মেরী ক্রিসমাস অঙ্কন || ডিজিটাল আর্ট-(৫) || ১০% বেনিফিট @shy-fox ও ৫% @abb-school এর জন্য ||

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি @firozgazi বাংলাদেশের নাগরিক
০২,আগস্ট ,২০২২
মঙ্গলবার

সবাই কেমন আছেন আশা করছি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন । সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক ভাল আছি।

আজ আমি আবারও একটি ডিজিটাল নিয়ে হাজির হলাম । আজ আমি মেরী ক্রিসমাস অংকন করলাম । জানিনা কেমন হয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি এটি ভালো করার । আশা করি আপনাদের ভালো লাগবে । কোন ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ‌।

JnhEU9gVzZMdMsoD3qB3xs86BHCNXzS9oqxxBCUW45a1N3YZ5TRnotxErPGQ3nvQU4feEP4ZuvWoSmHi7giJZDxE34rS4cfTWmvHc4qNgTshZ838LXxZ9ArJB6QjTm49tK592SYGXA1v3KQjRbry4ir3dNwgcheNGtAPsEKX2BWrJBFTRTcFgF2nk8YZMiBYXYxX4gbJoJi.gif

. কম্পিউটার
. Ms paint software

ধাপ-১

Screenshot_1.png

আমি ড্রইং করার জন্য এমএস পেইন্ট সফটওয়্যারটি রান করলাম এবং একটি পেজ তৈরী করলাম এবং সেই পেজের সাইজ দিয়েছিলাম ৯০০ * ৫৫০পিক্সেল।

ধাপ-২

Screenshot_2.png

প্রথমে এটি তিনটি অংশে বিভক্ত করে নিলাম । বিভক্ত করে নেওয়ার পর তিনটি অংশে ভিন্ন ভিন্ন তিনটি রং দিলাম ।

ধাপ-৩

Screenshot_3.png

এবার এই তিনটি রং একসাথে মিক্স করার জন্য আমি এর হরিজনটাল ভ্যালু ১ দিয়ে ওকে ক্লিক করলাম ।

Screenshot_4.png

ওকে ক্লিক করার সম্পূর্ণ পেস্টে সাদা হয়ে গেল । তারপর আমি আবার হরিজনটাল ভ্যালু প্রথমে যা নিয়েছিলাম অর্থাৎ ৯০০ দিয়ে ওকে তে ক্লিক করলাম ।

Screenshot_5.png

ওকে তে ক্লিক করার পর এই তিনটি রং একসাথে মিক্সড হয়ে ঠিক এমন হয়ে গেল ।

ধাপ-৪

Screenshot_6.png

এই ধাপে আমি সম্পূর্ণ পেজটি থেকে নিচের কিছু অংশ কেটে নিলাম ।

ধাপ-৫

Screenshot_7.png

এরপর আমি নিচে যে অংশটুকু কেটে নিয়েছিলাম সেই অংশটুকুতে রং করলাম ।

ধাপ-৬

Screenshot_39.png

এরপর আমি নীল আকাশে একটি চাঁদ অংকন করলাম । এবং কিছু গাছ অঙ্কন করলাম ।

ধাপ-৭

Screenshot_40.png

এবার আমি একটি মেরী ক্রিসমাস অঙ্কন করলাম ।

ধাপ-৮

Screenshot_41.png

এবার ড্রইংটি সৌন্দর্য করার জন্য নীল আকাশে কিছু তারা যুক্ত করল । তারপর শেষে আমার নাম যুক্ত করে ড্রইংটি সম্পূর্ণ করলাম ।

JnhEU9gVzZMdMsoD3qB3xs86BHCNXzS9oqxxBCUW45a1N5WRd72PERhuagTbwkhM1rVaew9yWZoaFWLoMshyMbva51WHbob2xUSHJ3Jei3YZPZt3raCRaXJMzqCt9S8GYugmEmSBfBnogpGwQsEh9hYnrFF16mVXB9V5Xtiedxz2wJDSxcMvXnE6ULkQ3vQkBmedWn8XN3L.gif

jpp.png

এই ছিল আমার আজকের ডিজিটাল আর্ট । কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুবই চমৎকারভাবে মেরি ক্রিসমাস এর চিত্র অংকন করার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আসলে এই ধরনের চিত্রগুলো যদি ডিজিটাল আর্ট এর মাধ্যমে করা যায় তাহলে সেগুলো দেখতে যতটা সুন্দর লাগে তৈরি করা হয় ততটাই নিখুঁতভাবে। আপনারও কোন চিত্রটি দেখে আমার খুবই ভালো লাগলো।

আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে মেরি ক্রিসমাস এর চিত্র অংকন তৈরি করে শেয়ার করেছেন। আসলে এই ধরনের ডিজিটাল আর্ট তৈরি দেখতে খুবই ভালো লাগে। আপনার ডিজিটাল আর্ট আমার মনোমুগ্ধকর হয়েছে। এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ডিজিটাল অংকন এর মাধ্যমে আপনি খুবই চমৎকার একটি ক্রিসমাস অংকন করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। ভবিষ্যতেও আপনার কাছ থেকে এরকম সুন্দর অংকন আশা করব শুভকামনা রইল।

ভাইয়া আপনি ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুব সুন্দর একটি ক্রিসমাস এর আর্ট করেছেন। খুব সুন্দর হয়েছে আপনার আর্ট টি।প্রতিটি ধাপ খুব সুন্দর ছিল।আপনাকে ধন্যবাদ।