বন্ধুর সাথে সোনাডাঙ্গা লেকে কাটানো কিছু মুহূর্ত || ১০% বেনিফিট @shy-fox ও ৫% @abb-school এর জন্য ||

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি @firozgazi বাংলাদেশের নাগরিক
১৭ ,আগস্ট ,২০২২
বুধবার

সবাই কেমন আছেন আশা করছি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন । সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক ভাল আছি।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমার পোস্টটি শুরু করতে যাচ্ছি । প্রতি শুক্রবারে আমি আমার বন্ধু মুমিন কোথাও না কোথাও ঘুরতে যাই ‌ । তো এই শুক্রবারেও আমরা এক জায়গায় ঘুরতে যাই । এই ভ্রমণটি নিয়ে আজ আমি আপনাদের সাথে আমার অনুভূতি শেয়ার করব ।

IMG20220812172250.jpg

IMG20220812172829.jpg

এই শুক্রবারে আমরা ভাবলাম যে সোনাডাঙ্গার দিকে ঘুরতে যাব । এর মধ্যে আমার বন্ধু সোনাডাঙ্গা লেকের কথা বলে । এই লেকে আমাদের আগে কখনো যাওয়া হয় নাই । আমার বন্ধুর এক কাকাতো ভাই ওইখানে থাকে । ওর ওই কাকাতো ভাই থেকেই আমাদের এই লেকে নিয়ে যায় । এই লেকটি সোনাডাঙ্গার আবাসিক এলাকার মধ্যে অবস্থিত ।

IMG20220812173425.jpg

এর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল । আমরা যেমনটা ভেবেছিলাম তার থেকেও অনেক ভালো ছিল । বিকেল টাইম হলেই এখানকার স্থানীয় লোকজন এর ভিতর এসে সময় কাটায় ।

IMG20220812173803.jpg

এর ভিতর ছোট একটি খেলার মাঠ ছিল । সেখানে স্থানীয় ছেলেরা ফুটবল খেলছিল । আমরা কিছুক্ষণ তাদের খেলা দেখলাম । তারপর আমরা আবার এর ভিতরে হাঁটা শুরু করলাম ।

298591590_1488877504907184_2379628395730891362_n.jpg

এরপর আমরা এখানে কিছু সময় কাটানোর পর এখানে থাকতে আর ভালো লাগছিলো না । তাই আমরা অন্য কোথাও যাবার কথা ভাবলাম । তাই আমরা এখান থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম ।

IMG20220812175707.jpg

IMG20220812175703.jpg

আমরা কিছুক্ষণ হাঁটার পর এক জায়গায় দেখলাম বড় আকারে একটি ফুটবল ম্যাচ হচ্ছে । ম্যাচটি ছিল আর্জেন্টিনা বনাম ব্রাজিল । অর্থাৎ যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা এক টিম আর যারা ব্রাজিলের সাপোর্টার তারা এক টিম । খেলাটা অনেক জমজমাট ছিল । খেলাটির দেখতে অনেক ভালো লাগছিল তাই আমরা কিছুক্ষণ দেখা পর চলে আছি ।

এরপর আমরা কিছু খাবার উদ্দেশ্যে বাজারে ভিতরে চলে গেলাম । আজ আমরা ভাবলাম আমরা ভাজা না খেয়ে ঠান্ডা জাতীয় কিছু খাওয়ার কথা ।

IMG20220812181939.jpg

তারপর আমার বন্ধুর কাকাতো ভাই আমাদের একটি শরবতের দোকানে নিয়ে যায় । এর শরবতটি ছিল অন্যান্য শরবতের থেকে পুরাটাই আলাদা । এই শরবতের ভিতরে ৭-৮ রকমের ফল দেওয়া হয় । এই শরবতটি খেতে খুবই সুস্বাদু । এটির সর্বশেষ পার্ট থেকে খেজুর এর , সেটি খেতে খুবই সুস্বাদু ।

IMG20220812183307.jpg

এরপর আমরা নিউমার্কেটের ভিতরে আসলাম । এর ভিতরে এসে এখানকার পছন্দের একটি আইসক্রিম আমরা খাই এবং এর ভেতরে কিছু সময় কাটায় ।

দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় । তাই আমরা বাসায় ফিরার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ভাবে । কারণ সেখান থেকে বাসে আসতে ৩০ মিনিটের মত লাগবে । তাই আমরা আজ সেখানে না থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয় ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdf1DqCg1JFmEM5rEUGj71XE1G1s2zdaLrPmqMiGfAQnnyJs6RnCcTBgQMtvnidXKm8wAaRHQHRe7SxwsFhc934yXi52HAPAtv9G1QJPM9qMGWq4dNJy95PMJvrFKjgJPLXTJssozBAEbZT1JoE57gH8t2Ehe7Ki.png

প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ৷

ছবির বিস্তারিত

প্রশ্নউত্তর
ডিভাইসঅপো এ-১২
লোকেশনখুলনা , সোনাডাঙ্গা
ফটোগ্রাফার@firozgazi
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল ম‍্যাচ তাহলে উওেজনা তো থাকবেই ম‍্যাচ টা ঘিরে। সোনাডাঙ্গা লেকটাও তো দেখছি বেশ সুন্দর। অনেক সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

হাঁ ভাইয়া ফুটবল খেলায় সব সময় উত্তেজনা থাকে। আর যদি এটা হয় প্রিয় দুটো দলের মধ্যে হয় । ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া আপনি দেখছি সোনাডাঙ্গা লেকে বন্ধুদের সাথে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। এমন জায়গাতে ঘুরতে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। আপনারা ভাজা না খেয়ে ঠান্ডা খেয়েছেন এমন আবহাওয়ায় ঠান্ডা খাওয়া ভালো ধন্যবাদ ।

হাঁ আপু বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াটা সত্যিই অনেক আনন্দের হয়ে থাকে । আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।

বন্ধুর সাথে সোনাডাঙ্গা লেকে কাটানো কিছু মুহূর্ত আপনি অনেক সুন্দর ভাবে আপনার মোবাইলে ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমনিতে বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে। দেখলাম আপনিও অনেক আনন্দ উপভোগ করেছিলেন বন্ধুদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ভাইয়া সত্যিই বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ‌।

বন্ধুর সাথে সোনাডাঙ্গা লেকে কাটানো কিছু মুহূর্ত। আপনার আনন্দময় সময় গুলো আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।আমার খুব ভালো লাগলো। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে আপনি নিউমার্কেটে গিয়ে ওখানকার পছন্দের আইসক্রিম খেয়েছেন এই দৃশ্যটা দেখে।দোয়া কামনা রইল ভাই আপনার দিনগুলো যেন এমন আনন্দের সাথে কাটে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টটি দেখার জন্য এবং এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য ‌।

বন্ধুদের সাথে ঘুরাঘুরির সময়টা সব সময় স্পেশাল হয়ে থাকে।। আপনার ঘোরাঘুরি মাধ্যমে কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে আইসক্রিম খাওয়ার দৃশ্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে।

হাঁ ভাইয়া বন্ধুদের সাথে ঘোরাঘুরি সময়টা সব সময় স্পেশাল হয় । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

সোনাডাঙ্গা লেকে বন্ধুদের সাথে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে। সত্যিই সোনাডাঙ্গা লেকটা খুবই সুন্দর। আপনার সুন্দর সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

হাঁ আপু লেকে কাটানো সময় সত্যিই অনেক আনন্দের ছিল । আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।

পোস্ট দেখেই বোঝা যাচ্ছে বন্ধুর সঙ্গে লেকের পারে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন ব্যক্তিগতভাবে বন্ধুর সঙ্গে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনার এই সুন্দর মুহূর্ত দেখে বন্ধুদেরকে খুবই মিস করছি।

হাঁ ভাইয়া বন্ধুদের সাথে কাটানো সময়টা সত্যিই অনেক আনন্দের ছিল । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

সোনাডাঙ্গা লেকের কথা আমি অনেক আগে শুনেছি কিন্তু কখন সৌভাগ্য হয়নি সেখানে যাওয়ার। তবে ভালো লাগলো আপনার এত সুন্দর বর্ণনামূলক কথাগুলো আর তার দৃশ্যগুলো দেখে। আশা করি এভাবে আপনি আরো অনেক কিছু ফটোগ্রাফি এবং তার বর্ণনা আমাদের মাঝে তুলে ধরবেন।

ভাইয়া আমি সবোর্চ্চ চেষ্টা করব ভবিষ্যতে এর থেকে ভালো পোস্ট করার জন্য । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য ।

একটা সময় আমিও এই জায়গাগুলো দিয়ে খুব ঘুরতাম এবং আড্ডা দিতাম। আজ অনেকদিন পর আপনার ছবিগুলো দেখে পুরনো কথা মনে পড়ে গেল। বেশ ভালো সময় কাটিয়েছেন সবাই মিলে। অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ‌।

বন্ধুদের সাথে ঘুরতে সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি আপনার বন্ধুর সাথে সোনাডাঙ্গা লেকে ভালো সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে। বন্ধুরা সাথে থাকলে এমনিতেই সময় ভালো যায়। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুবই সুন্দর ছিল অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার বাংলা ব্লগ ট্যাগ ইউজ করবেন পোস্টে।লোকেশন দেওয়ার নিয়ম এটি নয়,লোকেশন দেওয়ার নিয়মটি আরিফ ভাই এর পিন করা টিউটোরিয়াল পোস্টে পাবেন।

ঠিক আছে আপু আমি পরের বার থেকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব । আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোষ্টটি দেখার জন্য ।