লেভেল ৩ হতে আমার অর্জন।। আমার বাংলা ব্লগ।।

in hive-129948 •  2 years ago 

"আমার বাংলা ব্লগ"

কমিউনিটির সকল মেম্বারদের জানাই নমস্কার,অন্যান্য ধর্মাবলি ভাই-বোনদের জানাই আদাব এবং আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলছি,
২২ তম ব্যাচ লেভেল ৩ এর লিখিত পরীক্ষা।

IMG_20220912_193000.jpg

প্রশ্নঃ মার্কডাউন কি ?

উত্তরঃ আমাদের পোস্টগুলো দৃষ্টিনন্দন ও লেখাগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যে কোড গুলো ব্যবহার করে থাকি, তাকে মার্ক ডাউন বলে।

প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তরঃ নিজের লেখাগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখার জন্য মার্কডাউন কোডগুলো গুরুত্বপূর্ণ। যেমন লেখা বোল্ড অথবা ইতালিক করতে চাইলে, লেখা বড় সাইজ করা এবং ছোট সাইজ করতে চাইলে লেখা বামে ডামে করতে চাইলে, লেখার মাঝে ছবি যুক্ত করতে চাইলে, লেখার ডানে বামে করতে চাইলে মাক ডাইনের গুরুত্ব অপরিসীম।

প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তরঃ কোডের আগে চারটি স্পেস দিলে কোড দৃশ্যমান হয়ে যাবে।

প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তরঃ টেবিলের মার্কডাউন কোড

|user|post|steem power|
|---|---|---|
|user-1|10|500|
|user-2|20|9000|

টেবিলের মার্কডাউন কোডের ফলাফল

userpoststeem power
user-110500
user-2209000

প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তরঃ কনটেন্ট এর উপর ছবি যুক্ত করতে চাইলে অবশ্যই গুরুত্বপূর্ণ।
[সোর্স](এর ভিতর লিংক দিতে হবে)
LinkedIn

প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন

উত্তরঃ

# header 1
## header 2
### header 3
#### header 4
##### header 5
###### header 6

প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তরঃ

<div class="text-justify">text</div>

প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ

  • জ্ঞান
  • সৃজনশীলতা
  • অভিজ্ঞতা

প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তরঃ যদি আমি রেসিপি টপিকের উপর পোস্ট করি রেসিপি সম্বন্ধে আমার জ্ঞান থাকতে হবে। কারণ রেসিপি টপিকের উপর যদি আমার জ্ঞান না থাকে আমি কিভাবে রেসিপি টপিকটি লিখব। তাই রেসিপি টপিকটি নিয়ে আমাকে ভালোভাবে রিসার্চ করে জ্ঞান অর্জন করতে হবে। তা নাহলে রেসিপি টপিকটির ভুল তথ্য দিতে পারি। তাই এর উপরে জ্ঞান থাকা জরুরী।

প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃ ৭স্টিম ডলার কিউরেশন রেওয়ার্ড পাবো

প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ পোস্ট করার পাঁচ মিনিট পরে এবং ৬ দিন ১২ ঘণ্টার আগে ভোট প্রদান করা।

  • সবার প্রথম ভোট দেওয়ার চেষ্টা করতে হবে

  • বড় কোন ভোট পড়ার আগে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে

  • কোয়ালিটি পোস্ট খুঁজে বের করে ভোট দিতে হবে

প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তরঃ @heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

কোন ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আমি যথাসম্ভব নির্ভুলে লেখার চেষ্টা করেছি।

image.png



Picsart_22-07-16_13-32-51-453.png

হ্যালো বন্ধুরা আমার নাম গনেশ চন্দ্র রায়। ডাকনাম আরিয়ান। আমার বাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় অবস্থিত। আমি বর্তমান পড়াশোনার জন্য ঢাকায় থাকি। আমি ডিপ্লোমা এন্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ডিপার্টমেন্টের শেষ বর্ষের ছাত্র। আমার শখ লেখালেখি , ছবি তোলা, ঘোরাঘুরি করা ও নিত্যনতুন নতুন কিছু সৃজনশীলতা

FacebookLinkeDinTwitter

image.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmR3C8Fg3QT9iRz7mwVsTZZpendjwKtuitxb6QVkhPwUVPETtkbK9A1G2NvA6...9jU8mh7Mgevyq4t5hFmNHNoM2EQoSoKr5GMud2bMqjcwNqPhSPuNcjShfbZpjV4AvwCNhYi8NMN7pYMXATCqV93t5bGwR69NoBAsaaLVm6MySCNDe4Bj8EZPRo.gif

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দাওয়ার চেষ্টা করেছেন। আপনার উপস্থাপনাটি ভালো ছিল। আপনার পরবর্তী লেবেলের জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ দাদা, প্রার্থনা করবেন আমি যেন সব লেভেল উত্তীর্ণ করতে পারি।আপনাদের কমিউনিটিতে সৃজনশীলতার মাঝে কাজ করতে পারি🤞

ভালো ছিল আপনার উপস্থাপনা।এবং আপনি যে মার্ক ডাউন গুলো শিখেছেন সেগুলার সুন্দর ব্যাবহারের মাধ্যমে তার মুলসেয়ানাগীরি ও দেখিয়েছেন।শুভেচ্ছা রইলো।

ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। প্রার্থনা করবেন আমি যেন সৃজনশীলতার মাঝে কাজ করতে পারি।

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া লেভেল 3 লিখিত পরীক্ষা এত সুন্দর ভাবে দেওয়ার জন্য। লেভেল 3 প্রতিটি বিষয় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে আপনি এভাবে এগিয়ে যান।

ধন্যবাদ দিদি আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। প্রার্থনা করবেন আমি যেন সৃজনশীলতার মাঝে কাজ করতে পারি।

ভাইয়া আপনি লেভেল থ্রি হতে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছেন। আপনার পোস্টটি পড়ে বোঝা যাচ্ছে আপনি খুব ভালোভাবে সবগুলো টপিক্স আয়ত্ত করে নিয়েছে। লেবেল থ্রি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ লেবেল থ্রীতে রয়েছে মার্ক ডাউন এর কোড গুলো।

  ·  2 years ago (edited)

ধন্যবাদ দিদি আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। প্রার্থনা করবেন আমি যেন সৃজনশীলতার মাঝে কাজ করতে পারি

আপনার পোস্টটি দেখে বোঝা যাইতেছে এবিবি স্কুলের লেবেল থ্রি থেকে আপনি অনেক সুন্দর ভাবে সবকিছু বুঝেছেন। সবকিছু অনেক সুন্দর ভাবে বুঝার পর আমাদের সাথে সবকিছু অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। প্রার্থনা করবেন আমি যেন সৃজনশীলতার মাঝে কাজ করতে পারি।

প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃ ৭স্টিম ডলার কিউরেশন রেওয়ার্ড পাবো

প্রশ্ন ছিলো আপনি কত (USD) পাবেন? এইখানে সরাসরি 3.5$ বসিয়ে দিলেই হতো তারপরও 7 স্টিম ক‍্যালকুলেশন করেছেন এটা ভালো ছিলো। প্রত‍্যাকেইটি প্রশ্ন সম্পর্কে একটু ডিপলি বিশ্লেষণ করলে ভালো হতো আমার মতে। ধন্যবাদ

ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। পরবর্তীতে বিশ্লেষণ করার চেষ্টা করবো।

আপনার ছুটি আজ পর্যন্ত ছিল। আপনার ছুটি শেষ হয়ে গেছে এরপর যদি আপনি এক্টিভ না হোন সেক্ষেত্রে আপনাকে পুনরায় level-1 থেকে শুরু করতে হবে ধন্যবাদ।