আজ ফাল্গুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই!!! পর্ব -০১

in hive-129948 •  2 years ago  (edited)

আজ -১লা ফাল্গুন ১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20220602220350_01.jpg
লোকেশন

আমার বেশ ভালো ভাবে মনে আছে৷ বিগত কয়েক মাস আগে সজীব দাদা একটি ব্লগ উপস্থাপন করেছিল ৷ যেখানে টাইটেলটা ছিল আজ ফাল্গুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই৷ যদিও টাইটেলটা বেশ চমৎকার ছিল এবং কি পোষ্ট টি দুর্দান্ত ছিল ৷ কারণ সেদিন তার বন্ধুর মন্দিরে বিয়ে হয়েছিল ৷ হঠাৎ করে আর যারা সাক্ষী হয়েছিল সজিব দাদা ৷

আর ঠিক একই পোষ্ট আজকেও হতে যাচ্ছে৷ যার সাক্ষী ছিলাম আমি ৷ গতকাল হঠাৎ করেই মামাতো ভাইয়ের এমন বিয়ের খবর পেয়ে আমি অনেকটাই অবাক হলাম৷ এইতো একদিন আগে ১৪ই ফেব্রুয়ারি তার আগেই বেচারা ফেঁসে গেল৷

আমি বেশ ভালো ভাবেই জানি আমার মামাতো ভাই একজনের সাথে প্রায় তিন বছরের সম্পর্ক ৷ সব কিছুই বেশ ভালোই জানি তাদের সম্পর্কে যেহেতু মামাতো ভাই বলে কথা৷ তাই কম বেশি সব কথাই শেয়ার করা হয়৷ তবে গতকালকে যে ঘটনাটা হয়েছিল তা আমার জানাই ছিল না ৷ যদিও সে প্রতিনিয়তই দেখা করার জন্য আমাকেও বলে যাওয়ার জন্য কিংবা যে কোন মেলা বাজার অর্থাৎ প্রতিটি মুহূর্তে বা কোন কিছু করার আগ মুহূর্তে সবকিছুই আমাকে নিয়েই করার চেষ্টা করে৷ আর আমিও প্রায় সময় পেলেই তার সাথে সঙ্গ দেই৷

কিন্তু সে গতকাল হঠাৎ করে ফোন দিয়ে বললো ভাই আমি তো ফেঁসে গেছি ৷ এখন অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছি ৷ তো তুই একটু তাড়াতাড়ি করে আমার দেয়া ঠিকানায় চলে আয়৷ যদিও আমি ভাবছিলাম যে আসলে কি হয়েছে ৷ আমি তাকে বলার চেষ্টাও করলাম ৷ কিন্তু সে তার কথাটুকু বলার পরেই ফোনটি কেটে দেয়৷ তবে যতটা পরে জানলাম যে সে আসলে ফোন কাটে নি ফোন কেটেছে অন্য আরেকজন অর্থাৎ যারা তাকে ধরিয়ে রেখেছে৷

IMG20220602220402_01.jpg
লোকেশন

IMG20220602220601.jpg
লোকেশন

এরপর আমি অনেকবার ট্রাই করলাম তার ফোনে কিন্তু ফোন যেন রিসিভ করছিল না ৷ অনেকক্ষণ পর একজন রিসিভ করল এরপরে আমাকে অনেকটা আর রাগি মেজাজে বলে উঠলো তোমার ভাই আমার বোনের সাথে দেখা করতে এসেছে ৷ তাই আমরা ধরিয়ে রেখেছি আমরা আজকের রাতেই তাদেরকে বিয়ে দেব৷

আমি তো শোনা মাত্রই আকাশ থেকে পড়লাম ঠিক এমনটাই মনে হলো৷ তো যাই হোক তারপর আমি তাদের সাথে অনেক কিছুই কথা বললাম৷ যে আসলে যেহেতু সবকিছু হয়ে গেছে দুই পরিবারের মধ্যে একটা বৈঠক আলোচনার মাধ্যমে সেটা সমাধান করে নেওয়া উচিত ৷ যদিও তারা আমার কোথায় কোন কর্ণপাত করেনি৷

আর এদিকে বেচারা আমি ভাবছি যে আসলে এখন কি হবে৷ কিভাবে বলবো মামা কে বা তাদের পরিবারকে৷ আর এদিকে বাড়িতে মা বলতেছে যে কি ফোন করছে কি হয়েছে অনেক কথা ৷ আসলে তখন আমার মাথায় যেন কোন কিছুই কাজ করছিল না ঠিক এমন অবস্থা।

আর ঠিক এদিকে সন্ধ্যা হয়ে গেল পোস্ট করাও হয় নি৷ তবে ভাগ্য ভালো ছিল যে পোস্টটি আগেই করে রেখে ছিলাম ৷ শুধু সাবমিট করার বাকি ছিল৷ কোন মতে পোস্টটি সাবমিট করার পরেই বাড়িতে মাকে শুধু বললাম যে আমি একটু বের হচ্ছি৷
আমি সোজা চলে গেলাম মামার বাড়ির উদ্দেশ্য৷

প্রিয় বন্ধুরা বাকিটুকু না হয় পরের পর্বে জন্যই রইল৷

♥. ধন্যবাদ সকলকে❤. ♥

অভিবাদন্তে: @gopiray

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বিয়ের অনুষ্ঠানগুলো এমনিতে অনেক সুন্দর হয়ে থাকে । এত চমৎকার মুহূর্ত উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

জি আনন্দ তো বটেই ৷ কিন্তু অনেক চাপেও আছি ৷

আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আজ ফাল্গুনী পূর্ণিমা রাতে চলো পালাই সুন্দর একটি টাইটেল লিখেছেন।আমি তো মনে করেছিলাম আপনার মনের অনুভূতিগুলো শেয়ার করবেন।আসলে বাস্তব একটা কাহিনী আপনি লিখেছেন। আপনি এরপর পোস্ট করে মামাতু ভাইয়ের কাছে চলে গেলেন এর পরের কিছু জানি না হয়তো পরের পর্বে জানতে পারবো।

খুব তাড়াতাড়ি শেয়ার করবো পরের পর্ব৷

ফাগুনী পূর্নিমা রাতে পলায়ে যাই টাইটেল টা দেখে ভেবেছিলাম আপনি পলায়ে বিয়ে করেছেন,কিন্তু পোস্ট পড়ে জানতে পারলাম আপনার মামাতো ভাইয়ের বিয়ে।বর্তমান যুগেও এরকম ধরো বেঁধে বিয়ে দেয় নাকি এখন তো সবাই ছেলে মেয়ের মতামতের মাধ্যমে বিয়ে দেয়।যাইহোক নবদম্পতির জন্য শুভকামনা রইলো।পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম।

দিদি বর্তমান সময়ে তো প্রায় হচ্ছে এসব ৷ তবে আমার মামা অনেক রাগী ৷ যদিও এখনো মেনে নেয় নি ৷ তবে সবকিছু ঠিক হয়ে যাবে ৷ কয়েকদিন পর

ভাইয়া ১৪ই ফেব্রুয়ারির মাত্র একদিন আগে আপনার মামতো ভাই ফেঁসে গেল। যায়হোক তারা যেহেতো একজন অপর জনকে পছন্দ করে সেহেতো দুই পরিবার মিলে শুভকাজটা করলে ভাল হতো। পরের পর্বে আপডেট জানাবেন ভাইয়া।

  ·  2 years ago (edited)

জি ভাই দুই পরিবার মিলে যদি হতো অনেক ভালো হতো ৷

নব দম্পতির জন্য শুভকামনা রইল। এমন একটা মুহূর্তে তাদের বিবাহ সত্যিই খুবই ভালো লাগলো। আশা করি এই মুহূর্তে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন। আর আজকের এই পোষ্টের যে সুন্দর টাইটেল দিয়েছেন ভাই যেন গানটা বারবার কানে ভেসে আসতে লাগলো। অসাধারণ খুবই ভালো লাগলো। আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

হুম ভাই ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷ তবে মাথার উপর দিয়ে অনেক প্যান যাচ্ছে ৷