টার্গেট ডিসেম্বর সিজন -৪|| ১৫ স্টিম পাওয়ার আপ।

in hive-129948 •  10 months ago 

light-bulbs-1603766_1280.jpg

সোর্স

প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ।আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ।

প্রিয় আমার বাংলা ব্লগবাসি প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে৷ আজ আমি পাওয়ার আপ একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো৷ পাওয়ার আপ হলো নিজের একাউন্ট বা আইডির সক্ষমতা বৃদ্ধি৷ তাই প্রতি ইউজারের বা মেম্বারদের পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ৷ আর পাওয়ার আপের লক্ষ্যমাত্রা নিয়েই আমি সিজন ফোরে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি৷

যদিও আমার লক্ষ্যমাত্রা এবার এই পাওয়ার আপ সিজন ফোরে ডলভিনে পা -রাখা ৷আর এই লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করছি৷ তবে আপাতত আমার ক্ষুদ্র লক্ষ্যমাত্রা যেটা হলো ২০০০ এসপিতে পৌঁছানো ৷ ৷ আর এই লক্ষ্যমাত্রায় এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় ১৫ স্টিম লিকুইড পাওয়ার আপ করবো ৷ আর সেটার ধাপ গুলো আপনাদের মাঝে শেয়ার করছি ৷



পাওয়ার আপ এর আগের ওয়ালেট ৷ আমার বর্তমান এসপি ৷

IMG_20240421_091051.jpg

IMG_20240421_091108.jpg

IMG_20240421_091123.jpg

IMG_20240421_091137.jpg




পাওয়ার আপ করার পূর্বে এবং বর্তমান এসপি



পূর্বের এসপি১০২৪.৩৫৭
পাওয়ার আপ১৫.০০স্টিম
মোট এসপি১০৩৯.৩৫৭

যাহোক এভাবেই প্রতিনিয়তই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কি নিজের সর্বোচ্চ একটি অ্যামাউন্ট এসপিতে পরিণত করতে চাই ৷ তো বন্ধুরা এই ছিল ১৫ স্টিম পাওয়ার আপ নিয়ে পোষ্ট ৷ আবারও হাজির হবো নতুন বড় পাওয়ার আপ এর ব্লগ নিয়ে ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন ৷



♥সবাইকে ধন্যবাদ ♥

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যেকোনো কাজের জন্য প্রথমে লক্ষ্য নির্ধারণ করা জরুরী। তারপর ধীরে ধীরে সেই ভাবে কাজ করতে হয়। আপনিও আপনারা লক্ষ্য নির্ধারণ করে প্রতি সপ্তাহে অল্প পরিমাণে পাওয়ার আপ করে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগলো। এভাবে করতে থাকলে সফলতা পেয়ে যাবেন খুব দ্রুত। শুভকামনা রইলো আপনার জন্য।

জি আপু ঠিক বলেছেন আপু ৷ যে কোনো লক্ষ্য নির্ধারণ করে পাওয়ার আপ করা উচিত ৷ তাই তো প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে এগিয়ে যাওয়ার চেষ্টা ৷

পাওয়ার আপ মানে নিজের ওয়ালেটের সক্ষমতাকে বৃদ্ধি।আর আপনি দেখছি আমাদের মাঝে প্রতিনিয়ত পাওয়ার আপ পোস্ট করে চলেছেন,এ সপ্তাহেও আপনি আমাদের মাঝে ১৫ স্টিম পাওয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ ।এভাবেই এগিয়ে যান আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।

পাওয়ার আপ পোস্টগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। লক্ষ্য নির্ধারণ করা থাকলে সেই লক্ষ্য অর্জন করতে অনেক সুবিধা হয়। আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন। আশা করি আপনি আপনার লক্ষ্যে খুব দ্রুতই পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

জি আপু সামনে ছোট্ট একটা লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত পাওযার আপ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ৷

কমিউনিটিতে পাওয়ার বৃদ্ধি করা মানেই নিজের অবস্থান শক্ত করা আর নিজের অবস্থান শক্ত করার ব্যাপারে এখনো অনেকেই সচেতন। আমি মনে করি এই প্লাটফর্মে দীর্ঘদিন টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে পাওয়ার বৃদ্ধি করতে হবে। আপনার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন শুভকামনা রইল আপনার জন্য।

এটা ঠিক যে এখানে দীর্ঘদিন কাজ করার জন্য পাওয়ার আপ করা ভীষন প্রয়োজন ৷

এই সিজনে আপনি নতুন একটা টার্গেট সেট করে, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এটা দেখে খুব ভালো লাগলো। আপনি যদি সবসময় এভাবে পাওয়ার আপ করেন, তাহলে দুই হাজার এসপি খুব তাড়াতাড়ি পূরণ হবে। ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করা আমাদের সবার জন্যই অনেক বেশি জরুরী। পাওয়ার আপ আমরা সবসময় করতে থাকলে কাঙ্খিত লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। লক্ষ্য পূরণের জন্য পাওয়ার আপ করা খুবই জরুরী। আপনি আশা করছি তাড়াতাড়ি লক্ষ্য টা পূরণ করতে পারবেন পাওয়ার আপ এভাবে করলে।

জি ভাই ছোট্ট একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ৷ দোয়া করবেন ভাই ৷

যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতা অর্জন। আপনি পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাচ্ছেন দেখে খুবই ভালো লাগলো ।
শুভ হোক আপনার পাওয়ার বৃদ্ধি শুভকামনা রইল আপনার জন্য।

জি ভাই দোয়া করবেন যেন এভাবেই পাওয়ার আপ করে এগিয়ে যেতে পারি ৷

যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আপনি নিজের একাউন্টের সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন। এর মধ্য দিয়ে আপনি আরো একধাপ এগিয়ে গেলেন। আপনার জন্য শুভকামনা রইলো।

জি ভাই পাওয়ার আপ মানে সক্ষমতা বৃদ্ধি ৷ তাই চেষ্টা করছি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ৷ দোয়া করবেন ভাই ৷

আজকে আপনি ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে আমরা যদি পাওয়ার আপ করতে পারি তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। পাওয়ার আপ বৃদ্ধি করতে আমি নিজেও চেষ্টা করি। তবে সিজন ফোরতে আপনার টার্গেট ২ হাজার এসপি পাওয়ার আপ করা। আশা করি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করলেও এই কাঙ্ক্ষিত লক্ষ পূরণ করতে পারবেন।

জি ভাই আমিও চেষ্টা করছি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ৷ আশা করি এভাবে করে একদিন বড় পাওয়ার আপ করতে পরবো ৷

একাউন্টঃ @gopiray
পাওয়ার বৃদ্ধিঃ = invalid Entry