"আমার বাংলা ব্লগ"
কমিউনিটির সকল মেম্বারদের জানাই নমস্কার,অন্যান্য ধর্মাবলি ভাই-বোনদের জানাই আদাব এবং আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। ডিপ্লোমা শেষ তাই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য অনেক ব্যস্ত তাই একটিভ থাকা পসিবল হয় নাকি। আজ আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলছি আমার লাইফের ফার্স্ট বাজার আমি একটি মল থেকে করেছিলাম।
ঢাকায় আসলাম অনেকদিন হলো যেহেতু আমরা ব্যাচেলর ফ্ল্যাটে থাকি তাই নিজেদের কাজ নিজেদের করতে হয়। আমরা বাজার করি ৪/৫ দিন পর পর আমাদের বাজার করতে হয়। আজ আমি লাইফে ফার্স্ট টাইম বাজার করতে ছিলাম। তাই এর অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলছি।
এই মলটি ঢাকার শ্যামলীর আদাবর থানার সাথেই অবস্থিত। এখান থেকে আমরা মোটামুটি সব বাজারগুলোই করি। এই মালটির নাম হচ্ছে আমেনা বিগ বাজার। এখানে প্রায় নিত্য প্রয়োজনীয় আমরা যেগুলো ব্যবহার করে থাকি তার সবগুলো প্রায় রয়েছে।
উপরের ছবিগুলো তো দেখতে পারবেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি সবগুলোই আছে। এটি ছিল একটি ছিল ফাস্ট ফ্লোর যেহেতু আমি রান্নার কিছু জিনিসপত্র কিনতে আসছিলাম তাই দ্বিতীয় ও তৃতীয় ফ্লোরে যাওয়া হয়নি।
আমি মলটিতে গিয়ে চাল মাছ আর কাজুবাদাম কিনেছিলাম। মোটামুটি চারিদিকের পরিবেশ খুব ভালো ছিল আমি গিয়েছিলাম সন্ধ্যার আগে চারিদিকে লাইট জালানো ছিল পরিবেশ টা আরো সুন্দর দেখা যাচ্ছিল।
চারিদিকে পরিবেশটা খুব ভালো লাগে আমার তাই মলিটির ভেতরে আমি সেলফিতে আবদ্ধ হই যেহেতু আমি একা গিয়েছিলাম তাই যা বাজার করেছিলাম ক্যাশ কাউন্টারে গিয়ে আর ছবি তোলা সম্ভব হয়নি
Camera | Realme C21 |
---|---|
Location | aadabor thana,Shaymoli, Dhaka |
Photographer | @gansh |
Editing Software | phone edit software |
আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আবারও রইল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা শুভকামনা আপনাদের সবারই জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে প্রথমবারের মতো বাজার করতে গিয়ে কিছু আলোকচিত্র এবং আপনার সুন্দর অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো।। আসলে এরকম মলগুলোতে বাজার করার মজাটাই অন্যরকম আমিও যমুনা ফিউচার পার্ক থেকে মাঝে মাঝেই এরকম কিছু বাজার করে থাকি।। তবে যাই বলেন আর তাই বলেন অরিজিনাল বাজারে গিয়ে বাজার করার মজাটা অন্যরকমই লাগে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit