নিজ গ্রামের পার্কে ঘোরাঘুরি ও ফটোগ্রাফি।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছে। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়টি শেয়ার করতে চলেছি। আমাদের গ্রামে একটি পার্ক আছে তো আমি আজকে আপনাদেরকে আমাদের গ্রামের পার্ক সম্পর্কে বিস্তারিত বলবো

১৬/৭/২০২২তারিখ
আমি আজকে আমার গ্রামে একটি পার্ক আছে ভাবলাম পার্ক থেকে একটু ঘুরাঘুরি করে আসি
পার্কের নাম: বঙ্গ এগ্রো পার্ক
জুগিরগোফা, গাংনী, মেহেরপুর।

বাসা থেকে বের হয়ে যাত্রা শুরু করলাম পার্কের উদ্দেশ্যে ১৫ মিনিটের মধ্যেই পার্কে পৌঁছে গেলাম
আমাদের এই গ্রামের পার্কটির আয়তন প্রায় ১৫০ একর। এই পার্কটি কোন সরকারি পার্ক না। এই পার্কটির একটা মালিক আছে ।পার্কের মালিকের নাম: এলবার্ট মিয়া।তিনি পার্কটি পরিচালনা করেন ।

এই পার্কটিতে অনেক ধরনের ফুল গাছ আছে। কয়েকটা ফুলের নাম বলি গোলাপ, রজনীগন্ধা শিউলি, পদ্ম ফুল, শাপলা ফুল, কালো গোলাপ, সাদা গোলাপ,সূর্যমুখী ফুল আরো আছে অন্যান্য ফুল এবং গাছ।এবং পার্কটার ভিতরে আছে বড় বড় মাছ চাষ করার জন্য দুইটি পুকুর আছে। প্রথম পুকুরটির আয়তন প্রায় ৪০ বিঘা জমির উপরে। আর দ্বিতীয় পুকুরটির আয়তন প্রায় ৩৫বিঘা। আরো অনেক জায়গা আছে যেখানে ঘোরাঘুরি করা যায় শুটিং করা যায়। এবং পার্কের ভিতর নৌকা ভ্রমণ করা যায়।

এই দুটো পুকুরে যেসব মাছ চাষ করা হয় তা হলো

পাবদা, জাপানি, সিলভার, ব্লাড কাপ, বাটা, রুই মাছ,তেলাপিয়া , গলদার চিংড়ি,গ্লাস কাপ আরো অনেক ধরনের মাছ আছে এখানে।

এখানে অনেক গুলো রঙ্গন ফুলের গাছ ছিল থোকায় থোকায় রক্তরঙা ফুলে যেন অন্যরকম সৌন্দর্য ফুটিয়ে তুলেছিল তাই একটা ছবি তুলেই ফেললাম।
IMG_20211115_162850_650~2-01.jpeg
ফটোগ্রাফি ডিভাইসঃ infinix note 10
লোকেশন

গাছের আড়ালে সুর্যের লুকোচুরি এর সৌন্দর্য কম কিসে। দেখার মত একটা দৃশ্যছিল এটিও।
IMG_20211202_163712_086-01.jpeg
ফটোগ্রাফি ডিভাইসঃ infinix note 10
লোকেশন

সুর্যাস্তের পরে লাল মেঘের আভা আর মাঠ জুড়ে সবুজের সমারোহ এটা যেন আমাদের দেশের প্রতিকী চিত্রই তুলে ধরেছে।
IMG_20220715_050406_798-01.jpeg
ফটোগ্রাফি ডিভাইসঃ infinix note 10
লোকেশন

নীল আকাশ, সাদামেঘ আর সবুজ গাছপালা আর সাথে আমার একটু কৃত্তিম ফ্লেভার যোগের চেষ্টা। এই ফটো ধারনের পর অসাধারণ সুন্দর লেগেছে।
IMG_20220714_153720_022-01.jpeg
ফটোগ্রাফি ডিভাইসঃ infinix note 10
লোকেশন

নাম না জানা উদ্ভিদ বুঝছিনা এটাকে পাতা বলবো নাকি ফুল।
IMG_20211115_164033_225-01.jpeg
ফটোগ্রাফি ডিভাইসঃ infinix note 10
লোকেশন

ঘুরাঘুরির মাঝে আমার নিজের একটি স্থিরচিত্র।
Snapchat-2088251180.jpg
ফটোগ্রাফি ডিভাইসঃ infinix note 10
লোকেশন

ফুলের নাম আমি মনে হয় খুব কম জানি। এমনি অনুভব করছি আজকে। এতএত ফুলের মাঝে শুধু মাত্র কয়েকটির নাম জানি মাত্র। এইযে এতসুন্দর ফুলের নাম ও আমার অজানা। এখন বেশ আফসোস লাগছে।

ফটোগ্রাফি ডিভাইসঃ infinix note 10
লোকেশন

আজকে পার্কে ঘুরতে গিয়ে এই ছিল আমার ফটোগ্রাফি। আশাকরি এগুলো আপনাদের ভাল লেগেছে। ভাল থাকবেন সবাই। আল্লাহ্‌ হাফেয।

  • ধন্যবাদান্তেঃ @finoyon

  • ফটোগ্রাফি ডিভাইসঃ infinix note 10

  • ক্যামেরাঃ ৪৮ mp

  • লোকেশন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি গুলো সত্যি মনোমুগ্ধকর হয়েছে ।বিশেষ করে মেঘের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম ।।আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

নিজ গ্রামে পার্কে ঘুরাঘুরি করার পাশাপাশি ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন সত্যিই ফুলের ফটো দেখে মুগ্ধ হয়েছি‌।

দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলা বিশেষ করে রক্তিম লাল আকাশ এবং নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের বেলা সাথে সবুজ পাতা

পার্কে ঘোরাঘুরির পাশাপাশি দারুন ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে ।

আপনি ঘুরতে গিয়েছেন এবং সাথে ফটোগ্রাফি করেছেন সত্যিই অসাধারণ হয়েছে। আসলে এরকম ইউনিক পোস্ট দেখতেও ভালো লাগে। আপনার পোস্টটি সম্পন্ন পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

নিজ গ্রামের পার্কে ঘোরাঘুরি করার সময় আপনি অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি আকর্ষণীয় ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার নিজের গ্রামে যে একটি পার্ক রয়েছে এটা গ্রামের জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। কারণ নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামে পার্কে যেতে হয় না বরঞ্চ অন্যান্য গ্রামের মানুষই আপনার গ্রামে এসে পার্কের সৌন্দর্য এনজয় করে থাকে। আর আপনি তার মধ্য থেকে দারুণ কয়েকটি ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এলবার্ট মিয়া 150 একরের উপরে খুব সুন্দর একটি পার্ক তৈরি করেছেন যা আপনাদের বাড়ির পাশেই ইচ্ছে করলে যে কোন সময় চলে যাওয়া যায়। ভালই লাগলো পার্কটা এ ধরনের পার্ক গুলো আসলে অনেক ভালো লাগে বিভিন্ন ধরনের ফুল গাছের সমাহার দেখতে খুব ভালো লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি আপনি খুব সুন্দর তুলেছেন।

আপনি পার্কে ঘোরাঘুরি করেছেন এবং খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

চমৎকার ফটোগ্রাফি করেছেন তার কোনটা থেকে কোনটার প্রশংসা করব সেটা যেন বুঝতে পারছি না। ছবি তোলা দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার।

প্রথম পুকুরটির আয়তন প্রায় ৪০ বিঘা জমির উপরে। আর দ্বিতীয় পুকুরটির আয়তন প্রায় ৩৫বিঘা

নিজ গ্রামের পার্কে ঘোরাঘুরি করে চমৎকার কিছু ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ছোটবেলায় আমি দেখেছিলাম এই সবগুলো পুকুর একত্রিতভাবে একটি পুকুর ছিল। আর এই একটি পুকুরের আয়তন ছিল ১০০ বিঘার উপরে।

আপনার ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ লাগলো আমার কাছে। নাম না জানা পাতা নাকি ফুল ফটোগ্রাফিটি খুব অসাধারণ লাগলো।শুরু থেকে শেষ পর্যন্ত খুবই অসাধারণ লাগলো। আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা ।

আপনার অতি মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ আপু

সত্যি বলতে আপনার ছবিগুলো দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপনি যে ছবিগুলো ক্যাপচার করেছেন সব গুলো ছবি ছিলো মনোমুগ্ধকর। আমার অনেক ভালো লাগে এমন দৃশ্যগুলো।

পার্কে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনার ফুলের ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর ছিল। পার্কে কাটানো সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।