এসো নিজে করি। হাতে তৈরি মোবাইল ফোন হোল্ডার। 10% প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

আজ- ১২ মাঘ| ১৪২৮ , বঙ্গাব্দ | বুধবার | শীত-কাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। কাগজ দিয়ে কত কিছুইনা তৈরি করা যায়। ইউটিউব দেখলে এমন হাজার হাজার উদাহরণ দেখতে পাবেন। শিল্প আর সৌন্দর্যের অপূর্ব সংমিশ্রণ। কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুল আর ওয়ালমেট বানানোর বেশ কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। তাই ভিন্ন ধরনের কিছু বানানোর চেষ্টা করছিলাম যা আমার কাজে লাগবে আবার কিছুটা ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করবে। মূলত এই ইচ্ছাকেই বাস্তবায়ন করতে গিয়ে হাতের কাছের টুকটাক জিনিস দিয়ে বানালাম আজকের এই মোবাইল হোল্ডার। আশা করি আপনাদের ভালো লাগবে


20220126_022805.jpg


প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • ছুরি

20220125_234450.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • ৮×৪ ইঞ্চি সাইজের একটি কার্ডবোর্ড বক্স নেই। আমার বাসায় কিছুদিন আগে কেনা রাউটারের অনুর প্যাকেট ছিল। আমি সেটাই ব্যবহার করেছি। বক্সটির সামনের অংশ খুলে ফেলি।

20220125_235336.jpg

ধাপ-২ঃ

  • এবার ৪ × ৪সাইজের একটি কার্ডবোর্ড নিয়ে বাক্সটির মাঝখানে আঠা দিয়ে চিত্রের মত করে লাগিয়ে দেই।

20220125_235359.jpg

20220125_235745.jpg

20220125_235739.jpg

ধাপ-৩ঃ

20220126_000019.jpg

  • বাক্সটির সামনের অংশ আবার লাগিয়ে দেই।

ধাপ-৪ঃ

  • এবার কার্ড বোর্ডর সামনের এবং দুই পাশের অংশ চিত্রের মত করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দাগ বরাবর কেটে ফেলি।

20220126_000139.jpg

20220126_000133.jpg

20220126_000127.jpg

ধাপ-৫ঃ

  • সমস্ত প্যাকেটটিকে হলুদ কাগজ দিয়ে মুড়ে ফেলি। লক্ষ রাখতে হবে কোথাও যেন বাদ না পড়ে।

20220126_002339.jpg

20220126_001038.jpg

ধাপ-৬ঃ

  • প্যাকেটের ভেতরের অংশে আঠা দিয়ে গোলাপি কাগজ লাগিয়ে দেই।

20220126_003257.jpg

ধাপ-৭ঃ

  • কাল কাগজ কেটে চিত্রে প্রদর্শিত ভাবে একটি ডেমনের ভুরু ও চোখ তৈরি করে আঠা দিয়ে বক্সের সামনের অংশে লাগিয়ে দেই।

20220126_015208.jpg

20220126_015353.jpg

ধাপ-৮ঃ

  • চিত্রে প্রদর্শিত ভাবে আরেকটি কালো কাগজ ডেমনের চোখের নিচের দিকে লাগিয়ে দেই এবং দাঁত হিসেবে সাদা 2 খন্ড ত্রিভুজ আকৃতির কাগজ আঠা দিয়ে কলো কাগজের উপর লাগিয়ে দেই।

20220126_015612.jpg

20220126_015835.jpg

ধাপ-৯ঃ

  • সবশেষে দাঁত দুইটির নিচের অংশ লাল কালি দিয়ে রং করে দেই। এবার বাক্সটিকে আঠা দিয়ে দেয়ালের সঙ্গে লাগিয়ে দিলেই হয়ে গেল আমাদের মোবাইল হোল্ডার।

20220126_020732.jpg

20220126_022912.jpg

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে সুন্দর করে একটি মোবাইল
হোল্ডার বানিয়েছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে এইটা অনেক কাজের একটা জিনিস। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

জি ভাই জিনিসটা আমার বেশ কাজে লাগছে। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার তৈরি করা মোবাইল ফোন হোল্ডার টি দারুণ হয়েছে ভাইয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনার উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে চলুন। ধন্যবাদ।

মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

বাহ ভাইয়া অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন বুদ্ধিমত্তার সাথে। মোবাইল ফোনের হোল্ডার। এটা দেখতে বেশ চমৎকার হয়েছে। প্রতিটা ধাপ ছিল অসাধারণ। ধাপে ধাপে সুন্দর উপস্থাপন করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য

অসাধারণ ভাবে মোবাইল রাখার জন্য একটি হোল্ডার তৈরি করলেন। আসলেই আপনার তৈরি করা কাজটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। আপনি তো খুবই নিখুঁতভাবে তৈরি করলেন। মোবাইল চার্জে দিলে পড়ে যাওয়ার আর কোনো দুর্ঘটনা হবেনা মনে হয়। অনেক সুন্দর ভাবে তৈরি করলেন আপনি। আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

জি আপু মোবাইল ফোন হোল্ডারটি আমার খুবই কাজে লাগছে। একসঙ্গে দুইটি মোবাইল রাখা যাবে এই কেসিং এ। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর একটি মোবাইল ফোন হোল্ডার তৈরি করেছেন। এরকম হোল্ডার গুলো থাকলে খুবই সুবিধা হয়। এত সুন্দর ভাবে তৈরি করেছেন দেখতেও অনেক সুন্দর লাগছে। এটি তৈরি করতে অনেক সময় দিয়েছেন বুঝতে পারছি। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য

ভাইয়া আপনি কাগজ দিয়ে অনেক কার্যকরী একটি জিনিস তৈরি করেছেন। আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারো। আপনি মোবাইল হোল্ডার খুব সুন্দর ভাবে তৈরি করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে আপনার তৈরি পদ্ধতি টা শেয়ার করেছেন যে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য

আপনার বানানো মোবাইল হোল্ডারটি অনেক সুন্দর হয়েছে ভাই। আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে নিজ হাতে মোবাইল ফোনের হোল্ডার তৈরি করেছেন দেখছি। আপনি আপনার এই কাজের মাধ্যমে নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতার পরিচয় আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন। সত্যিই আমি মুগ্ধ আপনার এরকম প্রতিভা দেখে। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য

উৎসাহমূলক একটি মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি

বেশ ক্রিয়েটিভিটি একটি জিনিস তৈরি করেছেন ভাইয়া। কাজেরও বটে। মোবাইল চার্জ দেয়ার সময় অনেক ক্ষেত্রেই আশপাশে ভালো জায়গা পাওয়া যায় না মোবাইল রাখবার জন্য। অনেক সময় চার্জারের উপরে মোবাইল চার্জে দিয়ে রাখলে নারা লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। অনেক কাজের একটি জিনিস তৈরি করেছেন ভাইয়া রঙিন কাগজ ও খালি বক্স দিয়ে। শুভকামনা রইল আপনার জন্য।

গুছিয়ে সুন্দরভাবে আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ

ভাই আপনার বানানো মোবাইল ফোন হোল্ডারটি
অনেক সুন্দর হয়েছে।যদিও এই ধরনের হোল্ডার কখনো ব্যাবহার কিংবা দেখা হয়নি।সেই দিক থেকে কাজটি আমার কাছে সম্পূর্ণ ইউনিক লেগেছে।মোবাইল ফোন হোল্ডারটি বানানোর পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।