নার্সারিতে গিয়ে অভিজ্ঞতা ও তার কিছু আলোকচিত্র||[ 10% shy-fox]

in hive-129948 •  2 years ago 


হ্যালো..!!!!!
আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যেরা

আমি বাংলাদেশ থেকে @gopiray
আজ শনিবার আগস্ট ১৩/০৮/২০২২ইং

IMG_20220813_205509.jpg




নমস্কার,

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য ভাই বোন বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং কি নিরাপদে আছেন৷ যাইহোক সবাই ভালো থাকুন এটাই সব সময় কাম্য৷ আর প্রতিদিনের ন্যায়ে আজকেও আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে ৷ সুপ্রিয় বন্ধুগণ আমি আজকে আপনাদের মাঝে যে পোস্টটি উপস্থাপন করবো বলতে গেলে ফটোগ্রাফি বলা চলে৷ আসলে বেশ কয়েকদিন ধরে কোনো খানে যাওয়া হয় না ৷ বিশেষ করে যে রোদ আর গরম তাতে বাড়ি যেতে মোটেও ইচ্ছে করে না আর এবারের পরিস্থিতিটা একদম ভিন্ন রকম বৃষ্টি নেই বললে চলে ৷ আবার আরেক দিকে লোডশেডিং সব মিলেই বর্তমান সময় গুলো সত্যি বড় অস্বস্তিকর ৷ যাইহোক আজ বিকেল বেলা একটু বের হলাম তো ভাবলাম কোথায় যাব৷ এমন সময় মাথায় এলো একটু নার্সারি গিয়ে ঘুরে আসি৷ বাড়ির কিছু দূরেই একটি নার্সারি রয়েছে নার্সারিতে অনেক ধরনের গাছ বলতে গেলে সব ধরনের গাছে পাওয়া যায়৷ তার সাথে ফুলের গাছ তো রয়েছেই ৷ তাই হাটি হাটি পা পা করে গেলাম নার্সারিতে ৷ আর এখানকার কিছু আলোকচিত্র ও কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করছি৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Picsart_22-08-13_19-36-51-405.jpg

Picsart_22-08-13_20-08-00-369.jpg

নার্সারিতে থাকা সবচেয়ে সুন্দর এবং কি আমার চোখেও ফুলটি ছিল সেরা ফুল ৷ফুল অনেকগুলো রয়েছে কিন্তু তার চেয়ে আমাকে এই ফুলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে৷ দেখতে লাল সবাই ভোমরার মতো বেশ চমৎকার৷ যদিও আমার ফুলের নাম ঠিক জানা নেই তবে দেখতে সত্যিই অসাধারণ৷ এছাড়া আবার কিছু কিছু ছোট ছোট ফুলের গাছেও রয়েছে খুব বেশি ফুলের গাছ নেই৷ তবে আমের গাছ আর ছোট জাতীয় গাছ একটু বেশি আছে ৷ নানা রঙের গাছ ছোট বড় মাঝারি সব মিলে বাগানটা বেশ চমৎকার ৷ আসলে এবার নতুন বাগানটি করেছে তো তার জন্য গাছগুলো তেমন বড় হয়ে উঠেনি ৷ আমারও খুব শখ আর ইচ্ছে আমিও একটি নার্সারীর বাগান দেবো৷ যেখানে থাকবে নানা প্রজাতির গাছ ফুলের গাছ নানা রঙের ফুলের ৷৷

Picsart_22-08-13_19-46-09-288.jpg

Picsart_22-08-13_19-39-12-212.jpg

Picsart_22-08-13_19-35-06-486.jpg

ছোট প্রজাতির কিছু গাছ এবং কিছু ছোট্ট ফুলের ছবি ৷ দেখতেও খুব চমৎকার সাদা ফিড ফিটে ফেলবে আমার কাছে ভালো লেগেছে ৷ সত্যি আবার আমি মাঝে মাঝে ভাবি একটি নার্সারি বা বাগান সন্তানের মতো ৷ একটি সন্তানকে যেমন বড় করতে লালন-পালন করতে তাকে যত্ন করতে কত কিছুই না করতে হয়৷ ঠিক তেমনি একটি গাছকে বড় করতে তার যত্ন পরিচর্যা পানি দেয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ করতে হয় এই গাছগুলোকে বড় করতে৷ তাই আমি মনে করি গাছগুলো একটি সন্তানের মতই৷ যা এক সময় ছোট্ট থেকে বড় হয়৷

Picsart_22-08-13_19-43-45-197.jpg

Picsart_22-08-13_19-40-27-971.jpg

এ ফুলগুলিকে দেখুন ছোট্ট ছোট্ট গাছ গুলো দেখুন দেখতে ভোমরার মতো হয়েছে ঠিক ফুলের মতো দেখতে ৷ ফুলগুলি ও ছোট্ট ছোট্ট সাদা রঙের যতদূর মনে হয় এ ফুলগুলোকে টগর ফুল বলে৷ আবার এই টগর ফুল গুলো অনেক ধরনের হয়ে থাকে ৷ কিছু কিছু টগর ফুলের গাছ আবার বড় হয় এমনকি ফুল গুলো বেশ বড় আকার ৷

Picsart_22-08-13_19-41-57-549.jpg

IMG20220731180922_01.jpg

সব মিলে বাগানটি খুব বেশি বড় নয় আর যেহেতু এই প্রথম তাই বেশি চারা বা গাছ ও নেই আস্তে আস্তে হয়তোবা অনেকগুলো চারা লাগাবে৷ তবে সারাদিনের ব্যস্ততার মাঝেও বিকেল বেলা নার্সারিতে গিয়ে মনটা অনেক ভালো ভালো লাগলো৷ ওই যে বলে না গাছ আমাদের পরম বন্ধু ৷ তাই আমাদের সবারই উচিত বেশি বেশি করে গাছ লাগানো প্রতিনিয়ত শুনে আসছি যে গাছ লাগানোর পরিবেশ বাঁচান ভারসাম্য রক্ষার ভার হলো এই গাছ৷ কারণ এই গাছপালা থেকেই আমরা অক্সিজেন গ্রহণ করছি৷ তাপমাত্রা থেকে বাঁচতে গাছপালার প্রয়োজন অপরিসীম ৷ এছাড়া বৃষ্টিপাতের জন্য গাছপালার প্রয়োজন৷ বলতে গেলে গোটা পরিবেশের উপর গাছপালা গুরুত্ব অপরিসীম ও অপরিহার্য ৷




তো বন্ধুরা আজকের মতো ব্লগ আমার এতোটুকুই ছিল ৷আসলে বিকেল বেলা বাড়ির পাশের একটি নার্সারি বাগানে গিয়ে কিছু আলোকচিত্র কিছু ছবি তুলেছে৷ যা আপনাদের মাঝে উপস্থাপন করলাম আর হ্যাঁ মনটা ভালো লেগেছিল ৷আর আমার খুব শখ নার্সারি দেওয়ার আশা করি খুব তাড়াতাড়ি একটি বাগান দিতে পারবো৷ এবং আপনাদের মাঝে আরো ভালো ভালো কিছু নতুন প্রজাতির গাছ ফুল ফল ইত্যাদি শেয়ার করতে পারব৷

তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা সব সময়৷ এবং কি আমার জন্য সবাই আশীর্বাদ ও দোয়া করবেন ৷যেন আপনাদের সাথে এভাবেই থাকতে পারি৷
আবারো হাজির হবো অন্য কোন নতুন পোস্ট বা ব্লগ নিয়ে৷ সেই প্রত্যাশা রেখে আজকের মত এখানে বিদায় নিচ্ছি৷

@gopiray

ফটোগ্রাফার@gopiray
----
লোকেশনhttps://w3w.co/
তারিখ১৩/৮/২০২২

🌼 ধন্যবাদ🌼

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G (1).png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নার্সারি টা আসলেই অনেক সুন্দর এবং সুন্দর সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন। ফুলের ছবিগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ফুল দেখলে অন্যরকম ভালো লাগার কাজ করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

What a fun plant post🌿

বাহ ভাইয়া আপনি নার্সারিতে গিয়ে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। এবং সেখানে গিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন। প্রজাপতি ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রজাপতি ফুল হয় সেটা আমার জানা ছিল না। কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল ফুলটি।

অসংখ্য ধন্যবাদ আপু আশা করছি এভাবেই পাশে থাকবেন ৷ধন্যবাদ

নার্সারিতে থাকা সবচেয়ে সুন্দর এবং কি আমার চোখেও ফুলটি ছিল সেরা ফুল

আসলে ভাইয়া একটি নার্সারিতে অনেক রকমের জিনিস থাকে তার মধ্যে আপনি একটি ফুল পছন্দ করে আপনার সেরা ফুল হিসেবে বিবেচিত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি নার্সারি ভ্রমণের দৃশ্যগুলো অনেক সুন্দর ভাবে মোবাইলের ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

হুম ভাই নার্সারি তে সবচেয়ে সুন্দর তম ফুলটি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷

নার্সারিতে গেলে নিত্যনতুন উদ্ভিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। আপনার শেয়ার করা ছবিগুলো বেশ ভালো লেগেছে ভাইয়া বিশেষ করে সবুজ পাতার উপরে ফুটে থাকা সাদা ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হুম ভাই ঠিক বলেছেন নার্সারিতে গেলে বিভিন্ন ধরনের উদ্ভিদে সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়৷
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

নার্সারিতে গিয়ে আপনার অভিজ্ঞতার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার অভিজ্ঞতা গল্প করার সাথে সাথে আপনারা তারা ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে।
আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাই

ওয়াও! ফটোগ্রাফির কোয়ালিটি দেখেই বুঝা যাচ্ছে আপনি ফটোগ্রাফি দিক থেকে সেরা। আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখে আমি অনেল খুশি হলাম। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

নার্সারিতে গিয়ে কিছু অভিজ্ঞতা এবং সেই সাথে কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। সুন্দর উপস্থাপনার সাথে সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ধন্যবাদ আশা করি এভাবেই পাশে থাকবেন

নার্সারিতে গেলে আসলে খুব ভালো লাগে। কেননা বিভিন্ন-ধরনের-ফুল দেখা যায় এবং গাছ দেখা যায় আপনি সেখানে গিয়ে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন সেখানে যে খুব ভালো সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে। কারণ এই সব জায়গায় সময়টা খুব ভালোই কাটে।

হুম ভাই ঠিক বলেছেন খুব সুন্দর সময় কাটিয়েছি ৷আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

বাহ্ বেশ চমৎকার একটা পরিবেশ। চারদিকে সবুজে ভরা। আপনার ঘোরাঘুরির জন্য আমাদেরও সুন্দর সুন্দর কিছু ছবি দেখা হলো। তবে বিকেলের দিকে এমন জায়গায় গেলে সত্যিই অনেক ভালো লাগে। আমরা সবাই যদি গাছ লাগিয়ে আমাদের চারপাশ টা এমন সবুজে ভরিয়ে দিতে পারতাম তাহলে পৃথিবী টা কত সুন্দর হত! যাই হোক ভালো লাগলো পোস্ট টা দেখে।

ধন্যবাদ ভাই পোষ্টটি পরে ভালো লেগেছে শুনে