"একটি লিফ ম্যান্ডেলা আর্ট"

in hive-129948 •  2 months ago 

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি একটি ম্যান্ডেলা আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

একটি লিফ ম্যান্ডেলা আর্ট:

GridArt_20241025_071838607.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।তেমনি আজ একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আর এই ম্যান্ডেলা আর্টটি আমি আমাদের কলেজের বিদায় অনুষ্ঠান থেকে দেওয়া নীল পেন দিয়ে করেছি।আসলে ম্যান্ডেলা আর্টগুলিতে ছোট ছোট অনেক বিষয় ফুটিয়ে তোলা যায় এইজন্য এটি দেখতে একটু বেশি আকর্ষণীয় হয়।তাই আজ আঁকলাম একটি লিফ ম্যান্ডেলা আর্ট।যেটা সময় লাগলেও অঙ্কনের পর বেশ সুন্দর দেখতে লাগছিলো।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20241025_072204.jpg

উপকরণ:

1.কাগজ
2.পেন্সিল
3.রবার ও
4.রঙিন বলপেন

IMG_20241025_063451.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20241025_071914.jpg
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে একটি পাতার গঠন একে নিলাম।

ধাপঃ 2

IMG_20241025_071930.jpg
এবারে কালো রঙের বলপেন দিয়ে পাতার গঠন একে নেব পেন্সিলের উপর দিয়ে।তারপর রবারের সাহায্যে মুছে নেব।

ধাপঃ 3

IMG_20241025_071943.jpg
এখন পাতার মধ্যে শিরা একে নেব কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 4

IMG_20241025_071959.jpg
এবারে গাড় করে একে নেব পাতার শিরাগুলো।

ধাপঃ 5

IMG_20241025_072014.jpg
এরপর পাতার শিরার মধ্যে আরো একটি করে দাগ দিয়ে ঘন শিরা একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 6

IMG_20241025_072031.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 7

IMG_20241025_072045.jpg
এবারে পাতার শিরার মধ্যে নীল রঙের বলপেন দিয়ে ছোট ছোট দুরকম ডিজাইন করে একে নিলাম।এভাবে পুরো পাতার ডিজাইন সম্পন্ন করে একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20241025_072935.jpg
সবশেষে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে।

ছবি উপস্থাপন:

IMG_20241025_072919.jpg

IMG_20241025_072135.jpg

IMG_20241025_072835.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি লিফ ম্যান্ডেলা আর্ট"।এটি অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।


আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীম্যান্ডেলা আর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাতাটাই খুব সুন্দর এঁকেছ তুমি। তার ভেতরের নক্সাটাও বেশ ভালো হয়েছে৷ চটজলদি হিসেবে এই রকম আর্ট আঁকা হয়ে যায়। আশাকরি তোমারও খুব একটা সময় লাগেনি।

দিদি আমি যেহেতু আঁকার ক্ষেত্রে পরিপক্ক নই সেহেতু একটু বেশিই সময় লেগেছে আমার।অনেক ধন্যবাদ তোমাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার হাতের এই সুন্দর ডিজাইন টা।

আপনার কাছে আমার অঙ্কিত ডিজাইনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আজ আপনি খুবই দক্ষতার সাথে নিখুঁতভাবে লিফ ম্যান্ডেলা আর্ট করেছেন। আর্ট যেমন নিখুঁত ভাবে করেছেন তেমনি উপস্থাপনাও অসাধারণ। বিস্তারিতভাবে ম্যান্ডেলা আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপু।

এইরকম আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে আমার।যদিও কখনও এমন আর্ট করা হয় নি। তবে এই আর্ট গুলো দেখতে আমার কাছে দুর্দান্ত লাগে।আপনার আর্ট টি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপু,আপনিও ট্রাই করে দেখতে পারেন।ধন্যবাদ আপনাকে।

আপনার কলেজের স্মৃতিকে আরো শক্তভাবে আঁকড়ে ধরার জন্য, কলেজ থেকে বিদায় নেওয়ার সময় পাওয়া নীল কলম দিয়ে একটি লিফ ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে এ ধরনের লিভ ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় প্রয়োজন হয়। তারপরেও অনেক ধৈর্য্য সহকারে একটি লিফ ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

ঠিক ধরেছেন ভাইয়া, কলেজের স্মৃতি আগলে রাখতে আমার এই আর্টটি।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

শুধুমাত্র পেন দিয়ে এত সুন্দর ম্যান্ডেলা আর্টে পাতা আঁকলে যে বলবার কথা নয়। ভীষণ সুন্দর হয়েছে সার্বিকভাবে। পাতাটির ভেতরে কারুকার্য দেখবার মত। অনেক ধৈর্য না থাকলে এমন ম্যান্ডেলা আর্ট তৈরি করা যায় না। সেদিক থেকে তুমি দুর্দান্ত একটি কাজ করে আমাদের সঙ্গে শেয়ার করলে।

আর্ট মানেই ধৈর্য্য।অনেক সুন্দর মন্তব্য করেছেন দাদা,উৎসাহিত হলাম।ধন্যবাদ আপনাকে।

লিফ ম্যান্ডেলা আর্টটি আসলে অনেক চমৎকার হয়েছে আপু ।লিফ ম্যান্ডেলা আর্টটি তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

লিফ ম্যান্ডেলা ইতিমধ্যে দেখা হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি লিফ ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা লিফ ম্যান্ডেলা টি অনেক বেশি বেশি সুন্দর লাগছে। আপনি বেশ দারুন ভাবে আর্ট করেছেন।আর আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

লিফ ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। সত্যি আপনার দক্ষতা অসাধারন। এত সুন্দর ভাবে মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। আর ধাপে ধাপে শেয়ার করেছেন। দেখে ভালো লাগলো।

এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনি আজকে নীল কালারের কলম ব্যবহার করে অনেক সুন্দর দেখতে একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। অনেক নিখুঁতভাবে পুরোটা অংকন করা হয়েছে এটা তো দেখেই বুঝতে পারছি। আপনার হাতের এত নিখুঁত একটা কাজ দেখলে সবাই মুগ্ধ হবে।

আপনার কলেজের বিদায় অনুষ্ঠান থেকে পাওয়া নীল কলম দিয়ে খুবই চমৎকার একটি পাতার ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ঠিক বলেছেন দিদি ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ছোট ছোট বিষয় খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়। তাইতো ম্যান্ডেলা আর্ট এত সুন্দর লাগে। আপনার পাতার ম্যান্ডেলা আর্ট খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দিদি এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আর্ট টা করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছে। খুব চমৎকার একটা পাতা আর্ট করেছেন। ছোট ছোট ডিজাইনগুলো দেওয়ার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। নীল কালার পেন দিয়ে পুরো ডিজাইন টা করেছেন। অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

একেবারে অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি আর্ট দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ যেভাবে আপনি আজকের সুন্দর আর্ট এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এই আর্ট তৈরি করার মাধ্যমে আপনার আর্ট করার প্রতিভাও খুবই ভালোভাবে ফুটে উঠেছে৷ এর মধ্যে আপনি যে রঙের সংমিশ্রণ গুলো দিয়েছেন সেগুলো বেশ অসাধারণ হয়েছে৷৷

চমৎকার সুন্দর একটি লিফ ম্যান্ডেলা আর্ট করেছেন। ভীষণ সুন্দর হয়েছে আর্টটি।ধাপে ধাপ আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যনাদ আপনালে সুন্দর একটি লিফ ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

দারুন একটি লিফ ম্যান্ডেলা আর্ট করেছেন ।
ম্যান্ডেলা আর্টগুলো আমার বরাবরই ভালো লাগে। আপনার লিফ ম্যান্ডেলা আর্ট অনেক ইউনিট ছিল।অনেক নিখুঁতভাবে ডিজাইনটি করেছেন। লিফ ম্যান্ডেলার কালার কম্বিনেশনটা দেখে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনি দেখতেছি আপু কলেজে বিদায় নীল পেন পেয়েছেন সেটি দিয়ে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার পাতার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে বাস্তবে একটি পাতা একে ফেলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পাতার ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলেই এটা সত্যিকারের পাতার মতোই লাগছিলো, ধন্যবাদ আপনাকে আপু।