আমার কবিতা গুলো একটু কষ্টে লাগলে । যেটা বাস্তব সেই কথা সব সময় বলার চেষ্টা করছি।
মা, তুমি মমতার এক অপরূপ সাগর,
যার গভীরে ডুবে যায় আমার সকল দুঃখ।
তোমার হাসি যেন মেঘের ফাটলে সুর্য,
তোমার প্রেমে ভরা, শান্তি আর আশার সব গল্প।
বাচ্চা তুমি যখন আমায় ডেকে বলো,
অন্য কেউ বুঝুক বা না বুঝুক, তুমি সবই বোলো।
তোমার চোখের মিষ্টি জল আমার অমূল্য ধন,
যার সোহাগে ভুলে যাই পৃথিবীর সকল কষ্টের সন।
সারা দিনের ক্লান্তি, রাতের নিস্তব্ধতা,
তোমার কোমল হাতের ছোঁয়া ভুলিয়ে দেয় সব দুঃখ-কষ্ট।
মা, তোমার মমতা দিয়ে গড়েছি জীবন যাত্রা,
তোমার স্নেহে বাঁধা, এক পৃথিবীর চেয়ে দামি সাফলা।
আজন্ম তোমার দোয়া আর আশীর্বাদে ভরিয়ে তুলেছি হৃদয়,
তুমি আমার প্রথম সহায়, আমার জীবনের হিরে।
মা, তোমার জন্য আমার ভালোবাসা অন্তহীন,
চিরকাল তুমি থাকো আমার বুকের অমলিন।