বিকেলের শেষ মূহুর্তে ঘোরাঘুরি ৷৷ গ্রাম বাংলার দৃশ্যপট

in hive-129948 •  last year 

আজ ০৪ই, ফাল্গুন |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG_20240209_184233.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ৷

প্রিয়, আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ৷ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়তই আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই রয়েছেন ৷ এভাবেই যেন প্রতিনিয়ত একে অপরের পাশে থেকে এ পরিবারকে আমরা অনেক দূর থেকে অনেক দূর নিয়ে যাব এমনটাই আশা প্রত্যাশা করি ৷ আমরা যতই একে অপরের অনেক দূরত্ব তবুও দিনশেষে এই পরিবারটা অনেক আপন মনে হয়৷ যেখানে আমাদের মনের অনুভব-অনুভূতিগুলো একে অপরের মাধ্যমে প্রকাশ করতে পারি৷ আর এজন্যই প্রতিনিয়তই শত ব্যস্ততার মাঝেও এই পরিবারের সাথে নিজেকে উজাড় করে দিয়ে ভালোবাসি ৷

যাহোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ৷ আজকের ব্লগে আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি গ্রাম বাংলার কিছু আলোকচিত্র এবং দৃশ্যপট নিয়ে৷ আসলে আমি ছোট থেকেই এই গ্রামের শৈশব কৈশোর যাই বলি না কেন৷ এখানেই বড় হওয়া সবকিছুই এই গ্রামকে ঘিরেই তাইতো প্রতিনিয়তই আমার গ্রাম কে আমি অনেক ভালোবাসি মাঠ ঘাট প্রান্তর সবুজ প্রকৃতি সবকিছুই আমার অনেক অনেক আপন মনে হয়৷ আজকে বিকেলের শেষ মুহূর্তে ঘোরাঘুরি করার মুহূর্তেই ফটোগ্রাফি করেছি৷ ভাবলাম আজকের ব্লগে এক্সাম বাংলার বৈচিত্র নিয়েই তুলে ধরি৷

IMG20240217135909_01.jpg

IMG20240217135928_01.jpg

IMG20240218171852.jpg

বর্তমান সময়ে গ্রামবাংলার রূপ-বৈচিত্র্য আবার নতুন করে সবুজ প্রকৃতির সান্নিধ্য বিকেলের শেষ মূহুর্তে ৷ অর্থাৎ ফাল্গুনের হাওয়া গাছছে গাছে নতুন পাতার নব যৌবন গাছে গাছে ফুলের মুকুল সব মিলে চারিদিকে এক নতুন প্রাণবন্ত সঞ্চার করছে ৷
বিকেল বেলা শেষ মুহূর্তে হঠাৎ করে চোখ পরল কৃষকের নতুন ধান চারা রোপনের জমির চারদিকে ৷ গ্রামের মেঠো পথের দুই দিকে সোনার ফসল ইতিমধ্যেই জমিতে ধানের চারা রোপন করা শেষ৷ এখন সার সেচ এসবের মাধ্যমেই তারা গুলোকে যত্নের মাধ্যমে বড় করবে৷
আসলেই গ্রাম বাংলার এসব রূপ-বৈচিত্র দেখে মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি জাগ্রত হয়৷ এজন্যই হয়তো বাংলার কবি , কিংবা শিল্পী গুণী জ্ঞানী ব্যক্তিগণ এই গ্রাম বাংলার রূপবত দেখেই গান কবিতা এসব মনের গভীর থেকে লিখেছে৷

যা হোক আমি নিজেও গ্রামের এমন রূপব বৈচিত্র দেখে মুগ্ধ ৷ তাই তো একটি গান আমার খুবই মনে পড়ছিল৷ এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি ৷গানটির বাস্তব রূপ যেন এই গ্রাম বাংলার রূপ বৈচিত্রগুলি মাঠঘাট প্রান্তর সবুজ প্রকৃতি যাই বলি না কেন চারদিকেই এক অন্যরকম ভালো লাগা ভালোবাসা জড়িয়ে রয়েছে৷

IMG20240218171824.jpg

IMG20240218171746.jpg

IMG_20240209_184233.jpg

IMG20240206164648.jpg

IMG_20240208_190401.jpg

যাই হোক প্রিয় বন্ধুরা আজকে বিকেল বেলা শেষ মুহূর্তে গ্রামের মেঠো পথের পাশ দিয়ে ঘোরাঘুরি করার মুহূর্তেই ভাবলাম আজকের ব্লগটি গ্রাম বাংলার প্রাক়তিক দৃশ্য নিয়েই করা যাক৷ আর তাইতো সন্ধ্যার মুহূর্তেই বাড়ি তে এসেই ব্লগটি লেখা শুরু করেছি৷

আশা করছি আপনাদের সবার এই গ্রাম বাংলার দৃশ্য বা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগবে ৷ এমনটাই আশা প্রত্যাশা রেখে আজকের ব্লগ এখানেই শেষ করছি৷



প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা গ্রামের ফটোগ্রাফি গুলো যা হয়েছে আমার তো দেখেই যেতে ইচ্ছা করছে এমন গ্রামে। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ আমিও অনেক বেশি পছন্দ করি আপনার মতই। বিকালের শেষ মুহূর্তে ঘোরাঘুরি করেছেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

Posted using SteemPro Mobile

হুমম ভাই আমি সচরাচর গ্রামের পরিবেশ ঘোরাঘুরি করতে বেশি পচ্ছন্দ করি ৷ যা হোক অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

আজকে আপনি গ্ৰাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন।এই বসন্তের বিকেল বেলার কিছু সৌন্দর্য আমাদের সকলকে দেখার সুযোগ করে দিয়েছেন। আপনার ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।এতো সুন্দর ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করি ৷

বিকেলের শেষ সময় কিংবা সন্ধ্যার কিছু আগ মুহূর্তে ঘুরতে অনেক ভালো লাগে এবং এই সময় ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি এবং সুন্দর মুহূর্ত পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ ঘোরাঘুরির সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

হুমমম আপু ঠিক বলেছেন বিকেলের শেষ মূহুর্তে গ্রামের পরিবেশ ঘোরাঘুরি করার আনন্দ টা অন্যরকম লাগে ৷ তাই তো চেষ্টা করেছি বিকেল বেলার ঘোরাঘুরি করার মূহুর্ত টা শেয়ার করার ৷

আপনাদের গ্রামটি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। এর আগেও আমি আপনার শেয়ার করা গ্রামের দৃশ্যের ফটোগ্রাফি দেখেছিলাম। এছাড়াও দেখেছিলাম ভিডিওগ্রাফি অনেক সুন্দর গ্রাম। আজকেও বিকালের শেষ মুহূর্তে খুব সুন্দর ঘুরাঘুরি করলেন। সেই সুন্দর মুহূর্ত গুলো আপনি আমাদের সাথে তুলে ধরলেন ফটোগ্রাফির মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।

হ্যা আপু আমি গ্রাম বাংলার রুপ সৌন্দর্য কে তুলে ধরার চেষ্টা করি মাত্র ৷ আর বিশেষ একেক সময় পরিবেশটা বেশ চমৎকার আর পরিবর্তন হয় ৷
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ৷

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।কি সুন্দর আপনার ফটোগ্রাফির হাত।আপনাদের অনেকের গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি দেখলে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে হয়।পথের যে ফটোগ্রাফিটা এটাও বেশ লাগলো। প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য ৷ আসলে গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতির রুপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি ৲৷ আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷

বিকেলের শেষ মুহূর্তে দেখছি বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলেন আপনি। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যাই। আর এরকম গ্রাম বাংলার মাঝে ঘুরাঘুরি করলে নিজের কাছেও খুব ভালো লাগে। এরকম প্রকৃতির মাঝে ঘুরতে গেলে আমার তো আর বাড়িতেই ফিরে আসতে ইচ্ছা করে না। শুধু ইচ্ছে করে এটার মাঝেই দিনটা কাটিয়ে দিই। গ্রাম বাংলার সৌন্দর্যকে আপনি ফটোগ্রাফির মাধ্যমে ও সুন্দর করে তুলে ধরেছেন, এটা দেখে আরো ভালো লাগলো।

হ্যা আপু বিকেল বেলা গ্রামের পরিবেশ ঘোরাঘুরি করার আনন্দ টা অন্যরকম লাগে ৷ আর আমি তো গ্রামে বসবাস করি ৷ তাই প্রতিনিয়ত এমন পরিবেশের অন্তর্গত পাই ৷

গ্রামের পরিবেশ গুলো এমনিতে দেখতে বেশ ভালো লাগে। তবে আপনি গ্রামে ঘুরতে গিয়ে বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে বিকেল বেলা গ্রামের পরিবেশে ঘুরার মজাই আলাদা। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে এমনিতে মানুষ মুগ্ধ হয়ে যায়। আমি নিজেও সময় পেলে আমাদের গ্রামে এসব জায়গাগুলো সবাই একসাথে ঘুরতে চেষ্টা করি। যাইহোক সুন্দর করে পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

হুমমম আপু গ্রামের পরিবেশ প্রকৃতির রুপ সৌন্দর্যের প্রতিনিয়ত মনোমুগ্ধকর ৷ আর বর্তমান এই ফাগুনের হাওয়ায় চারিদিকে এক নতুন পরিবেশ প্রকৃতি ধারন করেছে ৷
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য ৷