আজ ০৬ই, ফাল্গুন |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
ছবি Pixabay
প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ আসলে আমার বাংলা ব্লগ মানে যেন ভিন্নধর্মী কিছু আয়োজন ৷ যেখানে প্রতিনিয়তই নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে চেষ্টা করি ভিন্ন কিছু উপস্থাপন করার ৷ আর সেই ধারায় আজকের এই নতুন ব্লগটি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি ৷ ইতিমধ্যেই হয়তোবা আজকের ব্লগের টাইটেলটা দেখেই বুঝতে পেরেছেন ৷ যে আসলে কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি৷ তো চলুন না দেরি না করে শুরু করা যাক আমার আজকের ব্লগের মেইন ধারায়৷
আমার মানুষ জীব শ্রেষ্ঠ জীব হলেও বর্তমান প্রেক্ষাপটে মানুষ জীব অনেকটাই স্বার্থপরতা এবং নিজের জন্যই ৷ যেখানে আমরা মানুষ হিসেবে অন্যজনকে খুব একটা প্রাধান্য দেই না বললেই চলে ৷ অর্থাৎ আমাদের চারপাশে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন অনেক রয়েছে যাদের অনুপ্রেরণায় আমরা বেঁচে আছি৷ কিংবা এখনো স্বাভাবিক জীবন যাপন করে চলেছে৷ কিন্তু এই চারপাশের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনদের মধ্যে কিছু মানুষ ব্যক্তিবর্গ মানুষ রয়েছে যাদের সাথে আসলে আমরা যতটা ভালো মানুষ হিসেবে মনে করি৷ ততটা ভিতর থেকে নয় তারা মন থেকে তাদের নিজের স্বার্থের জন্যই আমাদের সাথে থাকে কিংবা বন্ধু কিংবা আত্মীয় স্বজনের মতো পাশে থাকে ঐ কিন্তু প্রকৃত অর্থে তারা স্বার্থপরতার মানুষ৷
যদি আমার ধারণা থেকে আমি বলি ৷ যখন পকেট ভর্তি টাকা বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন তখন দেখবেন
বন্ধুবান্ধব প্রিয়জন এসবের অভাব নেই তুই যদি আমার ব্যক্তিগত জীবনে তা নয় সবার জীবনে৷
সেসব বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পাশে থাকবে৷ তবে দিনশেষে যখন শূন্য পকেটে আমরা চলাচল করি তখন আসলে বাস্তবতার চরম যে নিম্নমতা তা বুঝতে পারি ৷ আমরা ভুলে যাই যে আসলে আমাদের এসব বন্ধু-বান্ধ শুধুমাত্র. সুখে পাশে থাকে দুঃখে কখনো নয়৷
আর এটাই হলো বাস্তবতা৷
আর এজন্যই আমি মনে করি যে শূন্য পকেটে বোঝা যায় বাস্তবতা কতটা কঠিন৷
শূন্য পকেটে আপনার পাশে কেউ দাঁড়াবে না ৷ আপনাকে সাহায্য কিংবা হেল্প করার তো দূরের কথা ৷ তারা আপনার ধারের কাছেও ফিরবে না ৷ আর যেই মুহূর্তে পকেট ভরা টাকা ঠিক তখনই দেখবেন চারিদিকের কত বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন পাশে দাঁড়াবে৷ কথার ছলে কিংবা আনন্দের সুরে যে যাই হোক সবকিছু মিলিয়ে অনেকটা সুখময় স্মৃতি গড়ে তুলবে৷ কিন্তু বাস্তবতার নিরিখে এই মানুষগুলো কখনোই দুখে কিংবা কষ্টের পাশে থাকবেন৷
আর জন্যই হয়তো একটা প্রবাদ আছে না৷ যে সুসময়ে বন্ধু অনেক অসময়ে কেউ কারো নয়৷ এই কথাটার মর্মার্থ আমি মনে করি আমাদের এই চলার জীবনে সত্যি এটাই বাস্তবতা৷ যে আসলে আমাদের সুসমেয়ের বন্ধু অনেক কিন্তু অসময়ে কেউ কারো নয় ৷
যাই হোক সর্বোপরি আমাদের ব্যক্তিগত জীবনে চলার পথে আমরা প্রতি মুহূর্ত বা প্রতিনিয়তই সেই সব মানুষকে প্রতিনিয়তই কাছে থাকবো যেগুলো আমাদের সুখময় নয় দুঃখময় পাশে থাকবে৷ যারা শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য নয় সমষ্টিগত স্বার্থ নিয়ে যারা পাশে থাকবে ৷ একমাত্র তাদেরকেই আমাদের জীবনের সঙ্গে বা চলার পথে সারথি হিসেবে বেছে নেওয়া উচিত ৷
মানুষ তো সবাই কিন্তু প্রকৃত অর্থে বিবেক বুদ্ধি বিচক্ষণতার মনুষ্যত্ববোধ যাদের অন্তরে পরিচালিত হয়৷ মূলত সেই সব মানুষকেই প্রকৃত অর্থে মানুষ বলে৷
যাই হোক সবশেষ এটাই সত্য আর বাস্তব৷ যে আসলে শূন্য পকেটে বোঝা যায় বাস্তবতা কতটা কঠিন৷
প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @gopiray |
ডিভাইস | realme 12 |
https://twitter.com/gopiray36436827/status/1759592732056596625?t=3_DBWYmww8RI1xx8QtMndA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শতভাগ বাস্তব কথা বলেছেন আপনি। আসলে সত্যি খালি হাতে বুঝা যায় পৃথিবীর বাস্তবতা কতটা কঠিন। শূন্য পকেটে মানুষের মুখ এবং মুখোশ দুইটাই বুঝা যায়। বাস্তবতাকে খুব কাছ থেকে অনুধাবন করা যায় হাতে টাকা না থাকলে। এত চমৎকার বিষয় তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীর চরম সত্য কথা বলেছেন আমি আপনার সাথে একমত, পকেটে টাকা থাকলে পৃথিবীটা একরকম অপরদিকে পকেটে টাকা না থাকলে পৃথিবীটা ঠিক তার উল্টো, বেকার জীবনে প্রত্যেকটা ছেলে এই জিনিসটা অনুভব করে বলেন মনে করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit