শারদীয় দূর্গা পূজায় ভ্রমণ।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

হ্যালো গাইস সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহতালার অশেষ মেহেরবানীতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব। সে বিষয়টা হচ্ছে সনাতন ধর্মীয় দের একটি বড় উৎসব দুর্গাপূজা তো চলুন শুরু করা যাক ।

শারদীয়া দুর্গার শুভেচ্ছা।

আজকে ৪ অক্টোবর। বাসা থেকে বের হয়ে এলাকার দিকে বাইক নিয়ে চলে গেলাম দুর্গাপূজা দেখতে। আমাদের পাশের গ্রাম ষোলোটাকা প্রতিবছর দুর্গাপূজা হয়। আমি ভাবলাম যে দুর্গাপূজা একটু ঘুরে আসি।বন্ধুদেরকে ফোন দিলাম। বন্ধুরা আসার পরে বন্ধুদের সাথে দুর্গাপূজা দেখতে চলে গেলাম।

পূজামণ্ডপে ঢুকতেই মন্দিরের ভিতরে সনাতন ধর্মীয়রা

দুর্গা মায়ের সামনে ঢাকের তালে তালে নৃত্য পরিবেশন করছে তো প্রায় দেড় ঘন্টা এখানে দাড়িয়ে দাড়িয়ে নিত্য দেখলাম।

পূজা মণ্ডপ থেকে বেরিয়ে মেলায় একটু ঘোরাঘুরি করলাম।

তারপরে চলে গেলাম মানিকদি। ষোলোটাকা থেকে প্রায় 20 কিলো পথ মানিকদি বন্ধুদের সাথে বাইকে বসে গান করতে করতে চলে গেলাম মানিকদি। মানিকদি ঢুকতেই একটি গেট। গেটের ভিতরে ঢুকতেই রাস্তার পাশেই পূজার মন্ডপ।

IMG_20221001_172241_981.jpg
এই পিকটি অষ্টমী দিন বিকেলে তোলা

লোকেশন

ডিভাইস নেমক্যামেরা
infinix Note 1048

IMG_20221001_172305_485.jpg
গেট দিয়ে ঢুকতে রাস্তার পাশে পূজার মন্ডপ দেখতে অনেক ভাল লাগছিল। এই পিকটি অষ্টমী দিন বিকেলে তোলা।
লোকেশন

ডিভাইস নেমক্যামেরা
infinix Note 1048

IMG_20221001_172311_694.jpg
মন্ডপের ভিতরে লোকজন বসে আছে। তারপাশেই ডিজে গান বাজাচ্ছে । এই পিকটি অষ্টমী দিন বিকেলে তোলা।

লোকেশন

ডিভাইস নেমক্যামেরা
infinix Note 1048

IMG_20221001_172446_375.jpg
প্রতিমা গুলো অনেক সুন্দর হয়েছে। প্রতিমা গুলো দেখে মন ছুয়ে গেল প্রায় আধা ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিমা দেখলাম। এই পিকটি অষ্টমী দিন বিকেলে তোলা
লোকেশন

ডিভাইস নেমক্যামেরা
infinix Note 1048

Snapchat-2057384599.jpg
এই পিকটি সপ্তমী দিন রাত্রে তোলা আমি আর আমার বন্ধু জাকির।
লোকেশন

ডিভাইস নেমক্যামেরা
infinix Note 1048

IMG_20221001_172332_810.jpg
এই পিকটি সপ্তমী দিন রাত্রে তোলা।

লোকেশন

ডিভাইস নেমক্যামেরা
infinix Note 1048

-1394841709.jpg
এই পিকটা অষ্টমী দিন।

লোকেশন

ডিভাইস নেমক্যামেরা
infinix Note 1048

আশা করি সকল সনাতন ধর্মীয় দের দুর্গাপূজা অনেক ভালো কেটেছে। আমিও অনেক এনজয় করছি দুর্গাপূজায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের মত আমার লেখা এখানে শেষ করলাম।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার মার্ক ডাউন ব্যবহার এ অনেক সমস্যা রয়েছে।আপনাকে পোস্ট করতে দেখে ভালো লাগলো।অন্যদের পোস্ট পড়ুন ভালোভাবে এরপর বুঝতে পারবেন সব।

অনেক ধন্যবাদ আপু আমার ভুল গুলো আমাকে ধরিয়ে দেওয়ার জন্য।