আজ - ৪ মাঘ ১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
সুপ্রিয়, আমার বাংলা ব্লকবাসি সবাইকে জানাই এই কনকনে শীতের শুভেচ্ছা ও অভিনন্দন৷ আপনারা সবাই ইতিমধ্যেই অনুভব করছেন বা বুঝতে পারছেন যে শীত কতটা বৃদ্ধি পেয়েছে ৷ যদিও কয়েকদিন আগে এত ঠান্ডা ছিল না ৷ তবে হঠাৎ করেই গত দুইদিন থেকে যেন আবার নতুন করে শীতের প্রবনতা অনেক গুণ বেড়ে গিয়েছে৷ বিশেষ করে গ্রামের দিকে প্রচুর পরিমাণে শীত ৷ বিশেষ করে সকাল থেকে শুরু করে প্রায় সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ সূর্যের উঁকি নেই ৷ সারাটা দিন যেন সকাল ঠিক এমনই মনে হয় ৷
আবার গতকাল থেকেই নেটওয়ার্ক প্রবলেমটা যেন অনেক গুন বেড়ে গিয়েছে ৷ সত্যি বলতে কোন কাজ যেন ঠিকমতো করতেই পারছি না ৷ কি করার তারপরেও নেটওয়ার্ক প্রবলেম এর মধ্য থেকেও নিজের কাজকে কখনো পিছু করি নি ৷ যদিও গতকাল থেকে খুব একটা ভালো একটিভ থাকতে পারছি না এবং এই কমেন্টও করতে পারছি না৷
যা হোক নিত্যদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ আপনারা তো সবাই জানেন যে আমি গ্রামে থাকি ৷ আর গ্রামেই আমার বসবাস আর গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী চিত্রকে তুলে ধরতেই আমার কাছে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ লাগে৷ বিশেষ করে এই শীতের মৌসুম নিত্য নতুন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে ৷
গ্রামকে নিয়ে নতুন করে বলার কিছু নেই ৷ গ্রাম মানেই হলো ঐতিহ্যবাহী পুরনো দৃষ্টি কালচার যা এখনো গ্রামের সমাজে পরিবারে এখনো বিরাজমান৷ এই পুরনো ঐতিহ্য আর কতদিন থাকবে তা জানি না ৷ যদিও শহরের আজ অনেকটাই পরিবর্তন এসেছে ৷ তবে গ্রামের কিছু কিছু মানুষ এখনো সেই গ্রামের পুরনো ঐতিহ্যকে বারবার টেনে নিয়ে এনে জানান দিতে চায়৷ যে ঐতিহ্যবাহী কিছু আয়োজন যা এখনো গ্রামের মানুষকে অনেক আনন্দে সুখে রাখে ৷
তো চলুন আজকের ব্লগে দেখে আসা যাগ ৷গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার খেলার আয়োজন৷
ইতি মধ্যেই দেখতেই পাচ্ছেন যে কত গুলো ঘোড়া একসাথে তাদের মালিকরা তাদের পরিক্ষন দিচ্ছে ৷
তো যা হোক প্রায় তিন চার আগে আমাদের গ্রামেই ঘোড়া খেলার আয়োজন করেছে ৷ যেখানে হাজির হয়েছে বিভিন্ন জায়গা থেকে আগত ঘোড়া ৷ আর একেক একটা ঘোড়ার চেহারা আর দেখতে যে এতো চমৎকার তা আসলে বলে বোঝা সম্ভব না ৷ কোনো ঘোড়া লাল টকটকে এবং চুল গুলো ইয়া বড় লম্বা ৷ আবার কোনো ঘোড়া কালো কুটকুটে৷ আসলে একেক একটা অনেক বড় বড় ৷
তো যা হোক বিকাল চারটে দিকে ঘোড়া খেলা আরম্ব হবে৷ বিশাল গ্যালারি আর চারপাশে হাজার হাজার দর্শক যারা খেলা বিভিন্ন জায়গা হতে আগত ৷ তবে ঘোড়া মানেই হলো হাড্ডাহাড্ডি লড়াই৷ অর্থা একেক একটি ঘোড়া যাকে দৌড়ে সবার আগে যেতে পারবে ৷
যা হোক খেলার তিনটি ধাপ করে প্রথমবার দৌড়ে ১০ টা ঘোড়াকে টিকাবে ৷ এর পরের রাউন্ট ৭ জন আর ফাইনালে ৫ জনকে টিকাবে ৷ এরপর হবে চুরান্ত বিজয়ী নির্ধারন ৷ তবে যাই বলুন অনেক লড়াই হয় ৷ আসলে কেউ কাউকে ছার দিতে নারাজ ৷
তো চলুন এক জলক দেখে আসা যাক ঘোড়া দৌড়
তবে যাই বলুন ফাইনাল খেলাটা অনেক দূদান্ত ছিল ৷ যেখানে একটা বয়সের ছেলে যে ৫ টি ঘোড়াকে টপকে বিজয়ী অর্জন করে ৷ আসলে ছেলেটার যে ঘোড়াকে নিয়ত্রন করা আর চাবুক মারা সত্যি আর যেন মনে ঘোড়াকে তার বসে নিয়েছে ৷ সর্বোপরি ১০ পাক সবার আগে ঘুড়ে বিজয় অর্জন করে৷
তবে আরেকটা দূঃসংবাত যেটা হলো খেলা দেখার সময় একটি ঘোড়া কে চালক নিয়ত্রনে না নিতে পেরে যারা সামনে বসে খেলা দেখছিল তাদের উপরে আঘাত করে ৷ আর একজনকে তো গুরুতর হাসপাতালে নিয়ে যায় ৷
তবে খেলাটি অনেক মজার ছিল ৷ বেশ কয়েকদিন ধরে ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করবো ৷ কিন্তু আজ ইচ্ছে করলো ৷ যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া নিয়েই উপস্থাপনা করি ৷
যা হোক খেলা দেখা শেষ হবার পর আমার কাকার সাথে একটা সেলফি ৷
আসলে গ্রামের এসব ঐতিহ্যবাহী আয়োজন থাকবে চিরদিন যতদিন গ্রাম বাংলার পুরনো মানুষ গুলো থাকবে ৷
তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া খেলা নিয়ে আয়োজন ৷ যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ আশা করি সবার অনেক ভালো লাগবে ৷
আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @gopiray |
ডিভাইস | realme 12 |
https://twitter.com/gopiray36436827/status/1615755925842972673?t=9cENUkVHA45ycNCIt2dsIQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার অনেক দিনের শখ এরকম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো দেখার। ছোটবেলায় আগে আমাদের এলাকায় অনেক খেলা হতো কিন্তু এখন আর হয় না। তাই খেলা এত বেশি দেখা হয়না। ভীষণ ভালো লেগেছে আপনাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া খেলা দেখতে পেয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও এবং ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দিনের শখ একটু হলেও মোবাইল দিয়েও একটু দেখতে পেরেছেন ৷ সেটাই অনেক আসলে গ্রাম মানেই পুরনো ঐতিহ্যবাহী খেলা যেগুলো আজও গ্রামে হয়ে থাকে ৷
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় খুবই মজা করতাম এভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো দেখার সময়। আসলে খুবই ভালো মুহূর্ত কাটতো তখন। আপনাদের গ্রামে তো দেখছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া খেলা হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি সহ আরো ভিডিও ও শেয়ার করেছেন দেখছি। সামনা সামনি না দেখতে পেরেও ভিডিওর মাধ্যমে ঘোড়া খেলা দেখে ভীষণ ভালো লাগলো। খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন দেখেই বোঝা যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু গ্রামের এসব ঐতিহ্যবাহী খেলা শীতের সময়ে হয়ে থাকে ৷ আর ঠিকি বলেছেন ছোট বেলায় অনেক মজা করতাম৷ ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit