আসুন সবাই ঈশ্বরের নিকট প্রার্থনা করি ৷৷তানজিরা ম্যামের জন্য ৷৷ [ 10% shy-fox]

in hive-129948 •  2 years ago 

saint-2356564_640.jpg
ছবি সংগ্রহ

নমস্কার-আদাব🙏

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি
আমার বাংলা ব্লগ প্রথমেই স্মরণ করতে চাই আমাদের প্রিয় মডারেটর তানজিরা ম্যাম কে যিনি বর্তমান অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৷ আসলে যদিও আমরা এই বিষয়টা সবাই জানতাম না৷ তবে বিকেল বেলা এনাউন্সমেন্টে যখন বড় দাদা লিখে দিল যে তানজিরা ম্যাম হঠাৎ করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি আছেন৷ শুনে সত্যিই অনেকটা খারাপ লাগছে না জানিনা সে বর্তমান ঠিক কিরকম অবস্থায় আছে ৷তবে আশা করছি খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ৷এমন টাই প্রতাশা৷ শুধু আমি নই আমার বাংলা ব্লগের সকল সদস্য এটাই প্রত্যাশা যে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুক৷

যদিও বলতে গেলে গত হ্যাংআউটের পর থেকে শুরু করি সকল সদস্য সাধারণ ইউজার গন সকলের মন অনেক ভালো আছে৷ কারণ আমাদের এই কমিউনিটি অনেক দূর এগিয়ে গেছে শুধু সবার সততা আর সৎ পথে থেকে কাজ করার জন্য ৷তবে আমাদের চেয়ে বড় দাদা ছোট দাদা সকল মডারেটর ও প্রফেসর ভাই-বোনরা সবাই অনেক পরিশ্রম করেছে৷ আর যার ফলে আমরা সবাই গত বৃহস্পতিবার হ্যাংআউটে একটি সুন্দর পেয়েছি ৷ বলতে গেলে সবার মন বেশ ফুরফুরি চলছিল কিন্তু হঠাৎ করেই আজকে এই বেদনাদায়ক খবরটা যেন সবার মনকে অনেকটা নাড়া দিচ্ছেে৷

আসলে যদিও আমিও খুব একটা ভালো নেই৷ হঠাৎ করে গত দুইদিন ধরে সর্দি জ্বর লেগেই আছে৷ এমনকি আজ একটি অন্য পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছিলাম৷ কিন্তু বিকেল বেলা বড় দাদার অ্যানাউন্সমেন্টে এই খবরটি পর পর কেমন যেন মনটা একটু আনমনা হয়ে গেল৷
আসলে আমাদের এই ঠুনকো জীবনে কত কিছু ঘটে যায় বা যাচ্ছে৷ আসলে এ জীবনটা বড় অদ্ভুত৷ অদ্ভুত জীবনে কখন কিভাবে কাকে কোন অবস্থায় কোন বিপদে সম্মুখীন হতে হয় তা বলে বলা খুবই মুশকিল৷ যে মানুষটি এখন ভালো আছে আজ ভালো আছে গতকাল সে ভালো নাও থাকতে পারে ৷ তাই এই জীবনের কোন নিশ্চয়তা নেই৷ আমরা কেন এ জীবন নিয়ে এত অহংকার করি৷

hands-5634107_640.webp
ছবি সংগ্রহ

যেমনটা আমি আমার কথাই বলি যে মানুষটা আমি গত কয়েকদিন আগেই বেশ ফুরফুরে মেজাজে ভালো মন মানসিকতা নিয়ে খুব সুন্দর দিন কাটছিল ৷কিন্তু হঠাৎ করে গত দুইদিন থেকে জ্বর সর্দি মাথা ব্যথা ৷সত্যি নিজেকে অনেকটাই খারাপ লাগতেছে৷

আর ঠিক সেরকমই আজ ঘটল এই ঘটনা তানজিরা মেম একটা পোস্ট লিখেছিল আজকে ৷ অথচ তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন৷ বিষয়টা কেমন যেন একটি অদ্ভুত না৷ যে মানুষটি শুধু লন্ডননে থেকেও আমাদের সাথে সর্বদা সবসময় যুক্ত থাকে৷ যিনি আমাদের প্রতি ইউজারদের প্রতি দৃষ্টি রাখছে কে সাপোর্ট পাচ্ছে কে সাপোর্ট পাচ্ছে না৷ প্রতিনিয়ত এই বাংলা ব্লগের জন্য অনেক কিছু করে যাচ্ছে৷

তাই এই মানব জীবন নিয়ে আমাদের গৌরব না করাই সবচেয়ে উত্তম ৷ কারণ ঈশ্বর কখন কাকে কিভাবে কোন জায়গায় নিয়ে ফেলবে তা একমাত্র তিনিই জানেন৷ তিনি সবকিছুর মালিক ভালো মন্দ সবকিছু তার ইচ্ছা৷ আমরা শুধু উপলক্ষ মাত্র৷ তাই আসুন আমরা সবাই ঈশ্বরের নিকট শ্রদ্ধা জানাবো৷ আমাদের হিন্দু ধর্মীয় মতে ঈশ্বর আমাদের সাথে প্রতিনিয়ত বিরাজমান৷ এবং কি তিনি প্রতিটি জীবের মধ্যে অবস্থানগত৷ তিনি কখন কাকে কোন পরীক্ষায় ফেলবে কি করবে সবাই বোঝা বড় দায়৷ এই দুনিয়াটা আমাদের জন্য একটি সাময়িকের সময়৷ এই সাময়িক সময় এই জীবনে কত কিছু ঘটে ভালো-মন্দ দুঃখ কষ্ট ৷ সবকিছু মিলে একটি পরিপক্ক জীবন যাপন করি ৷ আর এ জন্য একটি গান আমার খুবই মনে পড়ছে ৷যে গানটিতে বলেছিল এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা এই দুনিয়াটা পুতুল খেলা৷

ঠিক সত্যি যেন তাই এই দুনিয়াতে আমরা কত কিছুই না করছি৷কিন্তু দিনশেষে সবাই আমরা কী সেই ঈশ্বরের নিকট একটি হলেও প্রার্থনা করতেছি ?জানি না ঠিক বর্তমান পরিস্থিতি ঠিক উল্টো মানুষ বর্তমানে মানুষ পড়েছে নেশার পাগল ধনী হওয়ার নেশা মানুষ মানুষকে শ্রদ্ধা করছে না ৷ সবাই ভুলে যাচ্ছে যে মানুষ তো মানুষের জন্যই তবে কেন এত হিংসা-বিদ্বেষ৷ আর হিংসা-বিদ্বেষ লোভ-লালসা নেশায় ছুটে তারা ঈশ্বরকে ভুলে গেছে৷

prayer-1308663_640.jpg
ছবি সংগ্রহ
তাই আসুন আমরা সবাই ঈশ্বরকে স্মরণ করি শ্রদ্ধা করি৷ ঈশ্বরের সকল সৃষ্টির জীবকে ভালোবাসি৷
আর পরিশেষে আবারো আমরা সবাই সেই ঈশ্বরের নিকট প্রার্থনা করি৷ যেন তানজিরা ম্যাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে৷ জানি না সে বর্তমান কি অবস্থা আছে৷ তবে সব সময় ভালো থাকুক আর সুস্থ থাকুক এমনটাই প্রার্থনা করি৷

আসলে আজকে আমার অন্য একটি পোস্ট করার ইচ্ছে ছিল৷ কিন্তু হঠাৎ করেই বিকেলের খবরটি পাওয়ার পর কেন যেন মনটা একটু অন্যরকম লাগছিল ৷তাই তানজির মেম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে এমনটি একটি পোস্ট লেখার চেষ্টা করলাম ৷আর ঈশ্বরের নিকট সবাই আমরা প্রার্থনা করবো৷ এমনটাই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!!

@gopiray

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

সবাইকে ধন্যবাদ

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2CQtZxVJGen4yBCeRMj2Y2h9ttHevCs9rtWncvn3FXAHo5MrkNBCbLay5LtH7w...guzvyhyBYqJu6KB21dLiPDmtFGR2yvqBCtUPp3Rscm37PwtDEWYMtuKM5v3qhNod24Lu2LGiwbLzyLSHCHYUtKEHdtwib3WMu2yusH8dP7x4PdsbPxokPjho3U.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমাদের এই ঠুনকো জীবনে কতকিছুই ঘটে যায়। আজ হয়তো আমরা সুস্থ সুন্দর ভাবে চলতে পারছি আগামীকাল কি হবে তা আমরা কেউ বলতে পারিনা তাই সর্বদা আমাদের ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকা উচিত। তানজিরা আপুর জন্য মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপু যেনো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আগের মতো আমাদের সবার সাথে যুক্ত থাকতে পারেন।🙏🙏🙏🙏🙏

ঠিক দিদি জীবনে কখন কি ঘটবে বলা খুব কঠিন ৷তাই সবসময় ঈশ্বরের নাম করতে হবে

আসলেই আমাদের জীবনের কোন ভরসা নেই।দাদার অন্যাউন্সমেন্ট দেখে বিষয় টা জানার পর একদম শক পেয়েছিলাম।প্রার্থনা করি ইশ্বর যেন তানজিরা ম্যাডাম কে জলদি সুস্থ করে তোলেন।এবং সেই সাথে আপনিও যাতে সুস্থ হয়ে ওঠেন।

দাদা আমাদের প্রার্থনা ঈশ্বর গ্রহন করেছে ৷তাই তো ম্যাডাম এখন সুস্থ

আমাদের সকলের উচিত তানজিরা ম্যাডামের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা। তিনি যেন পূর্বের মতোই স্বাভাবিক সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তবে বর্তমানে তানজিরা ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আশা করি তিনি খুব শীঘ্রই আরোগ্য লাভ করবে।

জি ভাই জান ম্যাডাম এখন সুস্থ