পহেলা বৈশাখ @ আমার বাংলা ব্লগ |১০% বেনিফিশিয়ারি @shyfox

in hive-129948 •  3 years ago  (edited)

বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ ১২ মাসের ১৩পার্বন আর ষড়ঋতু। আর তাই বাংলায় প্রথম মাস বৈশাখ, পার্বন নববর্ষ, ঋতু গ্রীষ্ম। গ্রীষ্মের গরমে পাকা ফল গুলো আসছে তার বিচিত্র রূপ নিয়ে। কিন্তু জেনে রাখবেন গ্রীষ্মের বৈচিত্রের ব্যাপ্তি কমছে প্রতিনিয়ত। বর্ষা আর শীত গিলে নিচ্ছে বাকিদের। তার মানে কি জানেন? তার মানে প্রকৃতি রাগ করেছে আমাদের ওপর। গ্রীন হাউজ গ্যাসের কাঁচের দেয়ালে সে জর্জরিত।
আর আমরা হয়ত ভুলেই যাচ্ছি আমাদের নিজেদের লালন করার মত একটা ভান্ডার ছিল,এখনো আছে কিন্তু সংকটের দ্বারপ্রান্তে। বিদেশি সংস্কৃতির সূক্ষ্ম ভনিতা আর চকচকা শুভঙ্করের ফাঁকি গিলে নিচ্ছে আমাদের। ঈশপের কাক পাখির গল্পটা নিচ্ছই মনে আছে-পালক পরে যাওয়ার লজ্জা, নিজেকে নিজের মত করে প্রকাশ করার সংকোচ!

আসুন এই নববর্ষে,আমাদের সংকল্প হোক বাংলাকে গর্ভিতভাবে লালন করা এবং অবশ্যই কার্বনের ব্যবহার কমানো ।

IMG_20220413_230510.jpg

@shyfox
@abb
@rex.sumon

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম। তবে ভাই আপনি অনেকদিন পরে এসেছেন এজন্যই হয়তো জানেন না আমার বাংলা ব্লগ এর নিয়মের পোস্টের নিয়মের অনেক পরিবর্তন হয়েছে। আপনার পোস্ট টা মাইক্রো পোস্ট হয়ে গেছে এটা গ্রহণযোগ্য না। কমিউনিটি রুলসগুলো পড়ে নিবেন। আপনার জন্য শুভকামনা।।

হা ভাইয়া। নিয়মগুলো দেখে নিতে হবে।

💖💖💖

বাঙ্গালীদের বছরের প্রথম দিনে অর্থাৎ পহেলা বৈশাখের প্রথম দিনের কিছু মুহূর্ত আপনি শেয়ার করেছেন। তবে আপনার পোষ্ট একদম ছোট হয়েছে। নিয়ম কানুন গুলো একটু পড়ে নিবেন।

আসলে আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি দিক নির্দেশনা ও নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে অবগত নন। আশা করি অচিরেই এগুলো সম্পর্কে অবগত হবেন সেটাই কামনা করি ।এই ধরনের পোস্ট কোনোভাবেই কাম্য নয় ধন্যবাদ।

ভাইয়া আমার বাংলা ব্লগের পোস্ট এর বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। আশা করি আপনি সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। তাহলে আপনি সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করতে ☺️। যাইহোক আপনাকে ধন্যবাদ। এবং পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ।