আজ ২৬শে, বৈশাখ | ১৪৩১ বঙ্গাব্দ, |গ্রীষ্মকাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
আর তাইতো আজকের ব্লগে এলোমেলো কিছু ফটোগ্রাফি নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি ।আসলে ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগা ভালোবাসার বিষয়বস্তু । আমার বাংলা ব্লগের প্রায় প্রতিটি ইউজার বন্ধু বেশ সুন্দর আর প্রাণবন্তর ফটোগ্রাফি উপস্থাপনা করে থাকে। আমিও প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি ব্লগ শেয়ার করে থাকি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যবে থেকে এই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে শুরু করছি। ঠিক সেদিন থেকেই ফটোগ্রাফি করার প্রতি এক অন্যরকম আস্থা ভালোলাগা শুরু হয়েছে।
যা হোক চলুন এবার দেশে আসা যাক । আমার এলোমেলো কিছু ফটোগ্রাফি সেই সাথে আমার উপস্থাপনা। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। এমনটাই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে শুরু করছি আমার আজকের ফটোগ্রাফি ব্লগ।
ফটোগ্রাফি-০১
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
জবা ফুল কমবেশি সবাই চিনি তবে জবা ফুলের মধ্যেও অনেক রঙের জাতের হয়। তবে আমার কাছে লাল জবা ফুলটি অনেক ভালো লাগে । ফুলের গাছটি আমার নিজ বাড়িতে লাগানো। জবা ফুলটি ভালো লাগে ফুলের শীর্ষ বিন্দু টি দেখে ।
ফটোগ্রাফি-০২
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
এই ফুলটির নাম আমার জানা নেই । তবে যতটা মনে হয় জিনিয়াস ফুল হবে । কিছুদিন আগে যখন নার্সারিতে গিয়েছিলাম তখন ফটোগ্রাফি করেছিলাম ।এসব জিনিয়াস ফুল অনেক রঙের হয়ে থাকে আর দেখতেও অনেক ভালো লাগে।
ফটোগ্রাফি-০৩
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
সাদা গোলাপ আমার সবচেয়ে প্রিয় একটি ফুল। তবে গোলাপ সব রঙের ফুল গুলোই ভালো লাগে। তবে ব্যক্তিগত ভাবে সাদা গোলাপ টা আমার কাছে ভালো লাগে ।
ফটোগ্রাফি-০৪
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
মাধবীলতা যদি ভুল না বলি । আসলে এতো এতো ফুলের মাঝে ফুলের নাম মনে রাখা টা আমার কাছে বেশ কষ্ট সাধ্য। আমি ফুলকে ভালোবাসি তবে ফুলের নাম মনে রাখতে পারি না । এই মাধবীলতা ফুল গুলো একসাথে অনেক গুলো ফুটে থাকে । বিশেষ করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাড়ির গেটের সামনে বেশ ভালো মানায় ।
ফটোগ্রাফি-০৫
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
লেবুর ফুল আমরা সবাই জানি সব ফলের ফুল হয় ।যেমন লেবুর ফল হওয়ার আগে ফুল ফোটে একসাথে ঝোপা আকারে ফুল ফোটাতে দেখতে অনেক সুন্দর লাগছে ।
ফটোগ্রাফি-০৬
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
এটি একটি মন্দির প্রতিষ্ঠানের ফটোগ্রাফি । যদিও মন্দির টি অনেক পুরনো তবে মন্দিরে ডিজাইন নকশা সেই সাথে মন্দির টিও অনেক সুন্দর একটি মন্দির । এই মন্দিরের নাম গোলকধাম মন্দির আমার বাড়ির কিছু দুরে অবস্থিত ৷
ফটোগ্রাফি-০৭
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
গতকলা বৃষ্টি পর কচুর পাতায় বৃষ্টির ফোটা পানি গুলো দেখতে পেয়ে ফটোগ্রাফি করেছি। আসলে কচুর পাতার উপরে দেখতে বেশ সুন্দর লাগছে তা বলতেই হবে ।
তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকে রেনডম এলোমেলো ইউনিক কিছু ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ।
এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
🍂🍂 পোষ্ট বিবরন 🍂🍂
বিষয় : | ফটোগ্রাফি |
---|---|
ছবিঃ | @gopiray |
ক্যামেরাঃ | realme C12 |
লোকেশন: | বাংলাদেশ 🇧🇩 |
আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। সবগুলো ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। সাদা গোলাপ আমারও প্রিয় একটা ফুল। গোলাপ ফুলের ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হলাম। মন্দিরের ফটোগ্রাফি টাও ভালো লাগলো দেখে। সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমার মনের কথা বলেছেন ভাইয়া আসলে ফটোগ্রাফি আমারও অনেক বেশি প্রিয় আপনার মতই। তবে ফটোগ্রাফির মধ্যে ফুলের ফটোগ্রাফি করতে সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু ঝামেলা হল ফুলকে ভালোবাসি অনেক কিন্তু ফুলের নাম মনে থাকে না হি হি। সে যাই হোক আপনি কিন্তু একদম চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন ভাইয়া। বিশেষ করে লেবুর ফুল মাধবীলতা ফুল আর জিনিয়াস ফুল এই তিনটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আগামীতে আরো দারুন সব ফটোগ্রাফি শেয়ার করবেন ভাইয়া কারণ আপনার ফটোগ্রাফি গুলি আমার কাছে খুবই পছন্দ শীল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি সব সময় ভিন্ন ধরনের ফটোগ্রাফি করার চেষ্টা করেন দেখে অনেক ভালো লাগে। কচুর পাতার ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে। আপনি কিন্তু আগের চেয়ে এখন ভালো ফটোগ্রাফি করেন। দারুন ছিল আজকের ফটোগ্রাফি গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে জবা ফুল ও গোলাপ ফুল টি দারুণ হয়েছে। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি আমাদের মাঝে অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আর লেবুর যে ফুল হয় সেই ফুলের গন্ধটা আমার অনেক বেশি প্রিয়। পুরনো যে মন্দিরের ছবিটা আপনি শেয়ার করেছেন এইসব মন্দিরের কারুকার্য অনেক নিখুঁত দেখতে পাচ্ছি। এছাড়াও কচুর পাতার উপরে জলের ছবিটা অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল ভাইয়া। যেখানে আমি লক্ষ্য করে দেখতে পারলাম লেবুর ফুল এছাড়া বিভিন্ন পর্যায়ের ফুল ছিল আপনার পোস্টে পাশাপাশি ছিল একটি মন্দির। মন্দিরের ছবিটা অনেক সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি খুব ই চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি যখন ফটোগ্রাফি পোস্ট দেখি তখন আমার অনেক বেশি ভালো লাগে। যার কারণে সবগুলো ফটোগ্রাফি পোস্ট এর মধ্যে আমি কমেন্ট করার চেষ্টা করি। অপেক্ষা ফটোগ্রাফি আমার ভালো লেগেছে। কিন্তু লেখাগুলোও তুলনামূলক একটু কম হয়ে গিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে জবা, গোলাপ, মাধবীলতা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। তবে বেশি ভালো লেগেছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমিও জানি না। কচু পাতার মধ্যে বৃষ্টির ফোঁটার ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাইয়া চোখ জুড়ানো বেশ কয়েকটি ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফী গুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি ফটোগ্রাফী করতে অনেক বেশি পারদর্শী।আর আপনার ফটোগ্রাফী গুলো দেখে মনে হচ্ছে আপনার ফটোগ্রাফী করার হাত অনেক ভালো। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এলোমেলোভাবে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি অনেক পরিষ্কার। আপনার শেয়ার করার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সব থেকে বেশি ভালো লেগেছে বৃষ্টির পানি কচুর পাতার উপর ফোটা ফোটা ভাবে রয়েছে এই ফটোগ্রাফি টা। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit