আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ।
আজ, আমি আমার আইডি ভেরিফিকেশনের জন্য আমার প্রিয় আমার বাংলা ব্লগের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছি।
আমি আশা করি প্রিয় আমার বাংলা ব্লগ আমার আবেদন গ্রহণ করবেন।
আমি তোমাকে ভালোবাসি আমার বাংলা ব্লগ ।
আমি মোঃ নাজমুল।বরিশাল বিভাগের বরগুনা জেলার এক পিছিয়ে পড়া জনপদ রক্ষাচন্ডি গ্রামেই আমার জন্ম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা,২০০১ সালের এক সোমবার দিনের সকাল থেকেই আমার জীবনের পথচলা শুরু। গ্রামের অন্য দশটা ছেলের মতই আমার জীবনের পথচলা আরম্ভ হয়। তারপরও আমার বন্ধু সংখ্যা ছিল খুব সীমিত! মাত্র একজন! আমার সম বয়সী ছেলেরা সারাদিন টো টো করে ঘুরে বেড়াত। তাদের কাছে স্কুলের নিয়ম-শাসন পছন্দনীয় ছিল না। স্কুল প্রাঙ্গণে মুষ্টিমেয় শিক্ষার্থীরা যখন জাতীয় সংগীতে টান দিত, তারা দলবেঁধে শুনতে আসত! অতঃপর তারা গ্রামীণ খেলা-ধুলোয় হারিয়ে যেত। ইচ্ছে হত এদের সাথে মিলে যাই কিন্তু বারণ ছিল। আমাদের এলাকার নয়, এমন একজন নিরীহ ছাত্র, বহুদূর থেকে হেটে আমাদের বাড়ীর সামনের স্কুলে পড়তে আসত। ঘর থেকে আদেশ দেওয়া হয়েছিল, সেই হবে আমার বন্ধু এবং শুধু তার সাথেই বন্ধুত্ব করা যাবে! খেলা-ধুলোর প্রতি চরম অনাগ্রহী এই সহপাঠী স্কুল ছুটির পরই সে তার গন্তব্যে রওয়ানা হত!সীমিত বন্ধু-বান্ধবের কারণে আমার শিশুকাল কেটেছে নিজের সাথে নিজে কথা বলে, আর গাছ পালাকে শাসন করে! স্কুলের পড়া কবিতা, গল্প, ছড়া তাদের শিখাতাম।উচ্চস্বরে মাইকে শোনা গান গেয়ে মুরুব্বীদের ত্যক্ত করতাম আবার অঙ্গভঙ্গি করে কবিতা আবৃত্তি করে কখনও হাসির পাত্র হতাম! মাজে মাজে বাবার হাতে মার খেতাম অনেক কান্না করতাম ,আম্মা এসে তখন অনেক আদর করত। আমার বাব মা আমাকে অনেক ভালবাসত।আমার একটা বোন আছে অর নাম মারিইয়া,অর বয়স ৭ বছর খুব দুস্ট সারাদি আমার সাথেঝগরা লাকত।
আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা একজন গৃহিণী।বাবা ব্যাবসার কাজে সবসময় বাহিরে থাকত।বাসায় ফেরার আগে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসত।বাবা বাড়িতে আসলেই আমি বাবার মোবাইলটা নিয়ে বসে যেতাম ইউটিউবে অনেক কিছু ঘাটা ঘাটি করতাম। মা বাসায় আমাদের জন্য ভাল ভাল খাবার রান্না করে খাওয়াত।
আমি মনসতলি লাকুরতলা এ বি আর মাধ্যামিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করি, পরে আমার গ্রামের বাড়ি বরগুনায় হওয়ায় আমি বরগুনার সরকারি কলেজে পড়াশুনা করি। সেখান থেকে এস এসসি পাশ করে ঢাকার উদ্দ্যশ্যে পারি দিলাম উচ্চ শিক্ষার জন্য।ঢাকায় একটা প্রাইভেট ভার্সিটিতে কম্পিউটার সাইন্সে ভর্তি হই। পাসাপাসি আমি কন্টেন্ট লিখতাম,কন্টেন্ট লিখতে আমার অনেক ভাল লাকত।বাংলায় কন্টেন্ট লিকতে আমি আস্তে আস্তে পারাদর্শি হয়ে উঠি। আমার বয়স এখন ২৭ বছর। কিছুদিন আগে আমি বিয়ে করি আমার এখনো কোন ছেলে মেয়ে নাই।
যে ভাবে আমার বাংলা ব্লগে আমার আগমন ।
আমার অনলাইন জগতে আসর কারণ, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আমার প্রতি অনেক আগ্রহ ছিল।সেই কারনে দিনের বেশির ভাগ সময় আমি অনলাইনে থাকতাম,ইউটিউবে ভিডিও দেখতাম ।হটাত একদিন আমি ইউটিউবে আমার বাংলা ব্লগ সম্পর্কে যানতে পারি।তার পর আমি ইউটিউব থেকে আমার বাংলা ব্লগের আরো অনেকগুলি ভিডিও দেখি এবং সেখান থেকে আমার বাংলা ব্লগ সম্পর্কে বিস্তারিত যানতে পারি।আর সেখান থেকেই আমি আমার বাংলা ব্লগের বিভিন্ন নিযম কানুন জানতে পারি।
আমি সুস্থ মস্তিষ্কের সঙ্গে আমার বাংলা ব্লগের সব শর্ত মেনে চলব।
এটা আমার আশা
আমি বিশেষভাবে আমার বাংলা ব্লগকে অনুমোদন করার জন্য অনুরোধ করছি।আমি তোমাকে ভালোবাসি প্রিয় আমার বাংলা ব্লগ।
আই লাভ ইউ আমার বাংলা ব্লগ
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ প্রিয় আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পরিচিতি মুলক পোস্ট খুবই ভালো হয়েছে। তবে, আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার এর রেফারেন্স ছাড়া আমরা অন্য কোনো মেম্বারদের গ্রহণ করছি না। আশাকরি বুঝতে পেরেছেন।
আমারদের আরও দুইটি কমিউনিটি আছে, আপনি চাইলে সেখানে পোস্ট করতে পারেন।
link ঃBeauty of Creativity or Tron Fan Club,
https://steemit.com/trending/hive-144064
https://steemit.com/trending/hive-183397
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This is a one-time notice from SCHOOL OF MINNOWS, a free value added service on steem.
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://plu.sh/somland/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit