আসসালামুয়ালাইকুম এবং আদাব আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন
প্রিয় বন্ধুরা আপনারা হয়ত যানেন না যে আমার আব্বুর একটা কাপেড়ের দুকান আছে আমি দুকানে বসেই সময় কাটিয়ে দেই বের হবার কোন সময় পাইনা
তবে গত কয়েক দিন আগে আমি আমার আব্বুর কাছ থেকে গুরানোর কথা বলে কয়েক ঘন্টার জন্য সময় নেই আব্বু বললেন আচ্ছা ঠিক আছে যাও
পরে আমার বন্ধু নাঈম কে ফোন দিয়ে বললাম যে চল আছকে গুরানিত বের হই। সে বলল চল সমস্যা নেই পরে আমরা সিদ্ধান্ত নেই যে নতুন একটি পার্ক হয়েছে নাম কাইল লেস টিয়া
পরে আমি আমার বন্ধু নাঈম কে নিয়ে রওয়ানা দিলাম একটা বাই ছাইকেল নিয়ে
আমারা বিশ মিনিট ছাইকেল চালানোর পর আমরা চলে এসেছি কাইল লেস টিয়া পার্কে
প্রথমে এসে দেকি পার্ক এর মেনাজার কোথায় চলে গেছেন তার কর্মচারী ও একটু পর মেনেজার আসছেন পরে তাকে জিজ্ঞেস করে পার্ক এ প্রবেশ করলাম
পার্কএ ডুকার পর প্রথমেই চোখে পড়ল রাটা ফোল গাছ সাজিয়ে রাখা হয়েছে সোন্দর তবে এর মদ্যে দুইটা গাছ হচ্ছে প্লাস্টিকের সাজানো আর অনেক গুলো গাছ অরজিনিয়াল।
এই ফোল গাছটির নাম Bougainvillea glabra
এই গাছের ফোলের রং জাম কালার রং এই ফোল গাছটির কোন গ্রান আমি দেখতে পেলাম না তবে এই গাছ টি পার্ক এর সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক সহায়তা করেছে
এই গাছ টি ও দেখতে অনেক সুন্দর এই গাছের নাম হচ্ছে Norfolk island pine
এই রকম ছোট গাছ অনেক সময় বাসার মধ্যে ও রাখা হয় কারন এই গাছ টি দেখতে অনেক সুন্দর।
দুঃখের বিষয় আমি এই গাছের নাম জানি না তবে গাছটি একটি সুন্দর কাছের তৈরি একটি জিনিসের মধ্যে রাখা ছিল দ্বিতীয় কথা গাছটি ও প্লাস্টিকের তবে প্লাস্টিকের কোন বিষয় না যেটা বিষয় হল এই গাছটি পার্ক এ রাখার কারনে অনেক সুন্দর লাগছে আমার কাছে
এই ফোল গাছ টি হচ্ছে সোর্যমূখি ফোল এটি ও প্লাস্টিকের ফোল তবে আমার কাছে অনেক ভালো লাগছে
এই জিনিস টা কে গুোল করে সব দিকে ফোল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এবং মাঝ খানে একটি টেবিল রাখা হয়েছে এটির মধ্যে রাত্রে লাইটিং করা হয় তাই রাত্রে ছবি তুললে অনেক সুন্দর হয়।
ভাই কি বলব এই খানে যায়গা টা পুরা ভাইরাল কারণ হচ্ছে এই খানে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যেটা বলার মতনা এবং আমি ও এই খানে ছবি তুললাম
ভাই সিংহ টা আসলে সেরা লাগে এত সুন্দর করে সাজানো হয়েছে সিংহ টাকে দেখতে পারাই আগুন লাগে
এখানে একটি হরিণ ও রাখা হয়েছে এটা অনেক সুন্দর একটা সিংহ আর একটা হরিণ রাখার কারণে পার্কের সৌন্দর্য আরো বারিয়ে দিয়েছে
সূর্যমুখি ফুল অনেক গুলো আছে এখানে সূর্যমুখি বেশ ফলছে রুদ্রের মধ্যে ছবি তুললে অনেক সুন্দর লাগে
বিমান টাকে এমন ভাবে সাজানো হয়েছে যেটা দেখতে পুরো বাস্তবের মত লাগে
আমার মনটা ভরে গেল এত সুন্দর একটা পার্ক এ ভ্রমণ করার জন্য
আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য ও সব সময় দোয়া রইল
ভাইয়া পোস্টটি আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে আপনাকে প্রথমে ভেরিফাই হতে হবে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি ভেরিফাই করার জন্য একটি পোস্ট করছি তবে কোন কাজ হচ্ছে না পরে কি করব জানালে উপক্রিত হতাম ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit