১। প্রশ্নঃ মার্কডাউন কি ?
উত্তরঃনির্দিষ্ট কিছু কোড বা টেক্সট ফরমেট যা দিয়ে লেখা কে সুশৃংখল এবং সুন্দর করে সাজানো হয়ে থাকে।
২। প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
উত্তরঃ মার্কডাউন বলতে বুঝি একটি বিষয়ে লেখাকে পাঠকের সামনে সৃজনশীল ভাবে এবং আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত রূপে উপস্থাপন করার বিশেষ পদ্ধতি। মার্ক ডাউন ব্যবহার করার ফলে একটি লেখাকে চমৎকার ভাবে সাজানো যায় যার ফলে লেখাটি পড়ার উপরে পাঠকের আগ্রহ সৃষ্টি হয়। এজন্য বলা যায় যে একটি আর্টিকেলে মার্ক ডাউন কোড ব্যবহার করে লেখাটিকে সুন্দরভাবে পাঠকের সামনে উপস্থাপন করা যায় এজন্য মার্কডাউন গুরুত্বপূর্ণ।
৩। প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?
উত্তরঃমার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কোড গুলোকে দৃশ্যমান করার জন্য কোড গুলোর পূর্বে চারটি স্পেস ব্যবহার করতে হবে।
৪। প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ।
User | Posts | Steem Power |
---|---|---|
User1 | 10 | 500 |
User2 | 20 | 9000 |
৫। প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি?
[লোকেশন এর নাম](লোকেশন এর লিংক)
দৃশ্যমান ফলাফল:
৬। প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
# header 1 (সর্বোচ্চ বড় সাইজ
## header 2 (হেডার-১ চেয়ে ছোট)
### header 3 (হেডার ২ এর চেয়ে ছোট)
#### header 4 (হেডার ৩ এর চেয়ে ছোট)
##### header 5 (হেডার ৪ এর চেয়েও ছোট)
###### header 6( সবচেয়ে ছোটসাইজ)
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ:
header 1 (সর্বোচ্চ বড় সাইজ)
header 2 (হেডার-১ চেয়ে ছোট)
header 3 (হেডার ২ এর চেয়ে ছোট)
header 4 (হেডার ৩ এর চেয়ে ছোট)
header 5 (হেডাট ৪ এর চেয়েও ছোট)
header 6( সবচেয়ে ছোট সাইজ )
৭। প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
<div class"text-justify"> some text...</div>
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ:
৮। প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
উত্তরঃ কনটেন্টের টপিক নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা এবং সৃজনশীলতা। এগুলোর ওপরে বেশি গুরুত্ব দিয়ে কনটেন্ট তৈরি করা উচিত।
৯। প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন?
উত্তরঃকোন বিষয়ে লিখতে গেলে আমাদের সেই বিষয়ের উপর পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে সে বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং লেখার ওপর দক্ষতা থাকতে হবে এ দুটোর পাশাপাশি অভিজ্ঞতা থাকলে সে বিষয়টি সম্পর্কে আমরা রিয়েলইস্টিক ভাবে পাঠকের সামনে তুলে ধরতে পারবো। যেমন কোন দর্শনীয় স্থানে ভ্রমণ করা হলে সেই স্থানের উপর বিস্তারিত জ্ঞান অর্জন সম্ভব এবং সেই স্থানের খুঁটিনাটির সম্পর্কে বাস্তবিকভাবে পাঠকের সামনে উপস্থাপন করতে পারবো।
১০। প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?
উত্তরঃএকটি পোস্টে মোট ভোটের ৫০% অথর এবং ৫০% কিউরেটর পেয়ে থাকে তাই এখানে আমি ৭ ডলারের ভোটে অর্ধেক অর্থাৎ ৩.৫ ডলার কিউরেশন রিওয়ার্ড আমি পাব। যেহেতু এটি পরবর্তীতে স্টিমে কনভার্ট হবে সুতরাং স্টিম এ কনভার্ট করার জন্য দেওয়া আছে স্টিম কয়েনের মূল্য ০.৫০ ডলার সেহেতু ৩.৫ ÷ ০.৫০ = ৭ স্টিম কিউরেশন রিওয়ার্ড পাবো।
১১। প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
উত্তরঃঅথরের পোস্ট পাবলিশের পাঁচ মিনিট পর সবার আগে যিনি ভোট দিবেন তিনি সর্বোচ্চ রিওয়ার্ড অর্জন করবে এবং ছয় দিন ১২ ঘন্টার মধ্যে ভোট দিতে হবে।
১২। প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
উত্তরঃ@heroism এ ডেলিগেশন করলে বেশি আর হবে কেননা @heroism অনেক ইউজার ডেলিগেশন করে থাকে এর ফলে তাদের ভোট বেশি পাওয়ারফুল হয়ে থাকবে এবং ফলাফলে দেখা যাবে অল্প এসপি ডেলিভিশন করে বেশি আর্ন করা সম্ভব হচ্ছে।
পরিশেষে বলতে চাই, লেভেল তৃতীয় এর লেকচার শীট পড়ে এবং ক্লাস করার মধ্য দিয়ে আমি যে সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানতে পেরেছিলাম, ঠিক সেই আকারে লেভেল তৃতীয় এর পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। আমি সংশোধন করে নিব। আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেক লেভেল খুব ভালোভাবে ক্লাস করার মধ্য দিয়ে এবং লেকচার শীট পড়ার মধ্য দিয়ে পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে আপনাদের সাথে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Device | Tecno spark 20c |
---|---|
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
লেভেল তিনের পরীক্ষা দিয়েছেন। আপনার এই পরীক্ষামূলক পোস্ট দেখে বেশ ভালো লাগলো। বেশ দারুন ভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছেন আপনি। আশা করব এভাবেই প্রত্যেক লেভেল অতিক্রম করে এসে ভেরিফাইড হবেন এবং আমাদের সাথে ভালো ব্লগ জার্নি শুরু করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সাপোর্ট দেওয়ার জন্য 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ভাবে পরীক্ষার পোস্ট শেয়ার করেছেন। আপনার এই পরীক্ষার পোস্ট দেখে ভালো লাগলো। বেশ ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে বুঝতে পারলাম ভালো ক্লাস করেছিলেন। আশা করব এভাবে আপনি এগিয়ে যাবেন সামনের দিকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit