||জীবনের লক্ষে পৌঁছানোর নাম সফলতা|| @shy-fox 10% beneficiary

in hive-129948 •  2 years ago  (edited)

আজ- ২৭ই,ভাদ্র , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল |



নমস্কার-আদাব🙏
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটিআমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷

basketball-2258650_640.webp
images



জীবনে সফলতা এই সফলতা কে না চায়!! প্রতিটি ব্যক্তি থেকে শুরু করে প্রতিদিন মানুষের মনে বা ভেতরে জাগে শুধু সফলতার চিন্তা ৷কিন্তু এই সফলতা পেতে হলে আমাদের কি করতে হবে কি করা উচিত ৷তা কেও কি একবার মনে উপলব্ধি করতে পেরেছে ৷জানি না হয়তোবা কেউ কেউ উপলব্ধি করেছে৷ আসল কথা সফলতা কাকে বলে সফলতা আসলে কি?

সহজ কোথায় বলতে গেলে যারা নিজের লক্ষ্য স্থির
থাকে ৷ নানা পরিশ্রম ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে পরিশ্রম করে সফলতা অর্জন করেছে৷ এক কথায় বলতে গেলে যতক্ষণ পর্যন্ত সফলতা না আসে ঠিক ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার নামই সফলতা৷ কারণ সফলতা মুখে বললেই আর চাইলে কখন পাওয়া যায় না ৷সফলতা পেতে হলে নিজেকে অনেক দূর যেতে হবে আর এটাই বাস্তব৷

একটা কথা শুনেছি কোন কিছু না করলে বিজয়ের ধ্বনি শোনা যায় না৷ আর যারা শক্তি রেখে চলে তারা কখনো হারে না, ব্যর্থতা তো পরীক্ষা মাত্র৷কথাগুলো ছোট্ট হলেও এই ভিতরে থাকা গভীরতা অনেক সত্যি বলতে গেলে হাত গুটিয়ে বসে থাকলে কোন কিছু এসে তোমার হাতে ধরা দেবে না৷ আর নিজের মনেক শক্তি ও সাহস জোগাতে হবে ৷ মাথায় একটা কথা রাখা উচিত ৷ আমি বা আপনারা একা একা হাঁটতে শিখিনি এই হাঁটা শেখার জন্য কতবার পড়তে হয়েছে তার কোন হিসাব নেই৷ আছাড় না খেয়ে কেউ হাঁটা শেখেনি যতবারই আছাড় খেয়ে পড়েন না কেন নিজেকে আবার নতুন করে সাজাতে উঠতেই হবে৷ ঠিক তেমনি এই সফলতা অর্জন করতে হলে ৷তোমাকে বাধা-বিপত্ত পড়তে হবে তাই বলে নিজেকে হতাশা ব্যর্থতা বলে চালিয়ে দেওয়া ঠিক নয়৷
আর সফলতা অর্জন করতে হলে ব্যর্থতা কেউ মানতে হবে ৷আর গোল দিতে হলে তোমাকে ছাড়া মাঠ ঘুরতেই হবে কারণ না ঘুরলে তুমি কখনো বল পাবে না ৷আরে বল কে পাওয়ার জন্য তোমাকে দৌড়াতেই হবে ঠিক তদ্রূরুপ সফলতা পেতে হলে তোমাকে দৌড়াতে হবে বসে থেকে সফলতা অর্জন কখনোই সম্ভব নয় ৷

possible-4062883_640.jpg
Images

যেমন ট আমি সাতাঁর জানি না ৷কিন্তু এই সাতাঁর শেখার জন্য অবশ্যই আমাকে তো পানিতে নামতে হবে৷ এখানে যদি আমি পানিতে না নামি তাহলে কিভাবে সাঁতার শিখব পানিতে নামলাম সাঁতার শেখার জন্য আমাকে তো সাত রাতে হবে ৷আমি না শুধু শরীরকে ভাসিয়ে দিলে কি আর সাঁতার শেখা সম্ভব ৷তদ্রূপ সাঁতার শেখার জন্য যেমন দু'পা দুই হাতকে কাজে লাগিয়ে সাঁতার শিখতে হবে৷
একটি বাস্কেট বল কে তার ঠিক জালের ভিতরে ফেলতে হলে আমাকে ছাড়া মাঠ ঘুরার পর নির্দিষ্ট লক্ষ্যে আমাকে সে বাস্কেটবলটি ই জলের মধ্যে ফেলতে হবে৷ সেটা অবশ্যই লক্ষ্য রেখে আর এই লক্ষ্য ঠিক রাখলে আর মনে সাহস থাকলে অবশ্যই সম্ভব হবে ৷

achieve-1822503_640.webp
Images
আর সর্বোপরি মনে দীর্ঘশক্তি বিশ্বাস অটুট থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷একটা কথা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর৷ মনে প্রানে বিশ্বাস থাকলে সেই বিশ্বাসটুকু কে মনে ধারণ করলে জীবনে সফলতা নিশ্চিত৷ হাল ছেড়ো না তবে হেরে যাবে চেষ্টার কোন কমতেছে না ব্যর্থ আসবে চেষ্টা করো সফলতা একদিন ধরা দেবে ৷
ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন!!

অভিবাদন্তে: @gopiray

🙏সবাইকে অসংখ্য ধন্যবাদ🙏

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmR3C8Fg3QT9iRz7mwVsTZZpendjwKtuitxb6QVkhPwUVPETtkbK9A1G2NvA6...9jU8mh7Mgevyq4t5hFmNHNoM2EQoSoKr5GMud2bMqjcwNqPhSPuNcjShfbZpjV4AvwCNhYi8NMN7pYMXATCqV93t5bGwR69NoBAsaaLVm6MySCNDe4Bj8EZPRo.gif

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW13LY1zYRDByKGKKzJeJ1G4osfixFMyXTSDQcXCAX6y1byZBQkhLBJc2MZ1xVhq6gWGvTrpL4KajjqYfT7La6WUgFNy85FZSLnnUzW7tSt2U59iWLm7jx2CV7qhZu7VEeUDyN9hgygTXcJJdNF3XWvowxMfo9G (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ভাবে বলেছেন ভাই। মানুষ হয় জেতে না হয় শেখে।কিন্তু একবার সফল হতে না পারলে যদি কেউ হাল ছেড়ে দেয় তবে সে কখনো জীবনে কিছু করতে পারবে না।সফলতার মূলমন্ত্রই লেগে থাকা।এত সুন্দর অনুপ্রেরণা মূলক পোস্ট এর জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই গঠন মূলক মন্তব্য করার জন্য

ঠিক বলেছেন ভাই।
জীবনে যেটা লক্ষ্য করব হাজারো কষ্ট হাজারো দুঃখ সবকিছুকে ভুলিয়ে সেই লক্ষ্য টাকে যদি পরিপূর্ণ করতে পারি তাহলেই আমরা আমাদের জীবনে সফলতা নামক শব্দটি নিয়ে আসতে পারবো।
আপনার জন্য শুভকামনা রইল আপনি অনেক সুন্দর একটি বিষয় আমাদের সাথে তুলে ধরার জন্য

হুম জীবনের লক্ষে পৌঁছানো সবার জরুরী৷
ধন্যবাদ

যদি লক্ষ থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবেই দেখা দেখা হবে বিজয়ে,,, লেখাটা দারুন ছিল,,

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য

প্রথমত মার্কডাউন যথার্থ হয় নাই এবং তারপর কনটেন্টটি অনেক ছোট হয়ে গেছে।

ভাইয়া খুবই দুঃখিত আশা করছি এরপর এ রকম হবে না ৷ অবশ্যই কনটেন্ট বড় করার চেষ্টা করবো ৷

আচ্ছা ভাই এখন যদি ঠিক করি ৷তাহলে হবে তো বলবেন প্লিশ