আজ ২২শে, চৈত্র | ১৪৩০ বঙ্গাব্দ, | বসন্ত-কাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
সুপ্রিয় , আমার বাংলা ব্লগের সকল ব্লগার বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যেহেতু আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তাই তো পরিবারকে নিয়ে সবাই অনেক ব্যস্ততার সময় অতিবাহিত করছেন ।সেই সাথে আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই রয়েছেন। তবে আর যাই হোক জীবনের চলার পথে আমাদেরকে সবাই কে ভালো থাকতে হবে এটাই হলো মুখ্য বিষয়। আশা করছি সামনে ঈদকে দেখে পরিবারসহ ঈদের আমেজ বা ঈদের উৎসবটাকে অনেক আনন্দমুখর পরিবেশে উদযাপন করবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি । সেই সাথে ইতিমধ্যেই আবহাওয়া অনেক চেঞ্জ বা পরিবর্তন হয়ে গেছে বেশ গরম এবং কি তাপদাহের বয়ে যাচ্ছে । দিনশেষে জীবন যেখানে যেমন ঠিকই সেভাবেই জীবনকে বয়ে নিয়ে যেতে হবে । আর এটাই হলো বেঁচে থাকার বড় অনুপ্রেরণা।
সুপ্রিয় , বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। চেষ্টা করি প্রতিনিয়তই ভিন্ন কিছু ভিন্ন আয়োজনে উপস্থাপন করার। যেহেতু আমার বাংলা ব্লকু মানে ই ভিন্ন কিছু আয়োজন। তাইতো প্রতিনিয়ত ই চেষ্টা করি নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে ভিন্ন কিছু উপস্থাপন করার। আর সেই ধারায় আজকে ব্লগে গ্রাম বাংলার রূপবৈচিত্র নিয়ে । বলতে গেলে বিকেল বেলার শেষ মুহূর্তে ঘোরাঘুরি করার অভিজ্ঞতা নিয়েই আজকের ব্লগ । আশা করছি আমার বাংলা ব্লগ পরিবারের কাছে এই গ্রামের বৈচিত্র্য সেই সাথে আমার কাটানো মুহূর্ত অভিজ্ঞতাগুলো ভালো লাগবে। আর সেই আশা প্রত্যাশা ব্যক্ত শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।
বলা যায় কদিন ধরেই তাপমাত্রা বেশ বৃদ্ধি পেয়েছে । বেশি গরম রোদ সবমিলেই অতিষ্ঠ জনজীবন তা বলতেই হয়। সারাদিন ব্যস্ততার সময়ের পর বিকেলের শেষ মুহূর্তে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করার আনন্দ অনুভূতি । সেটা আসলে যারা এই বিকেল বেলার মুহূর্তে গ্রাম বাংলার সবুজ প্রকৃতির সান্নিধ্যে নিজেকে মেলে ধরেছে। একমাত্র তারাই এই অনুভব অনুভূতি গুলো বুঝতে পারবে।
আমিও বিকেল বেলার মুহূর্তে হঠাৎ ইচ্ছে করলো যে একটু সবুজ প্রকৃতির নিকট মনোরম পরিবেশে নিজেকে ফুরফুরে করে আসি। আর তাই তো নিজের জমি খেত দেখতে গেলাম বেশ অনেকদিন যাবত এই ধানের জমি দেখতে যাওয়া হয় না। ইদানিং আবার এই ধানের চারা বা ধানে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়েছে। মানুষ জন তাতে কীটনাশক ব্যবহার করছে আর এসব কিছু দেখার জন্যই আজকে মূলত আমার নিজস্ব জমি ক্ষেত্রে দেখতে যাই ।
আর তার সাথে দেখতে পেলাম পাশের জমিগুলোতেই কীটনাশক প্রয়োগ করছে। ঠিক সেই মুহূর্তেই কিছু ফটোগ্রাফি।
এমন সবুজ প্রকৃতির রুপ সৌন্দর্যকে দেখে কে না মুগ্ধ হবে। আসলে প্রকৃতির রূপ সৌন্দর্যের কোন শেষ নেই আর এজন্যই হয়তো সময়ের আঙ্গিকে বা সময়ের গতিতে তার রূপ সৌন্দর্য প্রতিনিয়তই পরিবর্তন হতে থাকে। বলতে গেলে এ প্রকৃতির রূপ সৌন্দর্য আছে বলেই আমরা হয়তো আমাদের এই সুন্দর জীবনকে উপভোগ করছি।
ছবিতে নিশ্চয় দেখতে পাচ্ছেন শেষ পাম্প যা দিয়ে কৃষকগণ জমিতে শেষ দিয়ে থাকে । আসলে বর্তমান সময়ে গ্রাম বাংলার কৃষকগুলো প্রতি সময় ব্যস্ততার দিন যাপন করছে। বিশেষ করে কৃষি জমির চাষাবাদ কীটনাশক প্রয়োগ শেষপ্রায়ক সব মিলে প্রতিমুহূর্তেই তাদের দিনগুলো যায় ব্যস্ততার মধ্য দিয়ে।
প্রকৃতির এসব রূপ সৌন্দর্যের মাঝে নিজেকে উজাড় করে সময় কাটানোর মুহূর্ত তা সত্যি অনেক সুন্দর লাগে। তবে দেখতে দেখতে কিভাবে যে সূর্য তার পশ্চিম দিকে অস্ত চলে গেল তা বলতে পারলাম না । ঠিক শেষ মুহূর্তের সবুজ প্রকৃতির সান্নিধ্যে সূর্যাস্তকে ফটোগ্রাফি করলাম। সেই সাথে ছোট্ট শিশির কণাগুলো উদ্ভিদ গায়ের উপর জমতে শুরু করলো।
আসলে গ্রাম বাংলার এমন বৈচিত্রগুলো কিছু দৃশ্যপট দেখলে দেশাত্মবোধক বা দেশের গানগুলো অনেক ভালো লাগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি । সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সত্যিই এ যেন এক রানী সেজে প্রতিনিয়তই ভিন্ন ভিন্ন বৈচিত্র আমাদের মাঝে বিলিয়ে দিচ্ছে ।
তো যা হোক সর্বোপরি এই ছিল আমার আজকের বিকেলবেলা গ্রামে ঘোরাঘরি করার মুহূর্ত ফটোগ্রাফি এবং আমার আমার অনুভব অনুভূতি। সবমিলিয়ে চেষ্টা করলাম গ্রামের এমন সবুজ প্রকৃতিকে তুলে ধরার। আশা করি আপনাদের সবার কাছে এমন গ্রাম বাংলার রূপববৈচিত্র্যকে সবার কাছে অনেক ভালো লাগবে। এমনটাই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।
প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি । আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো। এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
পোষ্ট বিবরন
বিকেল বেলা ঘোরাঘুরি
ক্যামেরাঃ realme C12
ছবি ক্যাপচারঃ gopiray
লোকেশনঃhttps://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ ❤।। বাংলাদেশ।।
🙏 সবাইকে ধন্যবাদ 🙏
|
---|
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVLMU4FpKtckuoin8KbQWb1WPoomLYRK865FhnMT8TVzg/w80t6c.jpg)
https://twitter.com/gopiray36436827/status/1776605241313517742?t=TM3E743zILMXJNXgMZvGZg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলেছেন ভাইয়া ইদানিং অনেক গরম পড়ছে আর এই গরমে বিকেল বেলা যে প্রকৃতির সান্নিধ্যে যে যেতে পারবে সেই বুঝতে পারবে যে এই প্রকৃতির সান্নিধ্য উপভোগ করা কতটা আনন্দের। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝাই যাচ্ছে আপনি খুব সুন্দর উপভোগ করেছেন প্রকৃতির সান্নিধ্য। প্রত্যেকটা ফটোগ্রাফিক খুবই সুন্দর হয়েছে পাম্পের পানি পড়ার ফটোগ্রাফিটি খুবই ভালো লাগছিল। অসম্ভব সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া জায়গাটা সত্যি খুব সুন্দর। আমরা শহরে থেকে এইরকম প্রকৃতির সান্নিধ্য খুব একটা উপভোগ করতে পারি না। যারা গ্রামে থাকে তারাই এইরকম সুন্দর প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পারে সব সময়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু বর্তমান গরম বেশ পরেছে ৷ আর কথা গুলো ভালো বলেছেন যে এসব প্রাকৃতিক সৌন্দর্য উপভোক করেছে এক মাত্র তারাই জানে৬ ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ ফটোগ্রাফি শেয়ার করেছেন বিশেষ করে গ্রাম বাংলার কৃষি কাজের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে।
ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে সেই সাথে সুন্দর উপস্থাপনা করেছেন অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই ৷ আমি চেষ্টা করেছি গ্রামের এমন সবুজ প্রকৃতি আর সৌন্দর্য কে তুলে ধরার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘোরাঘুরি করতে আমারও খুব ভালো লাগে আমিও বিকেলের কিছু মুহূর্ত একটু ঘুরাঘুরি করে পার করি। তবে ভাই আপনি দেখছি বিকালে খুবই দারুণ একটা শোনা অতিবাহিত করেছেন যদিও গরম খুব একটা বেশি তারপরেও প্রকৃতির মাঝে আপনি বিকেলের সময়টুকু পার করে বেশ আনন্দ উপভোগ করেছেন যা আপনার পোস্টে দেখে বোঝা যাচ্ছে। আপনি প্রকৃতির মাঝে সময় পার করার পাশাপাশি সেখান থেকে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘোরাঘুরি হলো মনের প্রশান্তি তাই মাঝে মধ্যে বিকেল বেলা গ্রামের পরিবেশে সময় অতিবাহিত করতে দারুন লাগে ৷ তাই তো চেষ্টা করেছি বিকেল বেলা ঘোরাঘুরি করার মুহুর্ত কিছু ফটোগ্রাফি ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাপমাত্রা আসলেই অনেক বৃদ্ধি পেয়েছে ৷ কদিন ধরে প্রচুর গরম লাগছে ৷ যাই হোক , ঘোরাঘুরি করলে মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায় ৷ একঘেমি কাটানোর জন্য মাঝে মাঝে টুকটাক ঘোরাঘুরি'র প্রয়োজন আছে ৷ তবে এমন সবুজ প্রকৃতির মাঝে সময় কাটালে নিমিষেই ভালোলাগা আর মুগ্ধতা আসে ৷ যাই হোক বিকেল বেলা সবুজ প্রকৃতির সৌন্দর্য বেশ ভালোই উপভোগ করেছিস ৷ তোর সুন্দর অনুভূতি এবং ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ শেয়ার করার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুমমম বন্ধু ঠিক ঘোরাঘুরি করার মাঝে একটা অন্য রকম প্রশান্তি লাগে ৷ ধন্যবাদ বন্ধু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তীব্র তাপদাহে জনজীবন আসলেই বিপর্যস্ত। আপনার গ্রাম বাংলার সবুজ প্রকৃতি দেখে খুব ভালো লাগলো।অনেক দিন পর সেচ পাম্প দেখলাম।এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়টা অনেক তাপদাহ বয়ে যাচ্ছে আপু ৷ অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শেয়ার করা দৃশ্যগুলো আমার বেশ ভালো লাগে। এত সুন্দর একটি ধানের ক্ষেত চারদিকে সবুজ আর সবুজ। এমন সুন্দর গ্রাম বাংলার সবুজ প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে। তাছাড়া বিকেল বেলায় ঘোরাঘুরি করতে খুব ভালো লাগবে। অনেক সুন্দর একটি জায়গায় খুব সুন্দর একটি মুহূর্ত আপনি কাটালেন। সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে ব্লগ শেয়ার করলেন অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু গ্রাম মানে বিকালের পরিবেশ টা মনোমুগ্ধকর ৷ আর ঘোরাঘুরি করার যে আনন্দ সেটা বলে বোঝানো সম্ভব নয় ৷ ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাই এসব প্রাকৃতিক দৃশ্যের জন্যই বাংলাদেশ সবার থেকে আলাদা। এবং এই গানটা শুধু আমাদের সাথেই যায় সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। প্রকৃতির এইরকম রুপ শোভা বৈচিত্র্য আমাদের মুগ্ধ করবেই। কী অসাধারণ লাগছে দেখতে এককথায় চমৎকার। গ্রামে সাধারণত ক্ষেতে পানি দেওয়া হয় এইরকম পাম্প দিয়েই। ধানক্ষেতের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম যথার্থ বলেছেন যে প্রাকৃতিক এমন দৃশ্যপট আছে বলেই বাংলাদেশ সবার থেকে আলাদা ৷ এই জন্য আমিও চেষ্টা করেছি গ্রামের দৃশ্য গুলো শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম বাংলার সবুজের প্রাকৃতিক দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। একেবারে মন জুড়ানো ফটোগ্রাফি করেছেন আপনি। ধান ক্ষেতের প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই এত অসাধারণ পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতি আমার কাছে খুবই ভালো লাগে। প্রকৃতি কেন জানি আমাকে অনেক মুগ্ধ করে। আপনি বিকেল বেলায় ঘোরাঘুরি করেছেন এবং সাথে বেশ কিছু প্রকৃতির ফটোগ্রাফিও করেছেন।আপনার পোস্টে পড়ে বেশ ভালোই লাগলো। ধন্যবাদ ভাই প্রকৃতির সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করে ভাগাভাগি করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই প্রকৃতি সবার কাছেই অনেক ভালো লাগে ৷ আপনার সুন্দর মকামতের জন্য অনেক ধন্যবাদ ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সু স্বাগতম ভাই। লেখার ভেতর ভুল আছে ভাই একটু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit