"আমার বাংলা ব্লগ"
কমিউনিটির সকল মেম্বারদের জানাই নমস্কার,অন্যান্য ধর্মাবলি ভাই-বোনদের জানাই আদাব এবং আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। ডিপ্লোমা যেহেতু শেষ প্রায় তাই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলছে তাই একটু সময় মেনটেন করা খুব কষ্ট হয়েছে কিন্তু এই প্লাটফর্মের ভালোবাসাটা কাছে এনে দেয় আজ আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলছি কুড়িগ্রামে ফেলে বন্ধুদের সময় কাটানোর মুহূর্ত।
কুড়িগ্রাম থেকে আসার 4 5 দিন হল। কেন জানি সবাইকে খুব মনে পড়তেছে। যখন সবার সঙ্গে মিশতাম একটা করে সেলফি তুলে রাখতাম একটা স্মৃতি রাখার জন্য হয়তো সেলফিগুলো অগোছালো কিন্তু বন্ধুদের মাঝে ওই মুহূর্তগুলো খুব মনে পড়ছে।
উপরের ছবিগুলো দেখতে পাচ্ছেন উপরের ছবিগুলো যখন রথ হয়েছিল তখন বন্ধুরা মিলে রথের দড়ি টানতে গিয়েছিলাম। সেখানে খুব একটা সুন্দর মুহূর্তকে কাটিয়েছিলাম।
কুড়িগ্রামে ধরলা নদী কে না চেনে যখন বাসা যাইতাম তখন বন্ধুদের ধরন নদীতে স্নান করতে যাইতেন খুব সুন্দর এক মুহূর্ত সেখানে কাটিয়ে ছিলাম খুব মিস করতেছি এই দিনটা কারণ আজ গরম বেশি লাগছে বাসায় থাকলে স্নান করতে যাইতাম।
উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন ও আমার ছোটবেলার বন্ধু ওর নাম মোয়াজ কুড়িগ্রামের যখনই যাইতাম ওর সঙ্গে এতটা মজা করতাম দিনে শুরু থেকে রাত পর্যন্ত বেচারার সময় পেতো আমাকে নিয়ে সময় কাটে তো আমরা অনেক জায়গায় ঘুরতাম আমার বন্ধু মাছ হয়তো তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু সে আমার ভাইয়ের মতো।
একটি ছিল ইনস্টিটিউটের শেষ মুহূর্তের ছবি যখন আমরা সপ্তম সেমিস্টারের লাস্ট পরীক্ষা দিই তখনই সব বন্ধুরা মিলে সেলফি তে বন্দী হয়ে যাই। সেদিন অবশ্য অনেক মজা করেছিলাম তাই ছবিটা সেই মুহূর্তে তোলা হয়েছিল।
উপরের ছবিগুলো দেখতে পাচ্ছেন এটি দুর্গাপূজোয় আমার বন্ধুদের সঙ্গে তোলা এরা হচ্ছে আমার সব প্রাইমারি স্কুলের বন্ধু, দুর্গাপূজায় সবাই মিলে আমরা একসঙ্গে ঘুরেছিলাম তখনই সেলফিতে আবদ্ধ হই।
উপরের ছবিটিতে যে বন্ধুটিকে দেখতে পাচ্ছেন তার নাম মারুফ ওর সঙ্গে যখন পাসপোর্ট অফিসে গিয়েছিলাম তখন রংপুরের তাজাটা জমিদার বাড়িতে গিয়েছিলাম ঘুরতে সেখানে সেলফিটা আবদ্ধ হই খুব মিস করছি আজকে এই দিনগুলো কারণ ফাঁকা ফাঁকা লাগতেছে।
এই ছবিটি দেখতে পাচ্ছেন এর নাম হুমায়ুন আমরা একই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছি কুড়িগ্রাম থেকে যখন আমরা ঢাকার উদ্দেশ্যে আসি তখন একসঙ্গে এসেছিলাম আমার বন্ধুর বাসায় কুড়িগ্রাম বাসে করে আসার সময় সেলফিতে আবদ্ধ হই সারারাত কেটে ছিল জেগে জেগে সেদিন একটা অদ্ভুত ঘটনা হয়েছিল বন্ধু আমার ল্যাপটপটি হারিয়ে ফেলেছিল খুব কষ্ট আছে বেচারা কিন্তু মনে সান্ত্বনা তার দেওয়া ছাড়া কিছু নেই কারণ আমিও নিরুপায়।
Details
Camera | Realme C21 |
---|---|
Location | Kurigram |
Photographer | @gansh |
Editing Software | phone edit software |
এই ছিল আমার স্মৃতিতে অগোছালো বন্ধুদের সঙ্গে ফটোগ্রাফি আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি আবার রইল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা দেখা হবে আবার নতুন কোন পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন ভাই ডিপ্লোমা লাইফের বন্ধুদেরকে আসলে অনেক মিস করতে হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের industrial ট্রেনিং ই শেষ পর্ব তাই সবার সাথে ছবি তুলে রেখে দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সঙ্গে সুন্দর মুহূর্ত অতিবাহিত করার সময় আপনি কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে রেখেছেন। বিশেষ করে বন্ধুদের সঙ্গে গোসল করার মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লেগে থাকার কারণ আমিও মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে চাই। আপনার এই সুন্দর মুহূর্তটা দেখে খুবই ভালো লাগলো। আসলে বন্ধু এমন একটা জিনিস যা ছাড়া জীবন একদম অচল। সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit