আজকের ব্লগ ফটোগ্রাফি 📸 || ৭ টি রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম || (10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school) ||

in hive-129948 •  3 years ago 

"আমার বাংলা ব্লগ"



হ্যালো..!!
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @gopiray
আজ মঙ্গলবার , ২৪/২০২২ইং

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🤷🏻‍♂🤷🏻‍♂ সবাইকে আমার শ্রেনিবেদে 🙏নমস্কার ও আদাব 🙋🏽‍♂৷এটা শুধু একটা কমিউনিটি নয় এটা একটা পরিবার ৷আর এ পরিবারের সকল বন্ধুরা আপনার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন?আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷যাই হোক সবসময় ভালো থাকেন এই কামনা ৷আর আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি ৷একটি নতুন পোষ্ট নিয়ে আজকে আমি আপনাদের মাঝে একটি অ্যালবাম পোষ্ট নিয়ে হাজির হয়েছি ৷অর্থাৎ ফটোগ্রাফি সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম পোষ্ট আপনাদের মাঝে শেয়ার করবো আশা করবো আপনাদের সবাইরে ভালো লাগবে ৷

তাহলে চলুন বন্ধুরা দেখে আসা যাক সাতটি ফটোগ্রাফির অ্যালবাম ৷

ফটোগ্রাফি-০১

Picsart_22-05-23_11-33-56-456.jpg

Device :realme12
What's 3 Word Location


উপরের ফটোগ্রাফি দেখুন৷ এটি একটি ফুলের ছবি ৷আসলে আপনার সবাই জানেন কি জানি না ৷মাছ আলু নামে এক ধরনের আলু আছে যেটা আমরা মাটিতে পুতে রাখি ৷আর একটা সময় টা মাটির ভিতরে বেশ বড় হয় ৷এটা সেই গাছের ফুল ৷যদিও এর নাম আছে কি না তা জানি না ৷তবে ফুলটি অনেক সুন্দর সাদা দেখতে খুব আর্কষণীয় ৷ফুলটি আমার কাছে অনেক ভালো লাগছে ৷

ফটোগ্রাফি-০২

Picsart_22-05-23_11-31-29-384.jpg

Device :realme12
What's 3 Word Location


এই ফটোগ্রাফি টি একটি পেপে ফুলের ছবি ৷ পেপে যখন ফল দেয় তার আগে পেপে গাছে এই ধরনের ছোট্ট ফুল ফোটে ৷দেখতে বেশ সুন্দর৷ ফুলটির মাঝখান থেকে আসতে আসতে পেপে হয় ৷ছবিটি আমার বাড়ির পেপে গাছ থেকে তুলেছি ৷

ফটোগ্রাফি-০৩

IMG20220515174835_01.jpg

Device :realme12
What's 3 Word Location


এটি একটি জঙ্গলী ছোট্ট ফুলের ফটোগ্রাফি ৷যদিও ফুলটির নাম আমার জানা নেই ৷ফুলটি লম্বা আর হলুদ রঙের ৷আসলে এই ধরনের ফুল রাস্তার ধারে ধারে দেখা যায় এছাড়াও ঝোপ ঝাড়ে এই ধরনের ফুল ফোটে ৷ তবে আমার কাছে ফুল টি অনেক ভালো লেগেছে ৷

ফটোগ্রাফি-০৪

IMG20220504122817_01.jpg

Device :realme12
What's 3 Word Location


উপরের ফটোগ্রাফি টি দেখুন এটি একটি সাইন বোর্ডের ফটোগ্রাফি ৷যেখানে ফেয়ার লাভলি গ্লো নিয়ে সাইন বোর্ড ৷আসলে রাস্তার মোরে প্রায় দেখা এসব চিত্র ৷আমি গতকাল একখানে বেড়াতে যাওয়ার সময় দেখে ভালো লাগে ৷তাই ফটোগ্রাফি করি ৷

ফটোগ্রাফি-০৫

Picsart_22-05-23_11-32-46-118.jpg

Device :realme12
What's 3 Word Location


এটিও একটি ফুলের ফটোগ্রাফি ৷এই ফুলটিও দেখতে অসাধারণ হলুদ রঙের বেশ বড় ৷ফুলটি সবজি গাছের ফুল আসলে ফল দেওয়ার আগে ফুল ফোটে ৷

ফটোগ্রাফি-০৬

Picsart_22-05-23_11-35-24-538.jpg

Device :realme12
What's 3 Word Location


এটি সূর্যাস্ত ফটোগ্রাফি আসলে সূর্যটা যখন অস্ত যায় তখন দেখতে লাল টকটকে রঙের মতো হয় ৷আবার তার সাথে নদীটি এবং নদীর পানিতে সূর্যাস্তের ছায়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে ৷ সব মিলে অসাধারণ ৷ গতকাল ফটোগ্রাফি টি করেছি ৷

ফটোগ্রাফি-০৭

Picsart_22-05-24_22-15-16-406.jpg

Device :realme12
What's 3 Word Location


সর্বশেষ ছবিটি দেখুন কয়েক জন শিশু একসাথে মিলে খেলতেছে৷ সত্যি শৈশব জীবনে মতো আর হয় না ৷আমিও খুব মিস করি সেই শৈশবের দিনগুলো ৷
___ ___
বন্ধুরা আজকের আমার ব্লগ এতো টুকুই৷ আশা করবো আপনাদের সবাইরে ভালো লাগবে ৷আর আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে ৷তাই যে জিনিস টাই ভালো লাগে সেটাই ক্যামরা বন্দি করে থাকি ৷যদিও আমার কোনো ক্যামরা নাই তবুও আমার মোবাইল ফোন দিয়েই ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷
  • আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ৷আবারও হাজির হবো অন্য ব্লগ নিয়ে ৷

  • পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷

@gopiray

অসংখ্য ধন্যবাদ

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G (1).png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...adsuTwBF9wksHjMjvs27NiDLYuhT8yfGKyrKRhGEvXGAhpNKzgbZrCWjoidCDcFRekPKDNe1rZVh3tzMJi9EngMN8upiWcXBdi2KXtq9QRJ4doNmLzxzyZ7MJD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। বিশেষ করে জংলি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। সেই সাথে সেই বিকেলের আকাশ টা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনার বর্ণনা এবং উপস্থাপনা অনেক ভালো ছিল ভাই। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লেগেছে। সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফিতে হৃদয়ে লেগেছে । খুব সুন্দর উপস্থাপন করেছেন আপনি। এত অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক?ধন্যবাদ ভাই

আমার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আপনি খুব চমৎকার করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে মাছ আলুর ফুল এবং সূর্যাস্তের ফটোগ্রাফি টা আমার কাছে খুব ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সূর্যাস্তের ফটোগ্রাফি। মুগ্ধ হয়ে গেলাম আপনার এই ফটোগ্রাফি টি দেখে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

ভাই আপনি দেখছি দারুণ দারুণ সব রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আপনার উপস্থাপনাও সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই।

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি-০৭ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে শৈশবের দিনগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আজকে আপনার শেয়ার করা ফটোগ্রাফি দেখে শৈশব স্মৃতি গুলো মনে পড়লো। অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

ভাইয়া কি বলব বুঝতে পারছি না, আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভাষা হারিয়ে ফেলেছি। অত্যন্ত চমৎকার করে আপনি প্রত্যেকটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ রকম ভালো লেগেছে। বিশেষ করে 6 ও 7 নম্বর ছবিটি আমার কাছে খুব খুব ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর বর্ণনার মাধ্যমে প্রত্যেকটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

খুবই অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখা হলো আপনার পোস্টের মাধ্যমে। আমি ফটোগ্রাফি পোস্ট অনেক পছন্দ করি। আপনার পোস্টের মধ্যে পেঁপের ফুলের ছবি বেশি ভালো লাগছে আমার কাছে।

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো দারুন ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

আপনার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ। আপনি খুব সুন্দর ভাবে আপনার রেন্ডম ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন এবং বর্ণনা করেছেন। আমার কাছে শেষের ফটোটা অনেক ভালো লেগেছে ।যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আপনি আপনার ফটোগ্রাফির প্রাসঙ্গিক তথ্য গুলো তুলে ধরেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি করে আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার প্রতিযোগিতা বাদ দিতে বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

বেশ চমৎকার কিছু ফটোগ্রফি দেখলাম, সবগুলো ছবি সুন্দর হয়েছে, বিশেষ করে ফুলের ছবি গুলো এবং 6 নাম্বার ছবিটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। পেঁপে ফুলটা তো দারুণ লাগছে। এবং ৬ নং ফটোগ্রাফি টা চমৎকার হয়েছে। অনেক সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। সবগুলো ফটোগ্রাফির মধ্যে আমার কাছে পেঁপে ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

সুন্দর কিছু ফটোগ্রাফির সমাহার আপনার পোস্টে দেখতে পেলাম আজকে। আবার যথাযথ বর্ণনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সর্বদায়।

আজকে দারুণ দারুণ কিছু র‍্যান্ডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনি খুবই ভালো ছবি তুলেন তা দেখেই বুঝা যাচ্ছে। সব গুলো ছবিই আমার কাছে ভালো লেগেছে।

আপনার করা কয়েকটি রেনডম ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ।আমিও ফটোগ্রাফি করতে ভালোবাসি। আপনি খুব সুন্দর করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ।যেটা দেখে মুগ্ধ হলাম আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে ধরলেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল খুবই সুন্দর। বিশেষ করে আপনার তোলা ৬ নাম্বার ফটোগ্রাফিটা আমার অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য।

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
বিশেষ করে সূর্যাস্ত ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।
আপনার জন্য শুভকামনা রইল।

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আসলেই বেশ চমৎকার ছিল। আরেকটি কথা হলো মাটির নিচে যে আলু হয় সেটাকে আমরা সাধারণত মেটে আলু বলে থাকি। তবে তার ফুলটাও কিন্তু খুবই সুন্দর।

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ।আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।বিশেষ করে দুই এবং 5 নম্বর কত কিলোমিটার অনেক বেশি আকর্ষণীয় ছিল। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ