আজ - ০৭ই , মাঘ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
প্রথমত বলবো যে বাংলাদেশ সর্ব উত্তরের জনপথ পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর এই তিনটি জেলা বাংলাদেশের সর্ব উত্তরের শেষ সীমানা আর তিনটি জেলার মধ্যে রয়েছে বেশ কিছু নিদর্শন জায়গা এবং কি পুরনো দিনের ঐতিহ্য যা এখনো বিরাজমান । আর মূলত এসব জায়গা অনেকটা গ্রামীণ পরিবেশের অন্তর্গত। তবে ইদানিং সময়ের সাথে মানিয়ে নিতে সবাই সহরমুখী জীবন যাপন করছে তা বলা যায়।
যাহোক বেশ কিছুদিন আগে নীলফামারী জেলার সবচেয়ে জনপ্রিয় একটি জায়গার নাম তিস্তা ব্যারেজ । অর্থাৎ যে তিস্তা নদী বাংলাদেশের প্রবেশ করে আবার ভারতের দিকে গড়িয়েছে । আর তিস্তা নদীর প্রবাহিত হয়েছে নীলফামারী জেলার মধ্য দিয়ে আমার জানা মতে এই তিস্তা ব্যারেজ টি একটি নিদর্শন আর আকর্ষণীয় জায়গায়। আর এই তিস্তার ব্রিজ টি দেখার জন্যই সেখানে অনেক মানুষের সমাগম ঘটে।
আরেকটা দিক দিয়ে বলতে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় বেশ কয়েকবার এই তিস্তা চুক্তির জন্যই ভারতে নরেন্দ্র মোদির সাথে অনেকবার বৈঠক বা আলোচনা করেছিলো। কিন্তু এখনো তার চুক্তির স্বাক্ষরিত পায়নি। কারন এই তিস্তার সমস্ত পানি ভারতের মানুষের অনেক অনেক কাজে লাগে ।
যা হোক আমি সেসব বিষয়ে যাচ্ছি না । আমি আজকে আপনাদের মাঝে এই তিস্তা নদীর নীলফামারী জেলার তিস্তা ব্রিজ অনেক বড় এখনো প্রবাহমান যেখানে প্রায় ৪৬ টি সুইচগেট রয়েছে যার মাধ্যমে নদীর পানিকে আটকে রাখে। আর এটা দেখার জন্যই মানুষের সমাগম ঘটে এই তিস্তা ব্যারেজে। ঠিক আমরাও আমাদের গ্রামের বেশ কয়েকজন যুবক ছেলে মিলে সিএনজি যোগে একদিন ঘুরতে গিয়েছিলাম এবং সেখানকার আরো চিত্র এবং অভিজ্ঞতা নিয়েই আজকের ব্লগটি।
তিস্তা ব্যারেজের আরেক নাম ডালিয়ার ব্রিজ । যাহোক আমরা সেদিন সিএনজি ভাড়া করেই প্রায় ছয় সাতজন যুবক ছেলে একসাথে গিয়েছিলাম যাওয়ার মুহূর্তেই আমাদের সিএনজি নষ্ট আর এজন্যই সেখানে যেতে বেশ সময় লেগেছিল ৷ আমাদের পঞ্চগড় থেকে ডালিয়ার দূরত্ব ছিল প্রায় 65 থেকে ৭০ কিলোমিটার ৷ যা হোক আমরা সকালেই সেদিন রওনা দিয়েছিলাম এবং প্রায় দুই ঘণ্টার পর আমরা সেই ডালিয়ার তিস্তা ব্রিজে উপস্থিত হয়েছিল বা পৌঁছাতে পেরেছি৷ সত্যি বলতে সেখানকারর জায়গাটা ছিল অনেক নীরব আর সবুজ প্রকৃতির ঘন ছায়া আচ্ছাদন ৷ বিশেষ করে সেখানকার আশেপাশে কোন বাড়িঘর ছিল না ৷ চারদিকেই সবুজ প্রকৃতি আর এই তিস্তা নদীর পানির কলকল ধনী সব মিলে অনন্য পরিবেশের অন্তর্গত৷
যদি আরো সহজ ভাবে বলি আপনাদের কে৷ তবে আমাদের কমিউনিটির সিয়াম মডারেটর ভাই আমরা হয়তো সবাই চিনি এবং তার মা সেলিনা সাথী তারাও এই ডালিয়ার ব্রিজ বাতিস্তা ব্রিজ সম্পর্কে ভালোই জানে ৷ আমার যতটা ধারনা ৷
বন্ধুরা আজকের এই পর্বে এখানেই শেষ করছি দ্বিতীয় পর্বে আরো আপনাদেরকে ভালো ভাবে বোঝানোর মাধ্যমে সেই সাথে সেখানকার কাটানো অনুভব-অনুভূতি এবং ফটোগ্রাফি সহ উপস্থাপন করবো৷ এমনটাই আশা প্রত্যাশা করছি আসলে ট্রাভেল পোস্ট একটি ব্লগেই শেষ করা যায় না ৷ কারণ সেখানকার ঘটনা বা সেখানে কি কি স্বচক্ষে দেখেছি সেখানকার অভিজ্ঞতা সবকিছু আসলে একসাথে বলা সম্ভব না ৷ তাই আপনাদের কাছে আমি বেশ কয়েকটি পর্ব নিয়েই এই ডালিয়ার তিস্তা ব্রিজ ভ্রমণের কাহিনী শেয়ার করবো৷
আর সেই আশা প্রত্যাশা রেখেই আজকের ব্লগের প্রথম পর্ব এখানেই শেষ করছি৷
প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @gopiray |
ডিভাইস | realme 12 |
https://twitter.com/gopiray36436827/status/1749090047645876486?t=dX65H5FksqU10kQE5SPliA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি ব্রিজ ভ্রমণ করে চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ব্রিজের চারপাশের পরিবেশটি দেখতে অনেক ভালো লাগলো আমার। একই সাথে অনেক সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন আপনি আমাদের মাঝে। দারুন একটি ভ্রমণের পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ৷ভ্রমন করতে ভালোই লাগে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দারুণ একটা জায়গায় ভ্রমন করলেন সত্যি অসাধারণ। আমার তো দেখে মন চাইছে ভাইয়া তিস্তা নদীর ব্রিজ ভ্রমন করার জন্য। তবে তিস্তা নদী নিয়ে অনেক গল্প কাহিনী আছে আমাদের দেশে। যাক সেগুলোর দিকে যাচ্ছিনা। তবে আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে দারুন উপভোগ করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু এই তিস্তা নদী নিয়ে সরকার অনেক কিছু বাস্তবায়ন করছে ৷কিন্তু ভারত সরকার সায় দিচ্ছে না ৷
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিস্তা নদী নিয়ে অনেক কিছুই শুনেছি। তবে আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে তিস্তা নদীর আরো অনেকগুলো বিষয় জানতে পারলাম৷ আজকে আপনি এই তিস্তা নদীর ব্রিজ ভ্রমন করতে গিয়েছেন শুনে খুব ভালো লাগলো৷ আমারও ইচ্ছে করছে এই ব্রিজ থেকে এখনই যেন ঘুরে আসি৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর পোস্টে পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনিও তাহলে তিস্তা নদী নিয়ে অনেক কিছু শুনেছেন যা হোক শুনে ভালো লাগলো ৷ পারলে চলে আসবেন বাংলাদেশ উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit