নমস্কার
এসো নিজে করি--ভেজ চাউমিন রেসিপি:
অনেকদিন ধরেই রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।কারণ রেসিপি মানেই সময়সাপেক্ষ,তারপরও আজ একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েই গেলাম।আসলে তেলে ভাজা জিনিস খেতে আমরা সকলেই কম-বেশি পছন্দ করি।আর চাউমিন তার মধ্যে অন্যতম বলা যায়।দুপুরের টিফিন থেকে শুরু করে বিকেল কিংবা রাতের জলখাবার হিসেবে চাউমিনের নাম কিন্তু এসেই যায়।সেটা হোক ভেজ কিংবা নন ভেজ।কিন্তু আমি আজ তৈরি করেছি ভেজ চাউমিন,সেটাও আবার একটু শুকনো টাইপের করে।দোকানের চাউমিন জল জল বা তেল তেলভাবে তো আমরা সবসময় খেয়ে থাকি।আজ না হয় বাড়িতে স্বাস্থ্যকরভাবে বানিয়েই ফেললাম।যাইহোক এই চাউমিন রেসিপিটি তৈরির পর দেখতে যেমন সুন্দর লাগছিলো, খেতেও তেমনি সুন্দর হয়েছিল।এর স্বাদ অনেকটাই দোকানের মতোই লোভনীয় খেতে হয়েছিল।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন চাউমিন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.গাজর-1/2 টি
3.পেঁয়াজ- 3 টি
4.কাঁচামরিচ - 5 টি
5.বরবটি-1/2 মুঠি
6.লবণ- 1.5 টেবিল চামচ
7.গরম মসলা গুঁড়া- 1/3 টেবিল চামচ
8.লাল মরিচ গুঁড়া - 1 টেবিল চামচ
9.জিরে গুঁড়া-1/2 টেবিল চামচ
10.সয়া সস-2 টেবিল চামচ
11.টমেটোর সস- 4 টেবিল চামচ
12.সাদা তেল-60 গ্রাম
13.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি প্রয়োজন মতো কাঁচা সবজি নিয়ে নিলাম।
ধাপঃ 2
এখন একটা বটির সাহায্যে সবজিগুলো কেটে কুচিয়ে নিলাম।তারপর জল দিয়ে ধুয়ে নিলাম।
ধাপঃ 3
এরপর চাউমিনগুলি প্যাকেট থেকে বের করে নিলাম।
ধাপঃ 4
এবারে চুলায় মিডিয়াম আঁচে একটি পরিষ্কার কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে মিশিয়ে নেব ।
ধাপঃ 5
এরপর জল হালকা গরম হয়ে গেলে সাদা তেল মিশিয়ে নিলাম কিছুটা।যাতে চাউমিনগুলি দলা পেকে না যায়।তো এখন চাউমিনগুলি গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব।
ধাপঃ 6
এখন চার থেকে পাঁচ মিনিট নেড়েচেড়ে চাউমিনগুলি সেদ্ধ করে নিলাম।
ধাপঃ 7
এবারে চাউমিনগুলি একটি ঝাকিতে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে একটির সঙ্গে আরেকটি লেগে না যায়।
ধাপঃ 8
এরপর চুলায় পুনরায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম।
ধাপঃ 9
এবারে তেল হালকা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে বরবটি দিয়ে দিলাম।
ধাপঃ 10
এখন বরবটি হালকা ভেজে নিয়ে গাজর দিয়ে দিলাম।
ধাপঃ 11
এরপর দুটি সবজি হালকা সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে দিলাম এর মধ্যে।
ধাপঃ 12
এখন গুঁড়া মসলাসহ সমস্ত মসলা পরিমাণ মতো দিয়ে দিলাম বরবটি ও গাজর ভাজির মধ্যে।
ধাপঃ 13
এরপর সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা চাউমিনগুলি ঢেলে দিলাম।
ধাপঃ 14
এবারে চাউমিনগুলি সবজির সঙ্গে মিক্সড করে নিলাম।
ধাপঃ 15
এখন পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম চাউমিনের মধ্যে।
ধাপঃ 16
এবারে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম চাউমিনের মধ্যে।
ধাপঃ 17
এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম একত্রে।তারপর একটি পাত্রে চাউমিনগুলি নামিয়ে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম চাউমিনের উপর থেকে।তো তৈরি করা হয়ে গেল আমার "ভেজ চাউমিন রেসিপি"।
পরিবেশন:
এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে।এটি দেখতে যেমন সুন্দর লাগছিলো তেমনি খেতেও দারুণ মজাদার হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টুইটার লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি চাউমিন রেসিপি যে, আমি কতটা পছন্দ করি সেটা বলে বোঝাতে পারবো না। আমি মাঝেমধ্যে বাসায় এ ধরনের রেসিপি তৈরি করে খায় খুব ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর করে ভেজ চাউমিন রেসিপি তৈরি করেছেন দেখতে লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি অনেক সময় নিয়ে যত্ন সহকারে ভেজ চাউমিন রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ভেজ চাওমিন এমন একটি খাবার যা সব পরিবেশেই ব্যবহার করা যায়। এই ভেজ চাওমিনটাও আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে ভেজ চাউমিনটা অনেক সুস্বাদু হয়েছিল । আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ভেজ চাউমিন রেসিপি তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা ভেজ চাউমিন রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেসিপি টি সম্পন্ন করেছেন। বেশ দারুন হয়েছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু তেলে ভাজা খাবার আমরা কমবেশি সবাই পছন্দ করি। তা যদি এরকম ভেজিটেবল চাউমিন হয় তাহলে তো কথাই নেই। চাউমিন খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে এরকম ভেজিটেবল দিয়ে রান্না করি। আপনার চাওমিনের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতেও লোভনীয় লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনী অনেক সুন্দর ভাবে ভেজ চাওমিন রেসিপি তৈরি করেছেন ।দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে খেতে। এমন ধরনের রেসিপি বিকেলের জন্য পারফেক্ট। আমিও মাঝেমধ্যে আমার ধরনের রেসিপি তৈরি করে খেয়ে থাকি। ধন্যবাদ আপু শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভেজিটেবল চাউমিন খাওয়ার মজাটাই আলাদা। আপনি খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। আমার তো দেখেই লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু ছিল। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভেজ চাউমিন রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে এবং ইউনিক মনে হচ্ছে। এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি। ধাপগুলো দেখে তৈরি করার ইচ্ছা জাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভেজ চাউমিন রেসিপি খেতে আমি ভীষণ পছন্দ করি।মাঝে মাঝেই নিজেই আমি ভেজ চাউমিন রেসিপি তৈরি করে খাই। রেসিপিটি দেখে এখনই খেতে ইচ্ছে করছে। বিস্তারিতভাবে রেসিপিটি তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন। পোস্টটি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চাউমিন দেখে জিভে জল চলে এলো। অনেকদিন হলো চাউমিন খাওয়া হচ্ছে না। আপনি খুব সুন্দর ভাবে এই চাউমিন রেসিপি পদ্ধতিতে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর আমার তো বারবার খেতে ইচ্ছা করছিল। এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার চাউমিন টা দেখে আমি মনে করেছি চানাচুর। চানাচুর ঠিক এইরকমই দেখতে। বাড়িতে ভেজ চাউমিন টা বেশ দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টা দেখে বেশ লাগল। এবং আপনি উপস্থাপনা ও পরিবেশনা টা বেশ দারুণ করেছেন। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু বাড়িতে তৈরি করে কিছু খেলে সেটি স্বাস্থ্যের জন্য ভালো হয়। আপনি দেখতেছি খুব মজার একটি রেসিপি করেছেন।ভেজ চাউমিন এর রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। তবে রেসিপিটি শুকনো শুকনো করে বানানোর কারণে খেতে আলাদা মজা পেয়েছে মনে হয়। ধন্যবাদ রেসিপিটি সুন্দর করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ কিছু দিন পর রেসিপি তৈরি করার চেষ্টা করেছেন। ভেজ চাউমিন রেসিপি খেতে ভীষণ মজাদার লাগে। এধরনের লোভনীয় খাবার গুলো দেখলে তো লোভ সামলানো মুশকিল। অনেক সুন্দর করে রেসিপি উপস্থাপন করেছেন। আমিও শিখে নিলাম ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি রেসিপি পোস্ট আজকে আপনি আমাদের শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভেজ চাউমিন রেসিপি দেখে অনেক ভালো লাগলো। বেশ চমৎকার করে আপনি রেসিপি তৈরীর প্রস্তুত প্রণালী আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit