কবিতা আবৃত্তি !!! ( 10% shy-fox এর জন্য)

in hive-129948 •  2 years ago 

নমস্কার - আদাব



হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

istockphoto-1132312676-170667a.jpg



হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷ প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ব্লগ নিয়ে৷ প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করেই থাকি ৷ কিন্তু আজকে কেন জানি একটি কবিতা আবৃত্তি করার খুব ইচ্ছে জাগলো৷

যদিও কবিতাটি আমার লেখা নয় ৷ তারপরও চেষ্টা করেছি নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে আবৃত্তি করার ৷ আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে ৷

ছোট্ট এই মানব জনম অথচ এই ছোট্ট মানব জীবনে অনেক অনেক স্মৃতি রয়েছে দুঃখ, হাসি, কান্না ,বেদনা, সবকিছুই ৷ আমাদের হিন্দু সনাতন ধর্মীয় শাস্ত্রীয় মতে ৮৪ লক্ষ জনি ভ্রমণ করার পর এই মানব জনম ৷ অতএব, এই মানব জনমটা অনেক ভাগ্যের ফলে পেয়েছি৷ কিন্তু আমরা মানুষ এই মায়াময় দুনিয়ায় এসে ঈশ্বরকে ভুলে ৷ নিজের মত করে জীবনকে বয়ে নিয়ে যাচ্ছি ৷ অথচ জীবনের একটা পর্যায়ে আবার আমাদের সেই ঈশ্বরের নিকটেই গমন করতে হবে ৷ কারণ এটা নিয়তি আমরা চাইলেও এটাকে কোনদিনও মুছে ফেলতে পারব না ৷

ছোট্ট এই মানব জনম আমরা আবার এ পৃথিবীতে আসবো কিনা কোন রূপে আসবো তাও জানি না ৷ তাই বলা যায় যে এই মানুষ জীবনটা অনেকটাই ভাগ্যের ফলে ৷ তাই আসুন আমরা প্রতিনিয়তই ঈশ্বরের নিকট প্রার্থনা করি ৷ এবং কি মানুষকে ভালোবাসি একে অপরের পাশে সুখে শান্তিতে একটি সুন্দর সমাজ গড়ি৷ আমাদের সবারই একটা কথা প্রতিনিয়তই ভাবা উচিত ৷ যে দিন শেষে সবাইকেই এই সুন্দর সবকিছু ছেড়ে চলে যেতে হবে ৷

যা হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের কবিতা আবৃতি:


আমিই প্রথম আমিই শেষ

কলমে, রাহিতুল ইসলাম



আবৃত্তি

গোপী রায়


আরেকটা মানব জনম পাবো কি না জানি না
আবার আমার জন্ম হবে কিনা সেটাও জানিনা
শুধু জানি আমি প্রথম আমিই শেষ

তারপরও এই অদ্ভুত অমূল্য সুন্দর জীবন্
অনেক সময় নিজেকে ভুলে গিয়ে তুমি তোমাদের পিছে বৃথা সময় নষ্ট করলাম
অথচ এই আমি তাকে একটু সময় দেওয়ার দরকার যে সময় চলে যায় সে সময়কে তো আর পাওয়া যায় না

সময় থাকতে তাই নিজেকে ভালোবাসা
ভীষণ ভীষণ দরকার৷
উড়তে চাই ,বাঁচতে চাই, হাসতে চাই,
বৃষ্টি ভেজা দুপুরে ভিজতে চাই ,দৌড়াতে চাই
ভাষণ ব্যাথার স্মৃতিগুলো মুছে ফেলতে
ছুটি চলা ট্রেনের হইসেলের সঙ্গে কল ছেড়ে
চিৎকার করতে চাই

নিজেকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমাও চাই নিজের কাছে
বারবার নিজেকে বলতে চাই ভালবাসি ,ভালবাসি ,ভালবাসি,

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk (1).png

ভুল ত্রুটি মার্জনীয়



অভিবাদন্তে: @gopiray

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

খুব সুন্দর আবৃত্তি করেছেন ভাইয়া। কবিতার কথাগুলো খুবই গম্ভীর এবং আপনি খুব কষ্ট নিয়ে কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কণ্ঠে খুব ভাল লেগেছে। কবিতার নামও সুন্দর আমিই প্রথম আমিই শেষ। ধন্যবাদ ভাইয়া।

জি কবিতার চরন গুলো বেশ গম্ভির ছিল ৷

ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই কবিতা পড়া হয়নি আর আজ আপনার কণ্ঠে নতুন একটি কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমি অনেক ধন্য আপনাদের মাঝে কবিতা আবৃত্তি করতে পেরে ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই আশা প্রত্যাশা ৷

আপনার কবিতা আবৃত্তি শুনে সত্যি খুব ভালো লাগলো । আপনার কন্ঠে কবিতা ছন্দ গুলো একেবারে হৃদয় গেঁথে গেলো অত্যন্ত দুর্দান্ত কবিতা আবৃত্তি করেছেন ভাই। আসলে আপনার কন্ঠে কবিতা আবৃত্তি বেশ অসাধারণ হয়েছে। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

অসংখ্য ধন্যবাদ ভাই শুনে মনটা ভরে গেলো ৷

আপনি অসম্ভব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন যা শুনে মনটা একেবারে ভরে গিয়েছে।আমার কাছে কবিতা লিখতে এবং পড়তে যেমন ভালো লাগে সেভাবে শুনতেও ভীষণ ভালো লাগে কবিতা আবৃত্তিগুলো। কবিতা লেখার সময় যে রকম একটা অনুভূতি কাজ করে আবৃতি করার সময়ও একই অনুভূতি কাজ করে। আপনার কন্ঠে খুবই ভালো লেগেছে এই কবিতা আবৃত্তি শুনতে।

আপনার মতো আমিও নিজে কতটা পারি বা পারি না ৷ জানি না তবে অন্যের লেখা কবিতা আবৃত্তি সবই অনেক ভালো লাগে ৷ অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য ৷

মন ভালো করে দেওয়ার মতো একটা কবিতা। এত সুন্দর করে আবৃত্তি করেছেন যে প্রশংসা করলেও অনেকটা কম হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক টাও ছিল দুর্দান্ত।❤️

ধন্যবাদ দাদা ভাই