আমার প্রিয় গ্রাম এবং শহর @gentleman74

in hive-129948 •  4 years ago  (edited)

IMG_20210708_222513.jpg

গোপালগঞ্জ- লঞ্চঘাট

শহুরে গ্রাম বা গ্রাম্য শহর - বিশেষণ যেটাই হোক না কেন, একটুও বাড়িয়ে বলা হয় না। জেলার নাম গোপালগঞ্জ। বাংলাদেশের ঢাকা বিভাগের একদম দক্ষিণের এই জেলার সদরে আমার জন্ম। মধুমতি নদীর তীর ঘেঁষে শহরের গোড়াপত্তন। সময়ের সাথে সাথে ছোট হয়েছে নদী আর বড় হয়েছে শহর। নদী ছোট হলেও এখনও নাব্যতা আছে।স্টিমার চলে,বালুবাহী জাহাজ চলে। একটা সময় ছিল যখন যাত্রীবাহী লঞ্চ ও চলত। নানার কাছে শুনেছি লঞ্চে করে সূদুর কলকাতা পর্যন্ত যাওয়া যেত। এখন আর সেসব নেই।

IMG-20210708-WA0001.jpg

চাপাইল ব্রিজ

এখানেই বালুর জাহাজগুলো এসে নোঙর করে। বিকেলে মানুষ হাটতে আসে।

উন্নত রাস্তা হয়েছে জেলার সবখানে। বাংলাদেশের প্রথম এক্সপ্রেস ওয়ে চলে গেছে গোপালগঞ্জের পাশ দিয়ে। এখানে সীমিত ভাবে রেল ও চলে - গোপালগঞ্জ টু রাজশাহী, রাজশাহী টু গোপালগঞ্জ। পদ্মা সেতু হলে রেলপথ আরো সচল হবে। ঘুরতে আসলে উপস্থাপন করার মত অনেক কিছু নেই। কিন্তু বসবাস করতে এর থেকে ভালো শহর আমার জানা নেই।

IMG-20210708-WA0003.jpg

ফুটবল স্টেডিয়াম

মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের হোম গ্রাউন্ড। আমার ফুটবল জীবনের হাতে খড়ি এখানে

শহরের সকল সুবিধাই আছে - একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চক্ষু হাসপাতাল,শিল্পকলা,স্টেডিয়াম,থিয়েটার। সবই আছে-কিন্তু শহুরে আড়ম্বনা কেড়ে নেয়নি গ্ৰামীন সৌন্দর্য। ছবিগুলো দেখলেই বুঝবেন। প্রকৃতি এখনও নিরাশ হয়নি। ঢাকা থেকে যখন বাসায় যাই নিঃশ্বাসের প্রশান্তিই পরিবর্তন হয়ে যায়। যদি কখনও ঘুরতে যান দেখবেন হর হামেশা অনেকেই আপনাকে তুমি সম্বোধন করে বসেছে। আপনি হয়তো প্রথমে বেয়াদবি ভাববেন। কিন্তু বিষয়টা আসলে আন্তরিকতা । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ও সবাইকে তুমি করে বলতেন। গোপালগঞ্জের সদর থেকে ১৮ কিমি দূরে টুঙ্গিপাড়ায় তার পৈতৃক নিবাস। এখন সেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। এছাড়া, জেলার নাম উজ্জ্বল করেছেন- কবি সুকান্ত ভট্টাচার্য্য, বাউল সাধক ফটিক গোঁসাই, দি ম্যাপ অব ইন্ডিয়ার লেখক পৃত্থিস চন্দ্র রায় চৌধূরী এবং আরো অনেক বরেণ্য ব্যাক্তিবর্গ।

শেষ করব গোপালগঞ্জের নাম গোপালগঞ্জ হল কিভাবে সেইটা বলে।
সময়ের ধারণা নেই। এই অঞ্চলের রাণী ছিলেন- রাণী রাসমণি। তিনি তার নব্য জন্মা নাতি গোপালের নাম অনুসারে এই জায়গাটির নাম দেন গোপালগঞ্জ।

আরো কিছু আলোকচিত্র -

FB_IMG_1625761338080.jpg

আমি ও আমার চাচাত ভাই ঘুরছিলাম আর নতুন বাইক শো-অফ করছিলাম

IMG-20210514-WA0007.jpg

রেল ব্রিজে আমি ও আমার ভাগ্নী।

IMG_20210513_182154.jpg
মধুমতি নদীর বাঁকে কোন এক সন্ধ্যায়।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP4wQ4HgmbuDqS8hm8cCEhg8fj34rxK6vxJbUYhCyvFyjLZBnUwZMJQm8Q2TRHQbWto3ALHd5Ee.png

C.C-
@amarbanglablog
@rme
@rex-sumon
@blacks
@shuvo35
@boomerang
@bidvote

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারন হয়েছে।

খুব সুন্দর লিখেছেন, উপস্থাপনাটি আমার কাছে ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

সব সময়ের মত এবার ও আপনার মতামতটা ভালো লেগেছে ভাই। দোয়া করবেন যেন পাঠযোগ্য কিছু উপস্থাপন করতে পারি।

আপনাকে ধন্যবাদ আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং ভালভাবে উপস্থাপন করেছেন যাইহোক শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই। শত ব্যস্ততার মাঝে সময় করে পড়েছেন। আর হা আমার শহরে ঘুরতে আসার নিমন্ত্রণ রইল।

আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো। খুব সুন্দর লিখেছেন।

অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি সবসময় পাঠক হিসেবে পাশে থাকবেন।

@gentleman74 ছবিগুলো সুন্দর ছিল।
প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল 🥀
তবে ভাগ ভাগ করে একটু বেশি জায়গা নিয়ে পোস্টটি করলে আরও একটু সুন্দর হতো।
তারপরেও ঠিক আছে চালিয়ে যান।
আমি সত্যিই খুব খুশি আপনি উন্নতি করছেন।
আপনি হয়তো খেয়াল করছেন আমি প্রথম থেকেই আপনাকে গাইড করার চেষ্টা করছি। তবে আমি জানিনা কতটুকু পেরেছি কিন্তু আপনি উন্নতি করছেন দেখে ভালো লাগছে।
ধন্যবাদ

Valo legeche likhata pore, ami gopalgonj khokhono jaini but likhata pore mone hocchilo j amio dure bose jaiga ta dekhte partechi. valo legeche post ta...

দেশে আসলে আসবেন। যেটা বলেছি- যদি এক সপ্তাহ থাকেন,খুবই ভালো লাগবে। কিন্তু একদিনের জন্য ঘুরবেন -এমন জায়গা গোপালগঞ্জ না।