গ্রামের শীতের প্রধান আকর্ষণ ৷৷ সরিষার ফুল

in hive-129948 •  last year 

আজ - ১২ই, পৌষ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG_20231223_164909.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।

সুপ্রিয় , আমার বাংলা ব্লগের সকল ভাই বোন বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন
সুস্থ আছেন। এবং আমার বাংলা ব্লগ পরিবারের সাথে রয়েছেন। আজ প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম ৷ আসলে কিছুদিন ধরে ব্যাক্তিগত সমস্যার কারনে কাজে আসতে পারি নি ৷ তবে এবার থেকে শত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে প্রতিনিয়তই হাজির হবো এমনটাই আশা প্রত্যাশা রেখে শুরু করছি আমার আজকের ব্লগ ।


আসলে সময় বড় অদ্ভুত আর এই সময়ের তাগিদে মানুষ বদলে যায় । মূলত সময় মানুষকে অনেক কিছুই পরিবর্তন এনে দেয় এটা আসলে নিয়তি কিংবা ভাগ্যের লিখন যাই বলি না কেন? জীবনের সময় কখনো ভালো আসবে কখনো মন্দ আসবে এটি হলো বাস্তবিক রূপ । তবে নিজেকে কখনো ভেঙে না ফেলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।


যা হোক প্রিয় আমার বাংলা ব্লগবাসি আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ইউনিক ব্লগ নিয়ে ।শীত মৌসুমের সবথেকে আকর্ষণীয় ফুলের নাম যদি বলি সরিষার ফুল । আজ বিকেল বেলার সময় এই সরিষার ফুলের কিছু ফটোগ্রাফি সেই সাথে এই সরিষার ক্ষেত মাঠ প্রান্তেসময় অতিবাহিত করেছি ।আর সেখান থেকেই কিছু আলোচিত্র তুলে ধরেছি আপনাদের মাঝে।

IMG20231223102438.jpg

IMG20231223102442_01.jpg

IMG20231223102453.jpg

আমার কাছে শীতের মৌসুমটা অনেক প্রিয় আর ভালবাসার ঋতু। বাংলাদেশ এমন একটি দেশে যেখানে ছয় ছয়টি ঋতু বিরাজমান । যার মধ্যে এই শীত মৌসুমটা একটা জনপ্রিয়। বিশেষ করে গ্রামের এই শীতের মৌসুম গুলো অনেক আনন্দের মধুর আর স্মৃতি কাতর হয়ে বটে।

সেই সকাল বেলার সূর্য বিকেল বেলা সেই রক্তিম মাখা সূর্য সেই সাথে রোদের ঝলকানি সারাটা দিন যেন প্রকৃতির এক নবরূপ সাজে আবির্ভূত হয়ে থাকে। আর এজন্যই হয়তো গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখেই। বাংলার কবিগণ লিখেছেন কবিতা ,বাউল লিখেছেন ভাটিয়ালি, পল্লীগীতি, ইত্যাদি নানান রকম গান।

আজকে বিকেল বেলার শেষ মুহূর্তে গ্রাম বাংলার মাঠখেত বেড়ানোর পরিকল্পনা নিয়েই বের হয়েছিলাম। মূলত যেহেতু আমি গ্রামে থাকি তাই প্রতিনিয়তই এসব গ্রাম বাংলার রূপব বৈচিত্র্য নিজেকে এক নতুন রূপী প্রাণবন্ত করে‌ আর বর্তমান সময়ে গ্রামের কৃষকগণ এই সরিষার চাষাবাদ নিয়ে ব্যস্ততা সময় অতিবাহিত করছে। আসলে গ্রামের মানুষ প্রতিটি সময়ে তাদের জীবন জীবিকার তাগিদ হিসেবে এই চাষাবাদ বিভিন্ন প্রকার মাধ্যম কি বেছে নিয়েছে । এই তো কিছুদিন আগেই নবান্নের নতুন ধান ঘড়ে তোলা আর তারপর পরেই এই সরিষার চাষাবাদ গ্রামের এই মাঠ ঘাটের দিকে তাকালে সর্বপ্রথম এই সরিষার ফুল প্রকৃতির নবরূপ সাজে গ্রামকে একটা নতুন রূপে সজ্জিত করে থাকে।

আর এই সরিষার ফুলে প্রজাপতি মৌমাছি আরো নানান প্রকার কীটপতঙ্গ তাদের মধু আহরণের জন্য ব্যস্ততা সময় অতিবাহিত করে ।আর এসব দৃশ্য চোখে দেখায় যে কি এক অপরূপ লীলা একমাত্র নিজের চোখে দেখলে হয়তো বোঝা যাবে।

বিশেষ করে শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি ।তাদের কাছে এই বিষয়গুলো অনেক মজার আর আনন্দের । প্রতিটি শহর মুখে মানুষদের কাছে আমার একটাই নিবেদন যা আপনারা এই শীতের মৌসুমী অন্তত গ্রামবাংলার রূপ বৈচিত্রগুলোকে উপভোগ করুন। তাহলেই হয়তো এই গ্রামের মুহূর্তগুলোকে মনে প্রাণে ধারণ করতে পারবে।

যদিও বা গ্রামের শৈশব জীবন সবার কেটেছে। কিন্তু জীবন জীবিকার তাগিতে আসছে মানুষজন বিভিন্ন প্রান্তে অতিবাহিত করছে ।

IMG20231224072930_01.jpg

IMG20231224072920_01.jpg

IMG20231223103011_01.jpg

IMG20231223103020_01.jpg

IMG20231223102535_01.jpg

IMG20231223102606_01.jpg

IMG20231223102852.jpg

IMG20231223102900_01.jpg

এগুলা আজকে বিকেল বেলা মাঠের দিকে চোখ পড়াতেই চোখে পড়ল সরিষার ফুল গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। যদিও কিছুদিন আগে দেখলাম খুব ফুল ফোটেনি। কিন্তু আজকে এত সুন্দর লাগছিল যে আসলে বলে বোঝানোর মত ভাষা খুঁজে পাচ্ছিলাম না । তাইতো এক পা দু পা করে এই মাঠের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখলাম যে কিছু প্রজাপতি মৌমাছি আনাগোনা কিন্তু দুঃখের বিষয় মোবাইল ফোন দিয়ে সেসব ছবি তোলা অসম্ভব। কারণ কাছে গেলেই সেসব মৌমাছি কিংবা প্রজাপতি উড়ে গিয়ে অন্যখানে মধু সংগ্রহ করছে । তবুও শত বাধা বিপত্তির পরও কিছু প্রজাপতির ছবি তুলতে পেরেছি। সেটাই নিজেকে সন্তুষ্টি ।

যা হোক আশা করি আপনাদেরও সবার অনেক ভালো লেগেছে। আসলে গ্রামের বর্তমানের আকর্ষণ প্রধান হলেই সরিষার ফুলগুলোই গ্রামের যেদিকেই চোখ দিয়ে তাকাবেন বা তাকাই সবদিকে সরিষা ফুলের সমারোহ।

আর তাইতো আজকে আমার ভাবনা ছিল এটাই যে আজকের ব্লগ হোক সরিষার ফুল।



প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সরিষা ক্ষেত দেখতে অনেক ভালো লাগে। চারপাশে শুধু হলুদ আর হলুদ দেখেই মন ভালো হয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলি সুন্দর হয়েছে। বিশেষ করে প্রজাপতির ছবিটি। ধন্যবাদ।

শুনে ভালো লাগলো যে সরিষার ফুল আপনার ভালো লাগে ৷ তবে ফটোগ্রাফি গুলো সত্যি আমার কাছেও ভালো লেগেছিল ৷
ধন্যবাদ আপু

আসলে শীত কালে গ্রামের প্রধান আকর্ষণ হচ্ছে সরিষা ফুল।গ্রামের মাঠ গুলোতে যেদিকে তাকানো যায় শুধু হলুদ ফুলের সমারোহ। আপনার এই সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে।মৌমাছি ও প্রজাপতির আনাগোনা ও খুব উপভোগ করেছেন দেখছি।

হ্যা দিদি ঠিকই বলেছেন শীত কালে প্রধান আকর্ষণ এই সরিষার ফুল ৷ চারদিকে শুধু হলুদ ফুলের সমারোহ ৷ আর মৌমাছির আনাগোনা সবমিলে প্রকৃতি নতুন সাজে ৷ অসংখ ধন্যবাদ দিদি আপনার সুন্দর মতামতের জন্য ৷

হ্যাঁ আমার কাছেও বাংলাদেশের ছয় ঋতুর মধ্যে শীতের মৌসুমটা সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন সরিষা ফুলের সৌন্দর্য আর সরিষা ফুলের মাঠ থেকে সংগ্রহ করা প্রজাপতির সৌন্দর্যটা বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

যাক শুনে ভালো লাগলো যে আপনারও শীতের মৌসুম টা ভালো লাগে ৷ আসলে গ্রাম মানেই যেন প্রকৃতির সানিধ্য ৷ সরিষা ফুলের উপরে প্রজাপতি আর মৌমাছি মধু সংগ্রহ করার দ়শ্য গুলো অসাধারন ৷

কথাটা অবশ্য মন্দ বলেননি আপনি। শীতকাল মানেই সরিষা ফুলের সমরহ। কৃষকের ফসলের মাঠের যেদিকেই তাকায় না কেন সরিষা ফুলের সৌন্দর্য খুঁজে পাই আমরা। আর এই সরিষার ফুল যেন মাঠের সৌন্দর্য বাড়িয়ে তোলে এই সময়।

জি ভাি গ্রাম মানেই যেন সরিষা ফুলের সমারোহ আর চারদিকে পরিবেশ টা মনোমুগ্ধকর ৷ আপনার সুন্দর মতামতের জন্য অসংখ ধন্যবাদ ভাই ৷

একদম ঠিক বলেছেন ভাইয়া জীবনে কখন ভালো সময় আসে আর কখন মন্দ সময় আসে আমরা বুঝতেই পারি না। যাইহোক জীবনের এই বাস্তবতায় হয়তো আমাদের সবাইকে মানিয়ে নিতে হয়। অনেকদিন পর আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

হুম সেটাই আসলে জীবন মানে হয়তো এমন ৷ ভালো মন্দ যাই হোক মেনে নিতে হবে ৷অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷