনিটিতে আসার পর আমিও অনেককিছু প্রতিনিয়ত শিখছি। আপনার মন্তব্য আমার খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই দারুণ ভাবে ধারন করেছেন ভাই আপনি। তাই আলাদা ভাবে আর উল্লেখ করে বললাম না। প্রত্যেকটি ছবির লাইট কনট্রাস্ট এবং কালার একদম পারফেক্ট। ছবিগুলো আমার কাছে সত্যি বলতে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।

আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আমি আনন্দিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনার উপরে ফটোগ্রাফি গুলো আমার খুব ভালো লেগেছে। ফুলগুলো সৌন্দর্য দেখে আমি খুব মুগ্ধ হলাম। খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ফুলের আলোকচিত্র গুলো তুলেছেন। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই মন্তব্যটি শেয়ার করার জন্য