কিছু মানুষ শুধু অন্য মানুষের দোষ খুজে বেড়ায়,নিজের ভুল বুঝতে পারে না।
সমাজে কিছু মানুষ আছে যারা সুদক্ষ উপায়ে ভদ্রবেশে অন্যের ক্ষতি করে বা অন্যকে সুনিপুনভাবে কষ্ট দেয়, কিংবা যাদের ভালো ব্যবহার আসলে এক কথায় অভিনয়, তাদের আগে থেকে চেনার কোনো উপায় আছে কি? যাতে করে এইসব ঠক মানুষদের পাল্লায় মানুষ না পরে l
সবসময় নিজেকে বড় ভাবে আর অন্যকে ছোট করে।নিজের চিন্তা - চেতনা কে এত বেশি প্রকট করে যা তার জন্য একটা সময় তার নিজেরই চরিত্র এর প্রকাশ ঘটায়।অবশ্য এটা তার চিন্তা -চেতনার বাইরে। তা না হলে কি আর মানুষের মুখে এক আর অন্তরে আরেক। শুধু মনে করে সমাজ মাধ্যম গুলোতে মুখরোচক কিছু লিখে সেটা পোস্ট করলেই বুঝি মহা পন্ডিত হয়ে গেল।ধিক্কার সেসব মানুষদের যারা অন্যকে নিয়ে কিছু লিখার আগে তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করেই নেতিবাচক ধারণা পোষণ করে।
এটা আমার জীবন কাহিনী এর সামান্য অংশ যারা আমার সাথে মুখের মিল রেখে আমারই পিঠে ছুরি দিয়ে আঘাত করেছে।একটা কথা মনে রাখবেন আল্লাহ তায়ালা যাকে সম্মান দিবেন দুনিয়ার কারো শক্তি নেই তা অবমাননা করবার
কাউকে বাহ্যিক ভাবে বোঝা সম্ভব না সে আসলে কেমন। মানুষের সাথে মিশলে বোঝা যায়। এই মেশার সময় সতর্ক থাকলেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব। আর আমি প্রেফার করি নিজেকে যত কম প্রকাশ করা যায় তত ভাল। কেননা কিছু মানুষ দেখেছি যারা বন্ধুর মত মেশে কিন্তু আসলে তারা বন্ধুরূপী শত্রু। এরা কারো সম্পর্কে জানার জন্য আন্তরিকতা দেখায়, information gather করে। বিশ্ববিদ্যালয় জীবনেই এমন অনেককে দেখেছি। একটা নির্দিষ্ট সময় পর কোনটা fake আর কোনটা authentic তা কিন্তু বোঝা যায়। আপনি একটু চোখ কান খোলা রাখলেই বুঝবেন। ধন্যবাদ ভাইজান সবাইকে আজকের মতো।
আমাকে সবাই সাপোর্ট করবেন ❤️
কমিউনিটি তে কাজ করতে হলে আপনাকে প্রথমেই কমিউনিটির নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে । আপনি অন্য কারো লেখা নিজের ওয়াল থেকে পোস্ট করতে পারবেন না। কমিউনিটির নিয়ম ভঙ্গ করার জন্য এবং অন্যের লেখা কপি করে পোস্ট করার জন্য আপনার পোস্ট Mute করে দেওয়া হচ্ছে ।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/h4hMjcuu
source
https://midul24tips.blogspot.com/?m=1
https://steemit.com/blog/@gorgiousman/good-movement
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit