শ্রী কৃষ্ণের দোল উৎসব ৷৷

in hive-129948 •  11 months ago 

আজ ১৩ই , চৈত্র | ১৪৩০ বঙ্গাব্দ, | বসন্ত-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20240326185642_01.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।

সুপ্রিয় , সকল ব্লগার ভাই-বোন বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। হয়তো বা পোস্টের টাইটেল দেখে বুঝতে পেরেছেন । যা হোক সবাইকে আবারো দোল উৎসব বা হোলি উৎসবে শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বারো মাসে তেরো পার্বণ তাইতো প্রতি। মাসই দু-একটি করে পুজো উৎসব আয়োজন চলে থাকে। বিভিন্ন মন্দির মেলা উদযাপন সেইসঙ্গে ধর্মীয় বিশাল মিলন মেলায় এই পুজো পার্বণ মেলা অনুষ্ঠিত হয়। গত দুদিন আগে হোলি উৎসব উৎযাপন হলো অর্থাৎ আবিরের রঙে রঙিন পুরো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের এছাড়াও এই হোলি উৎসব ভারতবর্ষের সবচেয়ে বড় মহোৎসব নামে খেত । যদিও আমাদের বাংলাদেশে এই উৎসবটি উদযাপন করা হয় । তবে তেমন খুব একটা আনন্দের সহিত হয় না।

বাঙালির সনাতন হিন্দুদের পার্বণের কোনো শেষ নেই ।এই উৎসব টি পালন করা হয় এ জন্য বৃন্দাবনে আবির ও নিয়ে শ্রী কৃষ্ণ, রাঁধা এবং তার গোপীগনের সঙ্গে হোলি খেলেছিল ।আর সেই ঘটনা থেকে উৎপত্তি হয় দোল খেলা।

গতকালকেই আমাদের বাড়ির কিছু দূরে শ্যাম কৃষ্ণ মন্দির আছে । তাইতো সেখানে ছোট্ট পরিসরে এই দোল উৎসব উদযাপিত হয়ে থাকে । প্রতি বছরে যেখানে বিভিন্ন প্রান্তর থেকে দোল ঠাকুর নিয়ে আসে বাজনার তালে তালে নৃত্য পরিবশেনা। সেই সঙ্গে রঙ্গে রাঙ্গিয়ে একে অপরকে এই দোল উৎসবের বা হোলি উৎসবের আনন্দে মেতে ওঠা । সব মিলিয়ে সেদিনের সময়টা কেটে ছিল অনেক সুন্দর আর প্রাণবন্তর তাই তো আজকে ব্লগে সেই দোল উৎসব নিয়ে কাটানো মুহূর্ত অনুভুতি নিয়েই আজকের ব্লগটি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি।

IMG20240326180335_01.jpg

IMG20240326180308_01.jpg

IMG20240326180329_01.jpg

IMG20240326175552_01.jpg

IMG20240326174347_01.jpg

IMG20240326180051.jpg

IMG20240326180536_01.jpg

এ পোষ্ট আপনারা সবাই বুঝবেন কিনা তা জানি না ।তবে এখানে যারা যারা সনাতন ধর্মীয় মানুষ জন্য রয়েছে তারা এই পোস্টটি পড়লে ঠিক বুঝতে পারবে ।যে গ্রামে পাড়ায় পাড়ায় দোল ঠাকুর নিয়ে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো আজও মনে পড়ছে । বিশেষ করে ছোট বেলার কাহিনী গুলো দোল ঠাকুর বানিয়ে দলবেঁধে গ্রামে গ্রামে চাঁদা তুলতাম এবং এরপর প্রসাদ করে ।সবাই মিলে পিকনিক করতাম আর সব মিলে অনেক আনন্দে মুহূর্ত ছিল।

সেদিন মন্দিরে অনেক ঠাকুরের সমাগম ঘটেছিল ।সেইসঙ্গে বাজনার তালে তালে নৃত্য অনেক ভক্ত সজ্জন দূর দূরান্ত থেকে মন্দিরে এসেছে । এই মুহূর্তগুলো অতিবাহিত করার জন্য । তবে দুঃখের বিষয় কি মন্দিরটা আমাদের আজও খুব একটা উন্নতি হয়নি । সাধারন একটি ঘর আর সেখানেই আমরা পূজা অর্চনা।
যা। হোক মেলাতে বিকেলের শেষ মুহূর্তে গিয়েছিলাম প্রথমত খুব একটা মানুষের সমাগম ছিল না। তবে সময়ের সাথে সাথে সন্ধ্যা ঘনিয়ে আসার পর পরিবার পরিজন নিয়ে সবাই এই উৎসবে অংশগ্রহণ করার জন্য মন্দির এসেছেন।

IMG20240326191938.jpg

IMG20240326191805.jpg

IMG20240326191810_01.jpg

IMG20240326184717_01.jpg

IMG20240326184750_01.jpg

যা হোক আরো ভালোভাবে বোঝানোর জন্য আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিওগ্রাফি শেয়ার করছি ।তাহলে হয়তোবা আর একটু ভালো করে বুঝতে পারবেন আশা করি।

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি । আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো। এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।



পোষ্ট বিবরন


শ্রী কৃষ্ণের দোল উৎসব
ক্যামেরাঃ realme C12
ছবি ক্যাপচারঃ gopiray
লোকেশনঃhttps://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ ❤।। বাংলাদেশ।।



🙏 সবাইকে ধন্যবাদ 🙏

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png


আমার পরিচয়


আমি গোপাল রায় গোপী স্টিমিট আইডি @gopiray। আমি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাস করি । আমি পেশাগত দিক থেকে একজন ছাত্র অনার্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছি । আর তার পাশাপাশি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করছি ।আর গর্বিত যে আমি একজন বাঙালি সেই সাথে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আমি ফটোগ্রাফি ভ্রমণ, গান গাওয়া এছাড়াও কবিতা লিখতে ভীষন ভালোবাসি । এছাড়া নতুন বিষয় জানতে শিখতে ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শ্রী কৃষ্ণের দোল উৎসব এর বেশ দারুন কিছু দৃশ্য আপনি তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে। সাথে একটি দারুন ভিডিওগ্রাফি ও উপহার দিয়েছেন আমাদের সবার বোঝার সুবিধার্থে। দোল উৎসবে বোঝা যাচ্ছে ভাইয়া আপনি অনেক বেশি মজা করেছেন যদিও বা বিকেলের দিক পৌঁছেছিলেন। এরকম সুন্দর কিছু দৃশ্য এবং আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

জি ভাই দোল উৎসবে অনেক ইনজয় করেছি ৷ ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷

দোল উৎসবের কিছু মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই দোল উৎসব আমাদের এদিকে তেমন একটা উদযাপন করা হয় না ।কিন্তু ভারতে এই উৎসবটা অনেক জনপ্রিয় ।আপনার ভিডিও গ্রাফির মাধ্যমে দেখতে পেলাম অল্প বয়সের কিছু ছেলেরা দল নিয়ে অনেক উদযাপন করছে।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন আমাদের বাংলাদেশের চেয়ে ভারতে বেশি জনপ্রিয় ৷ অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য ৷

এরম দোল যাত্রা পালন প্রথম দেখলাম। খুব ভালো লাগলো। জয় শ্রী কৃষ্ণ ♥️

কি বলেন দাদা আপনাদের ওই দিক এমন হয় না তাহলে ৷

দোল উৎসবের বিভিন্ন মুহূর্ত ফেসবুক ও ইউটিউব এর মাধ্যমে দেখা হয়েছে এবং তারা খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করেছে৷ খুব মজাও করেছে৷ আজকে আপনিও ঠিক সেরকমই কিছু সুন্দর সুন্দর মুহুর্ত ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে খুব সুন্দরভাবে ভিডিওগ্রাফির মাধ্যমে এটি আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷ এই উৎসবে আপনি অনেক মজা করেছেন যা দেখেই বুঝতে পারছি৷ খুব ভালো লাগলো আপনার এই পোস্টটি দেখে৷

ফেসবুক ব ইউটিউবে দেখেছেন তাহলে ৷ আবার আমার পোষ্টে ফটোগ্রাফি ভিডিও সহ ৷ আশা করি আপনার কাছে ভালো লেগেছে ৷