✡আমার গ্রামের ধারণকৃত সাধারন কিছু ফটোগ্রাফি✡||(২৬শে জানুয়ারি ২০২২) 10%beneficiaries for @shy-fox||

in hive-129948 •  3 years ago  (edited)

❤সবাইকে স্বাগতম❤

আমার বাংলা ব্লগ



প্রিয়,

আমার বাংলা ব্লগের সকল ভাই, বোন ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ৷
আমিও ভালো আছি


আজ আবার ও আরেকটি ফটোগ্রাফি নিয়ে আপানদের মাঝে হাজির হলাম ৷তবে আজ কোনো ফুলের ছবি নয় ৷আজ আমি আমার গ্রামের কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করব ৷

আমি একজন সাধারণ গ্রামের ছেলে৷আমদের ছোট্ট একটা গ্রাম ৷ সকালে সূর্য উঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত গ্রামের প্রতিটি জায়গা বা দৃশ্য যেনো দেখার ৷গ্রামেের শিশু গুলো তাদের খেলাধুলা ও কাজে ব্যাস্ত ৷ সবাই যে যার কাজে ব্যাস্ত ৷তাই তো আজ আমার গ্রামের সাধারণ কিছু ছবি শেয়ার করছি ৷
আমর ফটোগ্রাফি গুলো আমার মুঠোফোনের ফটোগ্রাফি ৷
আশা করছি ভালোই লাগবে ৷

ছবি

PicsArt_01-26-09.32.11.jpg

PicsArt_01-26-09.33.50.jpg

ছবিতে দেখা যাচ্ছে ৷একটি পুকুরে কয়েকজন মিলে মাছ ধরতেছে৷ দুই জন ছেলে জাল দিয়ে টানতেছে আর তিন জন জাল থেকে মাছ ধরতেছে ৷শৈশব জীবনটা সত্যি অনেক সুন্দর৷
যেটা এই ছবি দেখে বোঝা যায়

ছবি

PicsArt_01-26-09.35.18.jpg

এটি একটি কাঠের ব্রিজ ৷আমাদের গ্রামের মানুষ-জন এই কাঠের ব্রিজ দিয়ে চলা ফেরা করে ৷বিশেষ করে বর্ষাকালে চরম দুর্ভোগে পরতে হয় সাধারন মানুষদের৷যদিও এখন নদীতে পানি নেই

ছবি

PicsArt_01-26-08.59.52.jpg

বাঁশ দিয়ে তৈরি মাছ ধারার ফান ৷যাকে গ্রামের মানুষ ভরং বলে ৷এখানে মাছ ঢুকলে আর বের হতে পারে না ৷ এই ছবিটি কয়েকদিন আগে তুলেছি ৷ গ্রামের মানুষ বর্ষাকালে নদীতে এই বাঁশের তৈরি ভরং দিয়ে মাছ ধরে ৷

ছবি

PicsArt_01-26-08.54.18.jpg

এই ছবিটি আগুন তাপানোর ছবি ৷
আমার সবাই জানি বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণে ঠান্ডা ৷
তাই গ্রামের মানুষ খড়-খুটো জ্বালিয়ে আগুন তাপায় ৷

ছবি

IMG20210924123947-01.jpeg

এখানে কয়েকটা হাস নদীতে সাঁতার কাটতেছে ৷হঠাৎ দেখতে পেয়ে তুলেছি৷ আশা করছি ভালোই লাগবে ৷

ছবি

PicsArt_01-12-02.31.08-01.jpeg

একসাথে চারটি নৌকা একসাথে ঘাটে বাধা ৷
বেলা যায় যায় তখন ছবিটি তুলেছি ৷


এই ছিল আজকের আমার গ্রামের কিছু ফটোগ্রাফি ৷আশা করছি ভালোই লাগবে ৷
আজ এই পযন্তই অন্য কোনো একদিন ভালো কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হবো ৷

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ৷

মোবাইলফটোগ্রাফি
ডিভাইসRealme 12
ক্যামরা8 megapixel
লোকেশনhttps://w3w.co/
তারিখ২২জানুয়ারি ২০২২
ছবি ক্লিক@gopiray28

ধন্যবাদ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি । গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখার মতো । যে শহরে থাকে সে বুঝে গ্রামের কি মর্ম । ছোটবেলায় গ্রামে এইরকম নদীতে আমিও মাছ ধরতাম। কিন্তু বাসের ব্যবধানে এখন তার হয়না।

ধন্যবাদ আপনাকে । আপনি গ্রামের অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন।

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য বাসের না বয়সের ব্যবধান

গ্রামের কিছু অসাধারণ দৃশ্য শেয়ার করলেন। এরকম দৃশ্য গুলো দেখতে খুব ভালই লাগে। ছোট ছোট কিছু ছেলে মাছ ধরছে দেখতে খুবই ভালো লাগলো। ছেলেগুলো খুব আনন্দে মাছ ধরতে ছিল। আর একটা দৃশ্য দেখলাম শীতের দিনে কতগুলো ছেলে আগুন ধরেছিল। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগলো।

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

প্রত্যেকটা ছবি অসাধারণ ছিল।তবে আমার কাছে প্রথম ছবিটা সবথেকে বেশি ভালো লেগেছে।গ্রামের ছবি গুলো সব সময় অসাধারণ হয় শুভকামনা আপনার জন্য।সামনে আরো অনেক ভালো ফটোগ্রফি আমাদের উপহার দিবেন।

ধন্যবাদ ভাই ৷ আপনার সবাই পাশে থাকলে অবশ্যই ভালো কিছু ফটোগ্রাফি করতে চেষ্টা করব

গ্রামিন পরিবেশের কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। মাছ ধরার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন আজকে। গ্রামের প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখতে এমনিতে খুবই আকর্ষণীয় দেখায়। এমনই ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

ধ ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য ৷ আপনারও জন্য শুভকামনা রইল

@gopiray পোস্ট টি অনেক ছোট হয়ে গেছে। আরও বিস্তারিত লিখতে হবে ফটোগ্রাফি পোস্ট গুলো তে। এডিট করে নিন পোস্ট টি।