নমস্কার
সংকোচ সহজ কাজেও বাঁধা হয়ে দাঁড়ায়:
সংকোচ বলতে সহজ কথায় আমরা বুঝি,কুণ্ঠা মনোভাব বা জড়সড়-ভাবকে।আসলে সংকোচ আমাদের মন থেকে জন্ম নেয়।আর এই সংকোচ/লজ্জা আমাদের জীবনের গতি যেমন রুদ্ধ করে তেমনি চলার পথে বাঁধা সৃষ্টি করে।এককথায় বলতে গেলে সংকোচ আমাদেরকে এক ধাপ পিছিয়ে নিয়ে যায়।আমাদের মন থেকে তৈরি হওয়া উৎসাহ বা আগ্রহকেও অনেকখানি কমিয়ে দেয়।আর এটি কোনো জটিল কাজের ক্ষেত্রে সংকোচ বোধের সৃষ্টি হয় এমনটা নয়, অনেক সহজ কাজেও সংকোচ মনোভাবের তৈরি হয়।এই জন্য আমরা অনেক কাজ করতে উৎসাহী হই না।এই সংকোচ থেকে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়।
ধরুন,,,,, আপনি কখনো ফুটবল খেলেন নি।কিন্তু ফুটবল খেলার জন্য আপনার মনে গভীর ইচ্ছেবোধ জাগলো।ফলে এই আগ্রহকে আপনি বাস্তবে রূপান্তরিত করতে যাবেন, ঠিক তার আগে আপনার মনে সংকোচবোধের সৃষ্টি হলো।যে আপনি ঠিকভাবে ফুটবল খেলতে পারবেন কিনা,খেললে কেউ তা নিয়ে ঠাট্টা করবে কিনা,মা বকবে কিনা এছাড়া আপনার পা ভাঙবে কিনা ইত্যাদি প্রশ্ন আপনার মনকে বিষিয়ে তুলবে।আর এর কারণ হচ্ছে লজ্জা/সংকোচ আপনার আগ্রহকে একধাপ নীচে যেমন নামিয়ে দেবে তেমনি আপনাকে পিছনে ফেলে দেবে আপনার ইচ্ছেবোধকে দমিয়ে।অর্থাৎ আপনার কাজে বাঁধার সৃষ্টি করবে।
অনেক ছোট ছোট কাজেও সংকোচ/লজ্জা আমাদেরকে বাঁধার সৃষ্টি করে।সংকোচ মনে একটা সন্দেহের সৃষ্টি করে এবং সঙ্গে হাজারো প্রশ্নের উত্থান করে।এমন কোনো কাজের শুরুতে আমাদের মন সংকোচে ভরে গেলেও সাহস করে সেটি করা হলে দেখা যায় অনেকটাই সহজবোধ্য হয়ে যাবে সেই কাজ।তাই যে কোনো কাজের শুরুতে কুন্ঠিত না হয়ে সাহসের সহিত শুরু করা উচিত।জীবনে চলার পথে হাজারো বাঁধা আসবে ।কিন্তু নিজের মনের বাঁধা সব থেকে বেশি ভয়ংকর।সেটাকে উপরে ফেলে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।এই সংকোচ/লজ্জা থেকে প্রথমে বের হতে হবে।তারপর সকল জড়তা কাটিয়ে নিজের মন থেকে কাজটি করলে অনেক সহজসাধ্য ও উপভোগ্য হবে।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোষ্টটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
পোস্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন বিষয়ে যদি অল্প পরিমাণও সংকোচ বোধ মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে আর সেই কাজটি ভালো করে হয় না। সংকোচ মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। আপনি আমাদের মাঝে ফুটবল খেলা নিয়ে খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন আপু। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা শিক্ষানীয় এই পোস্ট টি পড়ে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই মনে জড়তা ভাব ঢুকে গেলে কাজ করতে মন বসে না,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে সংকোচ জিনিসটা অনেক ভয়ঙ্কর। আসলে জীবন চলার পথে সংকোচ আমাদের বাধা হয়ে দাঁড়ায়। যার মাঝে জড়তা থাকে সে কখনো আগাতে পারে না। তাই আমাদের সকলের উচিত সংকোচ কে কাটিয়ে ওঠা। যার কাছে সংকোচ থাকবে সে কখনো সামনে আগাতে পারবে না। অবশ্যই জীবন চলার পথে বাঁধা হয়ে দাঁড়াবে। অনেক ভালো লাগলো আপু পড়ে। খুব সুন্দর উদাহরণের মাধ্যমে আপনি বিষয়টা আমাদের সাথে শেয়ার করলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গঠনমূলক মতামত পড়ে ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে সত্যি অনেক ভালো লাগল। আসলে আপু আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন। সত্যি সংকোচ নিয়ে কোন কাজ করলে আসলে সেই কাজ ভালো হয় না।আসলে আমাদের সব বাধা ভেঙে কাজ করলে দেখা যাবে কাজটা অনেক সহজ হয়ে গেছে। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব বাঁধা ঠেলে কাজ করলে সহজ মনে হবে।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সংকোচ এমন একটা জিনিস যা সহজ কাজেও আমাদের বাঁধা হয়ে দাঁড়ায় এটা সত্যি। আমরা যদি যে কোন কাজে সংকোচ বোধ করি তাহলে কখনো সেই কাজটা করতে পারব না। আমাদের কোন কাজে সংকোচ বোধ করা একেবারেই উচিত না। আপনি ফুটবল খেলা নিয়ে অনেক সুন্দরভাবে উদাহরণস্বরূপ এই বিষয়টা বুঝিয়ে বলেছেন। যার কারনে বুঝতে অনেক বেশি সুবিধা হয়েছে। অনেক ভালো লেগেছে আপনার পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সংকোচ নিয়ে কোনো কাজ ঠিকভাবে করা সম্ভব নয়।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কিন্তু একেবারে বাস্তবিক একটা টপিক তুলে ধরেছেন এই পোস্টটি লেখার জন্য। আমাদের কারোরই উচিত না সংকোচ বোধ করা যে কোন ছোট কাজেও। সংকোচ বোধ করা অনেক খারাপ একটা অভ্যাস। যা একবার মানুষের মনে যদি গেঁথে যায় তাহলে তা ফেরানো যায় না। আমরা যদি যেকোনো কাজ উৎসাহিত হয়ে করার চেষ্টা করি তাহলে তাতে অবশ্যই সফল হব এবং কাজটাও সুন্দর হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু ,এটা খারাপ অভ্যাসের মধ্যে একটি ।ধন্যবাদ আপনাকেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো কাজে সংকোচ বোধ করলে সেই কাজে আপনি সফল হতে পারবেন না। মানুষের ভেতরে জড়তা কাজ করলে সে কখনই সাফল্য লাভ করতে পারবে না। কোন কিছু অর্জন করতে হলে অবশ্যই তার ভেতরে আত্মবিশ্বাস থাকতে হবে। একটি সাধারণ কাজকেও কঠিন বলে মনে হয় যখন আপনার ভিতরে সংকোচ বোধ কাজ করবে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। এবং এই পোস্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিখলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আত্মবিশ্বাস ধরে রাখাটা প্রধান বিষয়।ধন্যবাদ ও স্বাগতম আপনাকে ভাইয়া।💐
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু ঠিক বলেছেন। সংকোচ অনেক বড় একটি সমস্যা। মনে সংকোচ থাকলে কোন কাজেই সফলতা আসে না। কোন কাজ ঠিক ভাবে করা যায় না। মনে কোন প্রশ্ন থাকলেও সেটাও প্রকাশ করা যায় না। আর সমাধান পায় না। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সংকোচ মানুষকে ভীতু করে তোলে, ধন্যবাদ আপনার মনের অনুভূতি প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit