"খোলস পাল্টানো প্রজাপতি এবং সঙ্গে কিছু ফটোগ্রাফি"

in hive-129948 •  2 years ago 

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী পোষ্ট নিয়ে আপনাদের মাঝে।আসলে বিষয়টি অনেকের কাছেই নতুন বলে মনে হতে পারে, ঠিক আমার মতই।আমি আজ একটা নতুন ধারনার সম্মুখীন হয়েছিলাম ,যেটা আমাকে মন থেকে অনেক আনন্দ দিয়েছে।যাইহোক তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল বিষয় নিয়ে---

CollageMaker_20230403_131231889.jpg
লোকেশন

খোলস পাল্টানো প্রজাপতি:

🦋🦋প্রজাপতি🦋🦋

হ্যাঁ ঠিক দেখেছেন,আমাদের অপূর্ব সৃষ্টির মাঝে একটি সেরা সৃষ্টি হলো প্রজাপতি।যেটা আমাদের সকলের পছন্দের।কত ছেলেবেলা দৌড়ে কাটিয়ে দেই আমরা এই প্রজাপতির পিছু পিছু।তবুও ক্লান্তিমাখা শরীরে থমকে দাঁড়াতে হয় আমাদের, কারণ এই সৌন্দর্যময় ছোট্ট পতঙ্গ ধরা অতটাও সহজসাধ্য নয়।প্রজাপতির অপূর্ব রূপে মুগ্ধ হই আমরা সকলেই।পৃথিবীর সকল সুন্দর সুন্দর রং যেন তার পাখায় অঙ্কিত রয়েছে সূক্ষ্মভাবে।সকলকেই প্রজাপতি তার ডানা দিয়ে আকর্ষিত করে।তেমনি আজ সকালে আমি এই প্রথম দেখলাম কোনো খোলস পাল্টানো প্রজাপতিকে।
IMG_20230403_131021.jpg

IMG_20230403_131828.jpg
লোকেশন

কি বুঝলেন না তো কিছুই,তবে বুঝিয়ে বলছি।আজ সকালে পর্তুলিকা ফুল গাছের আশেপাশে মিনিকে উঁকি মারতে দেখলাম ,পা দিয়ে পাত্রের ফাঁকে নেড়ে নেড়ে কি যেন করছিল!কাছে যেতেই দেখলাম একটি নড়বড়ে প্রজাপতি নেতিয়ে পড়ে আছে।কিছুতেই ডানা মেলে উড়তে পারছিল না,তাই সযত্নে তুলে নিলাম হাতে।কিন্তু প্রজাপতির নরম ডানা কিছুতেই স্বাভাবিক থাকছিল না বারবার নেতিয়ে পড়ছিল।বুঝতে পারছিলাম প্রজাপতিটি বেশ দুর্বল তবুও সে হাতের উপর স্থায়ী থাকছিল না।বার বার হাঁটার চেষ্টা করছিল,এই প্রথম আমি প্রজাপতির এত নরম ডানা দেখলাম।নিশ্চয়ই,সে তার ফাঁপা খোলস পাল্টেছে ডানা থেকে।ডানাগুলি বারবার উল্টে যাচ্ছিল। প্রজাপতিটির চারটি অপূর্ব সুন্দর ডানা ছিল।যার প্রত্যেক ডানায় অসম্ভব সুন্দর চোখের মতো দৃশ্য ছিল।যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়,কিছুটা ময়ূরের পালকের মতোই। যাইহোক কোনো উপায় না দেখে আমার ফুল বাগানে চলে গেলাম।সেখানে গিয়ে আস্তে করে রাতে সদ্যফোটা গন্ধরাজ ফুলের পাপড়ির উপর বসিয়ে দিলাম প্রজাপতিকে।ভাবলাম ফুলের মধু খেয়ে হয়তো প্রজাপতির ডানাগুলি সক্রিয় হয়ে যাবে।তারপর কি হয়েছিল আমি জানি না।

IMG_20230403_131527.jpg

IMG_20230403_131735.jpg
লোকেশন

IMG_20230403_131637.jpg

সেই দৃশ্যগুলিই ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে।কয়েকটি প্রজাপতির ছবি ও আমার বাগানে ফোটা গন্ধরাজ ফুলটির ছবি শেয়ার করে নিলাম।এখন বিকেলে অনেক গন্ধরাজ ফুল ফুটেছে আমার গাছে।চারিদিকে শুধুই সুবাসিত গন্ধরাজ ফুলের গন্ধে ম -ম করছে পরিবেশ।

IMG_20230403_131714.jpg
লোকেশন

IMG_20230403_131755.jpg

IMG_20230403_131850.jpg
লোকেশন

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের প্রজাপতি ও ফুলের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আজকের ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে । এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে আমার । শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

আপনার একেবারে মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি গুলো দেখে। খোলস পলটানোর প্রজাপতি এবং গন্ধরাজ ফুলের উপর বসে থাকতে দেখে অনেক বেশি চমৎকার লেগেছে।ধন্যবাদ আপু আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ওয়াও আপু অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছে। গন্ধরাজ ফুলের উপর খোলস পাল্টানো প্রজাপতিটি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এভাবেই প্রতিনিয়ত ভালো ভালো কাজের মাধ্যমে এগিয়ে যান এই কামনা করি।

আমিই আসলে ফুলের উপর বসিয়ে দিয়েছি প্রজাপতিটিকে আপু,ধন্যবাদ আপনাকে ও।

দিদি মনটা ভরে গেলো ৷ আসলেই পৃথিবীর আরেকটি শ্রেষ্ঠ সৃষ্টি হলো প্রজাতি৷ যা দেখতে অনেক ভালো লাগে ৷ এমন কেউ নেই যে প্রজাতি কে পচ্ছন্দ করে না ৷
তবে দিদি আপনি বেশ সুন্দর আর ভালো কাজ করছেন প্রজাতি কে ফুলের উপর বসিয়ে দিয়ে ৷ আপনার বাগানে দেখি প্রজাতির মেলা বসেছে ৷ তবে প্রজাতির সবার কাছে ধরা দেয় না ৷ একমাত্র যে সুন্দর মনের অধিকারী তার কাছেই ৷ তাই বলতে হয় আপনি সত্যি এক সুন্দর মনের অধিকারী ৷
অনেক ভালো লাগলো দিদি

দাদা প্রজাতি নয়,প্রজাপতি।হয়তো আপনি খেয়াল করেননি,যাইহোক ধন্যবাদ আপনাকে ও।

আমি আপনার কথার সাথে একমত প্রজাপতি খুবই সুন্দর একটি প্রাণী। যখন উড়ে বেড়ায় তখন দেখতে খুবই ভালো লাগে। বিভিন্ন প্রকার প্রজাতি রয়েছে এই প্রজাপতির। প্রজাপতি এক এক রকম সুন্দর। আমার সবথেকে বেশি ভালো লেগেছে আপনার হাতে এসে যে প্রজাপতিটা এসে বসেছে এবং আপনি ফটোগ্রাফি করেছেন এই ফটোগ্রাফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার হাতে এসে যে প্রজাপতিটা এসে বসেছে

আমার হাতে প্রজাপতিটি এসে বসেনি,আসলে হয়তো আপনি ঠিকভাবে পোস্টটি পড়েননি।আমি তুলে নিয়েছিলাম হাতে,ধন্যবাদ আপনাকে।

প্রজাপতির ফটোগ্রাফি করা অনেক কঠিন ব্যাপার। আসলে এরকম সুন্দরভাবে যে কখনো ফটোগ্রাফি করা যেতে পারে সেটা ভাবতেই পারিনি আপু। আপনার শেয়ার করা প্রজাপতির ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ আপু।


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate 2

Thank you.💝

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি এত নিখুঁতভাবে করেছেন যা ভালো লাগারই দাবিদার। প্রজাপতি আমার অনেক ভালো লাগে। সেই প্রজাপতি গন্ধরাজ ফুলের উপর বসে থাকা দেখতে আরো অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

ওয়াও আপনি তো খুব চমৎকার ভাবে খোলস পাল্টানো প্রজাপতি ফটোগ্রাফি করেছেন। তবে প্রজাপতি ফুলের উপর বসিয়ে দেওয়ার কারণে আপনার ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। প্রজাপতির ডানা গুলো দেখতে অসম্ভব ভালো লাগতেছে। সুন্দর ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়ে প্রজাপতি আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ প্রজাপতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মতামত পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

আপনি খুব চমৎকারভাবে খোলস পাল্টানো প্রজাপতি ফটোগ্রাফি করেছেন। প্রজাপতির ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে প্রজাপতি ফুলের উপর বসিয়ে ফটোগ্রাফি করার কারণে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। তবে আমি কখনো এভাবে প্রজাপতি খোলস পাল্টানো দেখি নাই। আর বিশেষ করে প্রজাপতি কালারও বেশ চমৎকার। খুব সুন্দর করে প্রজাপতির ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আসলে বেশ আকর্ষণীয় দেখতে ছিল প্রজাপতিটি,আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Thank you so much.💝

আপনার আজকের এই পোস্ট আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে এই নিয়ে গবেষণা করেছেন এবং ফটোগ্রাফি করেছেন। আমাদের মাঝে অনেক সময় অনেক প্রকার প্রজাপতি এসে উপস্থিত হয় বা আমরা লক্ষ্য করে থাকি কিন্তু সেভাবে কখনো ফটোগ্রাফি করে না। তবে আপনার পোস্ট করে এবং ফটোগ্রাফি গুলো দেখে নতুন একটা বিষয় সম্পর্কে অবগত হতে পারলাম।

আসলে নতুন কিছু দেখতে ও ভাবতে খুবই ভালো লাগে আমার, ধন্যবাদ ভাইয়া।